Ajker Patrika

‘এই অশ্রু হচ্ছে আনন্দের অশ্রু’

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৪: ১১
‘এই অশ্রু হচ্ছে আনন্দের অশ্রু’

বিশ্বকাপ শুরুর আগেও কান্না করেছিলেন সন হিউয়েন-মিন। তবে গতকালের কান্না আর সেদিনের কান্নার মধ্যে বিস্তর পার্থক্য ছিল। শুরুর আগে কেঁদেছিলেন চোটে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার আশঙ্কায়। আর গ্রুপের শেষ ম্যাচে চোখের জল ছিল আনন্দের।

শেষ ষোলো নিশ্চিত হওয়ার পর চোখের জল আর ধরে রাখতে পারেননি সন। পরে তাঁর কান্নার ছবিটি মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, এই অশ্রু হচ্ছে তাঁর আনন্দের অশ্রু।

ম্যাচ শেষে সন বলেছেন, ‘এই অশ্রু হচ্ছে আনন্দের অশ্রু। আমরা এই মুহূর্তের জন্য দীর্ঘ অপেক্ষা করেছি। খেলোয়াড় হিসেবে বিশ্বাস ছিল আমরা এটি করতে পারব।’

কঠিন সময়ে সতীর্থদের পাশে পেয়ে নিজেকে গর্বিত মনে করছেন সন। ৩০ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘যখন আমার সেরাটা দিতে পারছিলাম না, তখন সতীর্থরা পাশে দাঁড়িয়েছে। তাদের কাছে কৃতজ্ঞ। সেই সঙ্গে গর্বিতও।’

দ্বিতীয় রাউন্ডে সুযোগ পেতে জয়ের বিকল্প ছিল না দক্ষিণ কোরিয়ার। শেষ সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে তারা। পর্তুগালের বিপক্ষে বদলি নামা হোয়াং হি-চানের শেষ মুহূর্তের গোলে কোরিয়া জয় পেলেও এর কারিগর ছিলেন সন। যাঁর দুর্দান্ত পাসে এই মিডফিল্ডার দলকে আনন্দোল্লাসে ভাসান।

২-১ গোলে এগিয়ে যাওয়ার পর পর্তুগালের বিপক্ষে শেষ ৬ মিনিটকে দীর্ঘ সময় বলে জানিয়েছেন সন। তিনি বলেছেন, ‘আমার ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘতম সময় ছিল শেষ ৬ মিনিট।’

শেষ ষোলোয় কোরিয়ার প্রতিপক্ষ ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের সুযোগ দেখছেন সন। টটেনহামের স্ট্রাইকার বলেছেন, ‘বিশ্ব ফুটবলে কেউ জানে না কখন কী ঘটবে। সে হিসেবে আমাদের সুযোগ আছে ব্রাজিলকেও হারানোর। তাদের হারানোর জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নেব।’

তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলছেন সন। কিন্তু কোনোবারই দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাননি তিনি। শেষবার ২০১০ যখন নকআউট পর্বে খেলার সুযোগ পায় কোরিয়া তখন দলে ছিলেন না তিনি। সব মিলিয়ে বিশ্বকাপে ৯ ম্যাচ খেলে ৩ গোল করেছেন সন। অথচ বিশ্বকাপের আগে মুখে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার কথা ছিল সনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম-দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত