Ajker Patrika

কোপায় যা কিছু প্রথম

নাজিম আল শমষের
আপডেট : ২৭ জুন ২০২১, ০১: ১১
কোপায় যা কিছু প্রথম

ঢাকা: ইউরোর সঙ্গেই চলছে লাতিন শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। ব্রাজিল–আর্জেন্টিনা–উরুগুয়ের মতো বিশ্ব ফুটবলের পরাশক্তিরা এই টুর্নামেন্টের মূল আকর্ষণ। এখন চলছে কোপার ৪৭তম আয়োজন। আজকের পত্রিকার প্রথম দিনে থাকছে কোপার সব প্রথমের তালিকা— 

* শুরুর নাম: সাউথ আমেরিকান ফুটবল চ্যাম্পিয়নশিপ 

* স্বাগতিক: আর্জেন্টিনা 

* ভেন্যু: জিমনেশিয়া এসগ্রিমা

* শুরুর অংশগ্রহণকারী দলের সংখ্যা: ৪

* প্রথম চ্যাম্পিয়ন: উরুগুয়ে

* প্রথম রানার্সআপ: আর্জেন্টিনা

কোপার প্রথম চ্যাম্পিয়ন উরুগুয়ে* প্রথম গোল: পিয়েনদিবেনে (উরুগুয়ে)
 
* প্রথম ম্যাচে জয়ী: উরুগুয়ে (চিলির বিপক্ষে, ৪-০ গোলে)

* প্রথম হ্যাটট্রিক: ব্রাজিলের আর্থুর ফ্রেইদেনরাইখ, চিলির বিপক্ষে ১৯১৯ সালে

* প্রথম লাল কার্ড: ভেনেজুয়েলার পায়েজ (১৯৭৯ সালে)

* প্রথম পেনাল্টি গোল: হুয়ান ডমিঙ্গো ব্রাউন (আর্জেন্টিনা, ১৯১৬ সালে)

* প্রথম ফাইনাল: ১৯১৯ সালে

কোপার প্রথম স্বাগতিক হয়েছিল আর্জেন্টিনা* আর্জেন্টিনার প্রথম কোপা: ১৯২১ সালে

* ব্রাজিলের প্রথম কোপা: ১৯১৯ সালে

* প্রথম পেনাল্টি শুট আউট: কলম্বিয়া-উরুগুয়ে ম্যাচ (৫-৩)

* প্রথম সর্বোচ্চ গোল: ইসাবেলিনো গ্রাদিন (৩ গোল)

* প্রথম সেরা খেলোয়াড়: ইসাবেলিনো গ্রাদিন

* প্রথম শিরোপাজয়ী কোচ: আলফ্রেদো ফগলিনো (উরুগুয়ে)

* প্রথম গোল্ডেন বুট: থিয়োডোরো ফার্নান্দেজ (পেরু, ১৯৩৯)

* প্রথম রেফারি: হুগো গ্রুন্দা (আর্জেন্টিনা)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...