কয়েক মৌসুম আগেও রিয়াল মাদ্রিদ–বার্সেলোনার এল ক্লাসিকো মানেই ছিল উত্তেজনা ও রোমাঞ্চ। সেখানে ব্যক্তিগত দ্বৈরথ শুধু লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে সীমাবদ্ধ থাকত না। প্রতিদ্বন্দ্বিতা জমে উঠত মেসি ও সার্জিও রামোসের মধ্যেও। কিন্তু দিন বদলে গেছে। প্রতিদ্বন্দ্বিতা ভুলে মেসি ও রামোস এখন খেলবেন একই দলে। সাবেক রিয়াল ও বার্সা অধিনায়ক যে নতুন মৌসুমে নাম যোগ দিয়েছেন পিএসজিতে।
প্রায় দুই দশক ধরে একে অপরের বিপক্ষে খেলেছেন মেসি-রামোস। ন্যু ক্যাম্প কিংবা সান্তিয়াগো বার্নাবুতে মেসির কতশত আক্রমণে রামোস দেয়াল হয়ে দাঁড়িয়েছেন সেই হিসেব মেলানো কঠিন। আবার রামোসকে পরাস্ত করে মেসি গোলও করেছেন অনেক। এর শুরুটা হয়েছিল রামোস ২০০৫ সালে রিয়ালে আসার পর। এরপর রামোস রিয়ালে কাটিয়েছেন ১৬ বছর আর মেসি তো সেই ২০০০ সাল থেকেই ছিলেন বার্সেলোনার ঘরের ছেলে।
দীর্ঘ এই ক্লাব ক্যারিয়ারে মেসি-রামোস দুজনই নিজেদের নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এবার এ দুজন পিএসজিকে সাফল্য এনে দিতে লড়বেন একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে। মেসি তাঁর নতুন এই অধ্যায়ে রামোসের সঙ্গে পাবেন আর্জেন্টাইন সতীর্থ আনহেল দি মারিয়া ও লিয়ান্দ্রো পেরেদেসকে। পিএসজির কোচ মরিসিও পচেত্তিনিও তো আর্জেন্টাইন।
তবে সবচেয়ে বেশি চোখ থাকবে পিএসজির মাঝমাঠের দিকে। যেখানে মেসি পাবেন সময়ের দুই সেরা তারকা ফরোয়ার্ড নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে। পিএসজি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তিন ফুটবলের ছবি একসঙ্গে পোস্ট করে নতুন মৌসুমে প্রতিপক্ষদের বোধ হয় একটা বার্তাও দিতে চাইল!
কয়েক মৌসুম আগেও রিয়াল মাদ্রিদ–বার্সেলোনার এল ক্লাসিকো মানেই ছিল উত্তেজনা ও রোমাঞ্চ। সেখানে ব্যক্তিগত দ্বৈরথ শুধু লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে সীমাবদ্ধ থাকত না। প্রতিদ্বন্দ্বিতা জমে উঠত মেসি ও সার্জিও রামোসের মধ্যেও। কিন্তু দিন বদলে গেছে। প্রতিদ্বন্দ্বিতা ভুলে মেসি ও রামোস এখন খেলবেন একই দলে। সাবেক রিয়াল ও বার্সা অধিনায়ক যে নতুন মৌসুমে নাম যোগ দিয়েছেন পিএসজিতে।
প্রায় দুই দশক ধরে একে অপরের বিপক্ষে খেলেছেন মেসি-রামোস। ন্যু ক্যাম্প কিংবা সান্তিয়াগো বার্নাবুতে মেসির কতশত আক্রমণে রামোস দেয়াল হয়ে দাঁড়িয়েছেন সেই হিসেব মেলানো কঠিন। আবার রামোসকে পরাস্ত করে মেসি গোলও করেছেন অনেক। এর শুরুটা হয়েছিল রামোস ২০০৫ সালে রিয়ালে আসার পর। এরপর রামোস রিয়ালে কাটিয়েছেন ১৬ বছর আর মেসি তো সেই ২০০০ সাল থেকেই ছিলেন বার্সেলোনার ঘরের ছেলে।
দীর্ঘ এই ক্লাব ক্যারিয়ারে মেসি-রামোস দুজনই নিজেদের নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এবার এ দুজন পিএসজিকে সাফল্য এনে দিতে লড়বেন একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে। মেসি তাঁর নতুন এই অধ্যায়ে রামোসের সঙ্গে পাবেন আর্জেন্টাইন সতীর্থ আনহেল দি মারিয়া ও লিয়ান্দ্রো পেরেদেসকে। পিএসজির কোচ মরিসিও পচেত্তিনিও তো আর্জেন্টাইন।
তবে সবচেয়ে বেশি চোখ থাকবে পিএসজির মাঝমাঠের দিকে। যেখানে মেসি পাবেন সময়ের দুই সেরা তারকা ফরোয়ার্ড নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে। পিএসজি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তিন ফুটবলের ছবি একসঙ্গে পোস্ট করে নতুন মৌসুমে প্রতিপক্ষদের বোধ হয় একটা বার্তাও দিতে চাইল!
অচেনা দেশ, আসার আগে তাই পরিবার থেকেও পেয়েছিলেন সতর্কবার্তা। কিন্তু পা রাখার পর সবকিছুই যেন আপন মনে হচ্ছে সাঈদ খোদারাহমির। ইরানি এই কোচের হাত ধরে অচেনা ফুটসালকেও আপন করে নিতে চায় বাংলাদেশ।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
৩ ঘণ্টা আগেখেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৫ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
৫ ঘণ্টা আগে