ক্রীড়া ডেস্ক
পাঁচ ম্যাচে ৯ গোল। টানা দুই ম্যাচে হ্যাটট্রিক। একজন স্ট্রাইকারের এর চেয়ে মধুর শুরু আর হতেই পারে না! ইংলিশ প্রিমিয়ার লিগের মতো বিশ্বের সবচেয়ে কঠিন লিগে খেলতে নেমে রেকর্ড ভাঙার খেলায় যেন খেলতে নেমেছেন আর্লিং হালান্ড। নরওয়েজিয়ান স্ট্রাইকারের কাছে ভাঙবে সার্জিও আগুয়েরোর ২৬০ রেকর্ড, এমনটা আগেভাগেই ভবিষ্যদ্বাণী করে রেখেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে আগের ম্যাচে দ্বিতীয়ার্ধে দারুণ এক হ্যাটট্রিকে ম্যানসিটিকে দারুণ এক জয় এনে দিয়েছেন হালান্ড। গতকাল রাতে নটিংহাম ফরেস্টকে তো ম্যাচে ফেরার সুযোগই দেননি সাবেক বরুসিয়া তারকা। ইতিহাদ স্টেডিয়ামে ১২, ২৩ ও ৩৮ মিনিটে গোল করেছেন। সঙ্গে হুলিয়ান আলভারেজের জোড়া ও হোয়াও ক্যানসেলোর গোলে ৬-০ ব্যবধানে নটিংহামের ‘বন’ উজাড় করে দিয়েছে ম্যানসিটি।
রেডবুল সালযবুর্গ, বরুসিয়া ডর্টমুন্ডে নিজের গোল করার জন্মগত প্রতিভার জানান দিয়েছিলেন হালান্ড। তবে সত্যিকারের তারকা হয়ে ওঠার জন্য হালান্ডকে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার পরামর্শ দিয়েছিলেন সাবেক ফুটবলাররা। পাঁচ ম্যাচে ৯ গোল করে নরওয়েজিয়ান তারকাও বুঝিয়ে দিয়েছেন, গোল তিনি করতে পারবেন যেকোনো লিগেই!
ইংলিশ প্রিমিয়ার লিগে এর আগে পাঁচ ম্যাচে ৮ গোল করার কৃতিত্ব ছিল কেবল দুজনের। ম্যানসিটি কিংবদন্তি সার্জিও আগুয়েরো ও মিক কুইনের। দুজনের রেকর্ড ভেঙেছেন হালান্ড, টানা দুই হ্যাটট্রিকে ছুঁয়েছেন হ্যারি কেনকে। ২০১৭ সালে পর পর দুই ম্যাচে হ্যাটট্রিক করার কৃতিত্বটা এত দিন ছিল টটেনহ্যাম অধিনায়কের।
ম্যানসিটির সর্বোচ্চ গোল স্কোরারের রেকর্ডটা হালান্ডই ভাঙবেন, এমনটাই বলছেন গার্দিওলা। আগুয়েরোর ২৬০ গোলের রেকর্ড ভেঙে নিজেকে অন্য উচ্চতায় তুলবেন তাঁর নতুন শিষ্য এমনটা দাবি করে ম্যানসিটি কোচ গতকাল ম্যাচ শেষে বলেছেন, ‘সার্জিও একজন কিংবদন্তি। আধুনিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটা সে করেছে, সিটি ভক্তদের মনে তার যে জায়গা, সেটা ভাঙার সাহস কারও নেই। তবে আর্লিংয়ের মধ্যে সেই সম্ভাবনাটা আছে।’
গার্দিওলা আরও বলেন, ‘সার্জিও যা করেছে, সেটা অবিশ্বাস্য। কিন্তু আর্লিং প্রতিভাবান। যখন সিটি আর্লিংকে কেনার সিদ্ধান্ত নিয়েছিল, তখন সবাই তাঁর অতীত নিয়ে কথা বলছিল। আমরা শুধু তাঁকে সাহায্য করতে চাই। আশা করি সে উপভোগ করবে আর অনেক গোল করবে।’
তবে আগুয়েরোর জায়গায় স্থান করে নিতে হলে হালান্ডকে শিরোপা জিততে হবে বলেও মনে করিয়ে দিয়েছেন গার্দিওলা, ‘নরওয়ে, অস্ট্রিয়া ও জার্মানিতে সে যা করেছে, সেটা সে এখানেও করছে। বলে ছোঁয়া পেলেই সে গোল করে, আমরা সেটা জানি। সে সব সময়ই গোল করে। তবে আমরা খারাপ খেললে সে গোল করতে পারে না।’
পাঁচ ম্যাচে ৯ গোল। টানা দুই ম্যাচে হ্যাটট্রিক। একজন স্ট্রাইকারের এর চেয়ে মধুর শুরু আর হতেই পারে না! ইংলিশ প্রিমিয়ার লিগের মতো বিশ্বের সবচেয়ে কঠিন লিগে খেলতে নেমে রেকর্ড ভাঙার খেলায় যেন খেলতে নেমেছেন আর্লিং হালান্ড। নরওয়েজিয়ান স্ট্রাইকারের কাছে ভাঙবে সার্জিও আগুয়েরোর ২৬০ রেকর্ড, এমনটা আগেভাগেই ভবিষ্যদ্বাণী করে রেখেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে আগের ম্যাচে দ্বিতীয়ার্ধে দারুণ এক হ্যাটট্রিকে ম্যানসিটিকে দারুণ এক জয় এনে দিয়েছেন হালান্ড। গতকাল রাতে নটিংহাম ফরেস্টকে তো ম্যাচে ফেরার সুযোগই দেননি সাবেক বরুসিয়া তারকা। ইতিহাদ স্টেডিয়ামে ১২, ২৩ ও ৩৮ মিনিটে গোল করেছেন। সঙ্গে হুলিয়ান আলভারেজের জোড়া ও হোয়াও ক্যানসেলোর গোলে ৬-০ ব্যবধানে নটিংহামের ‘বন’ উজাড় করে দিয়েছে ম্যানসিটি।
রেডবুল সালযবুর্গ, বরুসিয়া ডর্টমুন্ডে নিজের গোল করার জন্মগত প্রতিভার জানান দিয়েছিলেন হালান্ড। তবে সত্যিকারের তারকা হয়ে ওঠার জন্য হালান্ডকে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার পরামর্শ দিয়েছিলেন সাবেক ফুটবলাররা। পাঁচ ম্যাচে ৯ গোল করে নরওয়েজিয়ান তারকাও বুঝিয়ে দিয়েছেন, গোল তিনি করতে পারবেন যেকোনো লিগেই!
ইংলিশ প্রিমিয়ার লিগে এর আগে পাঁচ ম্যাচে ৮ গোল করার কৃতিত্ব ছিল কেবল দুজনের। ম্যানসিটি কিংবদন্তি সার্জিও আগুয়েরো ও মিক কুইনের। দুজনের রেকর্ড ভেঙেছেন হালান্ড, টানা দুই হ্যাটট্রিকে ছুঁয়েছেন হ্যারি কেনকে। ২০১৭ সালে পর পর দুই ম্যাচে হ্যাটট্রিক করার কৃতিত্বটা এত দিন ছিল টটেনহ্যাম অধিনায়কের।
ম্যানসিটির সর্বোচ্চ গোল স্কোরারের রেকর্ডটা হালান্ডই ভাঙবেন, এমনটাই বলছেন গার্দিওলা। আগুয়েরোর ২৬০ গোলের রেকর্ড ভেঙে নিজেকে অন্য উচ্চতায় তুলবেন তাঁর নতুন শিষ্য এমনটা দাবি করে ম্যানসিটি কোচ গতকাল ম্যাচ শেষে বলেছেন, ‘সার্জিও একজন কিংবদন্তি। আধুনিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটা সে করেছে, সিটি ভক্তদের মনে তার যে জায়গা, সেটা ভাঙার সাহস কারও নেই। তবে আর্লিংয়ের মধ্যে সেই সম্ভাবনাটা আছে।’
গার্দিওলা আরও বলেন, ‘সার্জিও যা করেছে, সেটা অবিশ্বাস্য। কিন্তু আর্লিং প্রতিভাবান। যখন সিটি আর্লিংকে কেনার সিদ্ধান্ত নিয়েছিল, তখন সবাই তাঁর অতীত নিয়ে কথা বলছিল। আমরা শুধু তাঁকে সাহায্য করতে চাই। আশা করি সে উপভোগ করবে আর অনেক গোল করবে।’
তবে আগুয়েরোর জায়গায় স্থান করে নিতে হলে হালান্ডকে শিরোপা জিততে হবে বলেও মনে করিয়ে দিয়েছেন গার্দিওলা, ‘নরওয়ে, অস্ট্রিয়া ও জার্মানিতে সে যা করেছে, সেটা সে এখানেও করছে। বলে ছোঁয়া পেলেই সে গোল করে, আমরা সেটা জানি। সে সব সময়ই গোল করে। তবে আমরা খারাপ খেললে সে গোল করতে পারে না।’
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
৪৪ মিনিট আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
১ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
১ ঘণ্টা আগে