লিভারপুলের মাঠে গত রাতে পাত্তাই পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। মোহামেদ সালাহ-সাদিও মানেদের আক্রমণে কোণঠাসা ম্যানইউ গোল হজম করেছে ৪টি। দুই লেগ মিলিয়ে লিভারপুলের কাছে ম্যানইউ খেয়েছে ৯ গোল।
চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে এমন হারের পর ক্ষোভ প্রকাশ করেছেন ম্যানইউ কোচ রালফ রাংনিক। তাঁর মতে, ম্যানইউ বর্তমানে লিভারপুলের চেয়ে ৬ বছর পিছিয়ে আছে।
অ্যানফিল্ডে রেড ডেভিলদের নিয়ে ছেলেখেলা করেছে অলরেডরা। ম্যাচজুড়ে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেননি রাংনিকের শিষ্যরা। অসহায় এই আত্মসমর্পণকে অপমানের উল্লেখ করে জার্মান কোচ বলেছন, ‘এটা বিব্রতকর ও হতাশার। এমনকি অপমানেরও। আমাদের মেনে নিতে হবে যে, লিভারপুল আমাদের চেয়ে ৬ বছর এগিয়ে আছে।’
লিভারপুলের কৌশল অনুসরণ করে দলকে ঘুরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন রাংনিক, ‘যখন ইয়ুর্গেন ক্লপ আসে, তখন দলে পরিবর্তন আসে। সে শুধু দলকেই নয়, ক্লাব এবং শহরকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। আগামী দলবদলে এমন কিছু করা আমাদের জন্যও জরুরি।’
নিজেদের খেলা নিয়ে আত্মসমালোচনার তাগিদ রাংনিকের, ‘আমাদের নিজেদের সমালোচনা করতে হবে।’ কোচ সমালোচনা করতে বললেও তাতে রাজি নন ম্যানইউ অধিনায়ক হ্যারি ম্যাগুয়ার। পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে থাকা এই ডিফেন্ডার বলেছেন, ‘খারাপ খেললে কিংবা যথেষ্ট ভালো করতে না পারলে নিশ্চয় প্রত্যেক ম্যাচের শুরুর একাদশে থাকতাম না।’
লিভারপুলের মাঠে গত রাতে পাত্তাই পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। মোহামেদ সালাহ-সাদিও মানেদের আক্রমণে কোণঠাসা ম্যানইউ গোল হজম করেছে ৪টি। দুই লেগ মিলিয়ে লিভারপুলের কাছে ম্যানইউ খেয়েছে ৯ গোল।
চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে এমন হারের পর ক্ষোভ প্রকাশ করেছেন ম্যানইউ কোচ রালফ রাংনিক। তাঁর মতে, ম্যানইউ বর্তমানে লিভারপুলের চেয়ে ৬ বছর পিছিয়ে আছে।
অ্যানফিল্ডে রেড ডেভিলদের নিয়ে ছেলেখেলা করেছে অলরেডরা। ম্যাচজুড়ে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেননি রাংনিকের শিষ্যরা। অসহায় এই আত্মসমর্পণকে অপমানের উল্লেখ করে জার্মান কোচ বলেছন, ‘এটা বিব্রতকর ও হতাশার। এমনকি অপমানেরও। আমাদের মেনে নিতে হবে যে, লিভারপুল আমাদের চেয়ে ৬ বছর এগিয়ে আছে।’
লিভারপুলের কৌশল অনুসরণ করে দলকে ঘুরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন রাংনিক, ‘যখন ইয়ুর্গেন ক্লপ আসে, তখন দলে পরিবর্তন আসে। সে শুধু দলকেই নয়, ক্লাব এবং শহরকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। আগামী দলবদলে এমন কিছু করা আমাদের জন্যও জরুরি।’
নিজেদের খেলা নিয়ে আত্মসমালোচনার তাগিদ রাংনিকের, ‘আমাদের নিজেদের সমালোচনা করতে হবে।’ কোচ সমালোচনা করতে বললেও তাতে রাজি নন ম্যানইউ অধিনায়ক হ্যারি ম্যাগুয়ার। পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে থাকা এই ডিফেন্ডার বলেছেন, ‘খারাপ খেললে কিংবা যথেষ্ট ভালো করতে না পারলে নিশ্চয় প্রত্যেক ম্যাচের শুরুর একাদশে থাকতাম না।’
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৩ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৯ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১০ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১১ ঘণ্টা আগে