পাঁচ ম্যাচে ৯ গোল। টানা দুই ম্যাচে হ্যাটট্রিক। একজন স্ট্রাইকারের এর চেয়ে মধুর শুরু আর হতেই পারে না! ইংলিশ প্রিমিয়ার লিগের মতো বিশ্বের সবচেয়ে কঠিন লিগে খেলতে নেমে রেকর্ড ভাঙার খেলায় যেন খেলতে নেমেছেন আর্লিং হালান্ড। নরওয়েজিয়ান স্ট্রাইকারের কাছে ভাঙবে সার্জিও আগুয়েরোর ২৬০ রেকর্ড, এমনটা আগেভাগেই ভবিষ্যদ্বাণী করে রেখেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে আগের ম্যাচে দ্বিতীয়ার্ধে দারুণ এক হ্যাটট্রিকে ম্যানসিটিকে দারুণ এক জয় এনে দিয়েছেন হালান্ড। গতকাল রাতে নটিংহাম ফরেস্টকে তো ম্যাচে ফেরার সুযোগই দেননি সাবেক বরুসিয়া তারকা। ইতিহাদ স্টেডিয়ামে ১২, ২৩ ও ৩৮ মিনিটে গোল করেছেন। সঙ্গে হুলিয়ান আলভারেজের জোড়া ও হোয়াও ক্যানসেলোর গোলে ৬-০ ব্যবধানে নটিংহামের ‘বন’ উজাড় করে দিয়েছে ম্যানসিটি।
রেডবুল সালযবুর্গ, বরুসিয়া ডর্টমুন্ডে নিজের গোল করার জন্মগত প্রতিভার জানান দিয়েছিলেন হালান্ড। তবে সত্যিকারের তারকা হয়ে ওঠার জন্য হালান্ডকে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার পরামর্শ দিয়েছিলেন সাবেক ফুটবলাররা। পাঁচ ম্যাচে ৯ গোল করে নরওয়েজিয়ান তারকাও বুঝিয়ে দিয়েছেন, গোল তিনি করতে পারবেন যেকোনো লিগেই!
ইংলিশ প্রিমিয়ার লিগে এর আগে পাঁচ ম্যাচে ৮ গোল করার কৃতিত্ব ছিল কেবল দুজনের। ম্যানসিটি কিংবদন্তি সার্জিও আগুয়েরো ও মিক কুইনের। দুজনের রেকর্ড ভেঙেছেন হালান্ড, টানা দুই হ্যাটট্রিকে ছুঁয়েছেন হ্যারি কেনকে। ২০১৭ সালে পর পর দুই ম্যাচে হ্যাটট্রিক করার কৃতিত্বটা এত দিন ছিল টটেনহ্যাম অধিনায়কের।
ম্যানসিটির সর্বোচ্চ গোল স্কোরারের রেকর্ডটা হালান্ডই ভাঙবেন, এমনটাই বলছেন গার্দিওলা। আগুয়েরোর ২৬০ গোলের রেকর্ড ভেঙে নিজেকে অন্য উচ্চতায় তুলবেন তাঁর নতুন শিষ্য এমনটা দাবি করে ম্যানসিটি কোচ গতকাল ম্যাচ শেষে বলেছেন, ‘সার্জিও একজন কিংবদন্তি। আধুনিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটা সে করেছে, সিটি ভক্তদের মনে তার যে জায়গা, সেটা ভাঙার সাহস কারও নেই। তবে আর্লিংয়ের মধ্যে সেই সম্ভাবনাটা আছে।’
গার্দিওলা আরও বলেন, ‘সার্জিও যা করেছে, সেটা অবিশ্বাস্য। কিন্তু আর্লিং প্রতিভাবান। যখন সিটি আর্লিংকে কেনার সিদ্ধান্ত নিয়েছিল, তখন সবাই তাঁর অতীত নিয়ে কথা বলছিল। আমরা শুধু তাঁকে সাহায্য করতে চাই। আশা করি সে উপভোগ করবে আর অনেক গোল করবে।’
তবে আগুয়েরোর জায়গায় স্থান করে নিতে হলে হালান্ডকে শিরোপা জিততে হবে বলেও মনে করিয়ে দিয়েছেন গার্দিওলা, ‘নরওয়ে, অস্ট্রিয়া ও জার্মানিতে সে যা করেছে, সেটা সে এখানেও করছে। বলে ছোঁয়া পেলেই সে গোল করে, আমরা সেটা জানি। সে সব সময়ই গোল করে। তবে আমরা খারাপ খেললে সে গোল করতে পারে না।’
পাঁচ ম্যাচে ৯ গোল। টানা দুই ম্যাচে হ্যাটট্রিক। একজন স্ট্রাইকারের এর চেয়ে মধুর শুরু আর হতেই পারে না! ইংলিশ প্রিমিয়ার লিগের মতো বিশ্বের সবচেয়ে কঠিন লিগে খেলতে নেমে রেকর্ড ভাঙার খেলায় যেন খেলতে নেমেছেন আর্লিং হালান্ড। নরওয়েজিয়ান স্ট্রাইকারের কাছে ভাঙবে সার্জিও আগুয়েরোর ২৬০ রেকর্ড, এমনটা আগেভাগেই ভবিষ্যদ্বাণী করে রেখেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে আগের ম্যাচে দ্বিতীয়ার্ধে দারুণ এক হ্যাটট্রিকে ম্যানসিটিকে দারুণ এক জয় এনে দিয়েছেন হালান্ড। গতকাল রাতে নটিংহাম ফরেস্টকে তো ম্যাচে ফেরার সুযোগই দেননি সাবেক বরুসিয়া তারকা। ইতিহাদ স্টেডিয়ামে ১২, ২৩ ও ৩৮ মিনিটে গোল করেছেন। সঙ্গে হুলিয়ান আলভারেজের জোড়া ও হোয়াও ক্যানসেলোর গোলে ৬-০ ব্যবধানে নটিংহামের ‘বন’ উজাড় করে দিয়েছে ম্যানসিটি।
রেডবুল সালযবুর্গ, বরুসিয়া ডর্টমুন্ডে নিজের গোল করার জন্মগত প্রতিভার জানান দিয়েছিলেন হালান্ড। তবে সত্যিকারের তারকা হয়ে ওঠার জন্য হালান্ডকে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার পরামর্শ দিয়েছিলেন সাবেক ফুটবলাররা। পাঁচ ম্যাচে ৯ গোল করে নরওয়েজিয়ান তারকাও বুঝিয়ে দিয়েছেন, গোল তিনি করতে পারবেন যেকোনো লিগেই!
ইংলিশ প্রিমিয়ার লিগে এর আগে পাঁচ ম্যাচে ৮ গোল করার কৃতিত্ব ছিল কেবল দুজনের। ম্যানসিটি কিংবদন্তি সার্জিও আগুয়েরো ও মিক কুইনের। দুজনের রেকর্ড ভেঙেছেন হালান্ড, টানা দুই হ্যাটট্রিকে ছুঁয়েছেন হ্যারি কেনকে। ২০১৭ সালে পর পর দুই ম্যাচে হ্যাটট্রিক করার কৃতিত্বটা এত দিন ছিল টটেনহ্যাম অধিনায়কের।
ম্যানসিটির সর্বোচ্চ গোল স্কোরারের রেকর্ডটা হালান্ডই ভাঙবেন, এমনটাই বলছেন গার্দিওলা। আগুয়েরোর ২৬০ গোলের রেকর্ড ভেঙে নিজেকে অন্য উচ্চতায় তুলবেন তাঁর নতুন শিষ্য এমনটা দাবি করে ম্যানসিটি কোচ গতকাল ম্যাচ শেষে বলেছেন, ‘সার্জিও একজন কিংবদন্তি। আধুনিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটা সে করেছে, সিটি ভক্তদের মনে তার যে জায়গা, সেটা ভাঙার সাহস কারও নেই। তবে আর্লিংয়ের মধ্যে সেই সম্ভাবনাটা আছে।’
গার্দিওলা আরও বলেন, ‘সার্জিও যা করেছে, সেটা অবিশ্বাস্য। কিন্তু আর্লিং প্রতিভাবান। যখন সিটি আর্লিংকে কেনার সিদ্ধান্ত নিয়েছিল, তখন সবাই তাঁর অতীত নিয়ে কথা বলছিল। আমরা শুধু তাঁকে সাহায্য করতে চাই। আশা করি সে উপভোগ করবে আর অনেক গোল করবে।’
তবে আগুয়েরোর জায়গায় স্থান করে নিতে হলে হালান্ডকে শিরোপা জিততে হবে বলেও মনে করিয়ে দিয়েছেন গার্দিওলা, ‘নরওয়ে, অস্ট্রিয়া ও জার্মানিতে সে যা করেছে, সেটা সে এখানেও করছে। বলে ছোঁয়া পেলেই সে গোল করে, আমরা সেটা জানি। সে সব সময়ই গোল করে। তবে আমরা খারাপ খেললে সে গোল করতে পারে না।’
স্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
৬ ঘণ্টা আগেঅবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) মেঘ কাটতে শুরু করেছে। আগামীকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমনই সংবাদ প্রকাশ হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো
৭ ঘণ্টা আগেএক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
৯ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
১০ ঘণ্টা আগে