Ajker Patrika

৬৩ হাজার কোটিতে ইউনাইটেডকে বেচতে চায় গ্লেজার্স পরিবার

৬৩ হাজার কোটিতে ইউনাইটেডকে বেচতে চায় গ্লেজার্স পরিবার

ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ গ্লেজার্স পরিবারের বিরুদ্ধে সমালোচনা চলছে গত কয়েক বছর। এবার ইউনাইটেডকে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে দিতে চাচ্ছে মালিকপক্ষ।

ব্রিটেনের জনপ্রিয় গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, জুনে নতুন ট্রান্সফার উইন্ডোর আগে মালিকানা হস্তান্তর করতে চায় গ্লেজার্স পরিবার। তারা কমপক্ষে ৫ বিলিয়ন পাউন্ডে (বাংলাদেশি ৬৩ হাজার ৪৭৭ কোটি টাকা) বিক্রি করতে চায়। তবে কাতারি শেখ জসিম বিন হামাদ আল থানি এবং স্যার জিম র‍্যাটক্লিফ কেউই ৬৩ হাজার কোটি টাকার চাহিদা মেটাতে পারেননি।

ক্লাবের আর্থিক রেকর্ড নিলামকারীদের দিয়ে দেওয়া হবে। ওল্ড ট্রাফোর্ড এবং ক্লাবের ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ড দেখে নেওয়ার সুযোগও পাবেন নিলামকারীরা। কমপক্ষে চার পার্টি ইউনাইটেড কিনতে আগ্রহ দেখাচ্ছে।

নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে এবার কারাবাও কাপ জিতেছে ম্যান ইউ। ২০১৭ এর পর কোনো মেজর শিরোপা জিতেছে ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় এখন তিন নম্বরে আছে রেড ডেভিলরা। ২৪ ম্যাচে ১৫ জয়, ৪ ড্র ও ৬ পরাজয়ে অলরেডদের পয়েন্ট এখন ৪৯। আগামীকাল ওল্ড ট্রাফোর্ডে সাউদাম্পটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হবে ইউনাইটেড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত