Ajker Patrika

মেসির বিশ্বকাপ জয়ের সঙ্গে নিজের শিরোপা জয়ের তুলনা গার্দিওলার

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

পেপ গার্দিওলার অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ম্যানচেস্টার সিটি জিতছিল নিয়মিতই। চ্যাম্পিয়নস লিগটাই শুধু বাকি ছিল। গত পরশু তাঁর সেই আক্ষেপও ঘুচে যায়। সিটির প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়কে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সঙ্গে তুলনা করেছেন গার্দিওলা। 

ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি হয় ম্যান সিটি ও ইন্টার মিলান। যা ছিল ম্যান সিটির দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। ইস্তাম্বুলের ফাইনালে মিলানকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিটি। সিটির এই জয়কে আর্জেন্টিনার ২০২২ ফুটবল বিশ্বকাপ জয়ের সঙ্গে তুলনা করেছেন গার্দিওলা। লুসাইলে প্রথম বিশ্বকাপ শিরোপা উচিয়ে ধরেছিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলেকে গার্দিওলা বলেন, ‘আমার মতে সফল হয়েছি আমি। মেসির সঙ্গে আমারটার কোনো অংশে কম তুলনা করতে চাই না। যেখানে বিশ্বকাপে তার (মেসি) অভিব্যক্তিই বলে দিয়েছিল, আমি পেরেছি। আমি পেরেছি।’ 

বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। ছবি: ফাইল ছবিচ্যাম্পিয়নস লিগ জিতে অষ্টম দল হিসেবে ইউরোপিয়ান ফুটবলে ট্রেবল জয়ের রেকর্ড গড়ল সিটি। সব মিলিয়ে এটা (ট্রেবল জয়) ঘটল দশমবারের মতো। আর গার্দিওলার কোচিং ক্যারিয়ারের এটা দ্বিতীয় ট্রেবল। ২০০৮-০৯ মৌসুমে বার্সেলোনার হয়ে ট্রেবল জেতেন তিনি। তাঁর অধীনে সেবার বার্সা জিতেছিল লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগ। দুটো ভিন্ন ক্লাবের হয়ে ট্রেবল জয়ী প্রথম কোচও গার্দিওলা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত