ঢাকা: মাঠে কত কঠিন পরিস্থিতিতে পড়েছেন অরিন্দম ভট্টাচার্য। কঠিন পরিস্থিতি উতরেও গেছেন। দুর্দান্ত সব স্ট্রাইকারের গোল আটকে দিয়েছেন বিশ্বস্ত গ্লাভস জোড়া দিয়ে। কিন্তু পারলেন না করোনার হাত থেকে মাকে বাঁচাতে। গত বছর করোনায় আক্রান্ত হয়ে চলে গেছেন বাবা। আজ সেই একই অদৃশ্য ক্ষতিকর অণুজীব কেড়ে নিল তাঁর ‘মা’কেও।
দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হন অরিন্দমের মা অন্তরা ভট্টাচার্য। বাবাকে হারিয়ে মুষড়ে পড়েছিলেন। অরিন্দমের চেষ্টা ছিল, এবার কিছুতেই হারতে দেবেন না মাকে। মায়ের সেবায় তাই হাসপাতালেই ঘাঁটি গেড়ে বসেছিলেন দুই সপ্তাহ। সিদ্ধান্ত নেন, খেলতে যাবেন না এএফসি কাপেও।
১৪ মে থেকে মালদ্বীপে এএফসি কাপের ‘ই’ গ্রুপে খেলার কথা ছিল অরিন্দমের দল এটিকে মোহনবাগানের। একই গ্রুপে ছিল বসুন্ধরা কিংস, মাজিয়া স্পোর্টসের মত শক্তিশালী প্রতিপক্ষ। সেরা গোলরক্ষক হিসেবে দলের প্রয়োজনে নিজেকে সরিয়ে নেন অরিন্দম। শেষ পর্যন্ত অবশ্য স্থগিত হয়ে গেছে এএফসি কাপ।
তবে মাঠের খেলা থেকে মন সরিয়ে মায়ের দিকে মনোযোগ দেওয়ার সময় হলো না। বিশ্ব ‘মা’ দিবসের পর দিন আজ অরিন্দমকে এতিম করে চলে গেছেন মা অন্তরা ভট্টাচার্য। বয়স হয়েছিল তাঁর ৬২। মাকে হারিয়ে শোকার্ত অরিন্দম।
করোনা আঘাত হেনেছে মোহনবাগান দলেও। পরিবারসহ আক্রান্ত হয়েছেন দুই ফুটবলার- প্রবীর দাস ও শেখ সাহিল।
ঢাকা: মাঠে কত কঠিন পরিস্থিতিতে পড়েছেন অরিন্দম ভট্টাচার্য। কঠিন পরিস্থিতি উতরেও গেছেন। দুর্দান্ত সব স্ট্রাইকারের গোল আটকে দিয়েছেন বিশ্বস্ত গ্লাভস জোড়া দিয়ে। কিন্তু পারলেন না করোনার হাত থেকে মাকে বাঁচাতে। গত বছর করোনায় আক্রান্ত হয়ে চলে গেছেন বাবা। আজ সেই একই অদৃশ্য ক্ষতিকর অণুজীব কেড়ে নিল তাঁর ‘মা’কেও।
দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হন অরিন্দমের মা অন্তরা ভট্টাচার্য। বাবাকে হারিয়ে মুষড়ে পড়েছিলেন। অরিন্দমের চেষ্টা ছিল, এবার কিছুতেই হারতে দেবেন না মাকে। মায়ের সেবায় তাই হাসপাতালেই ঘাঁটি গেড়ে বসেছিলেন দুই সপ্তাহ। সিদ্ধান্ত নেন, খেলতে যাবেন না এএফসি কাপেও।
১৪ মে থেকে মালদ্বীপে এএফসি কাপের ‘ই’ গ্রুপে খেলার কথা ছিল অরিন্দমের দল এটিকে মোহনবাগানের। একই গ্রুপে ছিল বসুন্ধরা কিংস, মাজিয়া স্পোর্টসের মত শক্তিশালী প্রতিপক্ষ। সেরা গোলরক্ষক হিসেবে দলের প্রয়োজনে নিজেকে সরিয়ে নেন অরিন্দম। শেষ পর্যন্ত অবশ্য স্থগিত হয়ে গেছে এএফসি কাপ।
তবে মাঠের খেলা থেকে মন সরিয়ে মায়ের দিকে মনোযোগ দেওয়ার সময় হলো না। বিশ্ব ‘মা’ দিবসের পর দিন আজ অরিন্দমকে এতিম করে চলে গেছেন মা অন্তরা ভট্টাচার্য। বয়স হয়েছিল তাঁর ৬২। মাকে হারিয়ে শোকার্ত অরিন্দম।
করোনা আঘাত হেনেছে মোহনবাগান দলেও। পরিবারসহ আক্রান্ত হয়েছেন দুই ফুটবলার- প্রবীর দাস ও শেখ সাহিল।
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
১০ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
১২ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
১২ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
১৩ ঘণ্টা আগে