লিভারপুলের মাঠে গত রাতে পাত্তাই পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। মোহামেদ সালাহ-সাদিও মানেদের আক্রমণে কোণঠাসা ম্যানইউ গোল হজম করেছে ৪টি। দুই লেগ মিলিয়ে লিভারপুলের কাছে ম্যানইউ খেয়েছে ৯ গোল।
চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে এমন হারের পর ক্ষোভ প্রকাশ করেছেন ম্যানইউ কোচ রালফ রাংনিক। তাঁর মতে, ম্যানইউ বর্তমানে লিভারপুলের চেয়ে ৬ বছর পিছিয়ে আছে।
অ্যানফিল্ডে রেড ডেভিলদের নিয়ে ছেলেখেলা করেছে অলরেডরা। ম্যাচজুড়ে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেননি রাংনিকের শিষ্যরা। অসহায় এই আত্মসমর্পণকে অপমানের উল্লেখ করে জার্মান কোচ বলেছন, ‘এটা বিব্রতকর ও হতাশার। এমনকি অপমানেরও। আমাদের মেনে নিতে হবে যে, লিভারপুল আমাদের চেয়ে ৬ বছর এগিয়ে আছে।’
লিভারপুলের কৌশল অনুসরণ করে দলকে ঘুরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন রাংনিক, ‘যখন ইয়ুর্গেন ক্লপ আসে, তখন দলে পরিবর্তন আসে। সে শুধু দলকেই নয়, ক্লাব এবং শহরকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। আগামী দলবদলে এমন কিছু করা আমাদের জন্যও জরুরি।’
নিজেদের খেলা নিয়ে আত্মসমালোচনার তাগিদ রাংনিকের, ‘আমাদের নিজেদের সমালোচনা করতে হবে।’ কোচ সমালোচনা করতে বললেও তাতে রাজি নন ম্যানইউ অধিনায়ক হ্যারি ম্যাগুয়ার। পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে থাকা এই ডিফেন্ডার বলেছেন, ‘খারাপ খেললে কিংবা যথেষ্ট ভালো করতে না পারলে নিশ্চয় প্রত্যেক ম্যাচের শুরুর একাদশে থাকতাম না।’
লিভারপুলের মাঠে গত রাতে পাত্তাই পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। মোহামেদ সালাহ-সাদিও মানেদের আক্রমণে কোণঠাসা ম্যানইউ গোল হজম করেছে ৪টি। দুই লেগ মিলিয়ে লিভারপুলের কাছে ম্যানইউ খেয়েছে ৯ গোল।
চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে এমন হারের পর ক্ষোভ প্রকাশ করেছেন ম্যানইউ কোচ রালফ রাংনিক। তাঁর মতে, ম্যানইউ বর্তমানে লিভারপুলের চেয়ে ৬ বছর পিছিয়ে আছে।
অ্যানফিল্ডে রেড ডেভিলদের নিয়ে ছেলেখেলা করেছে অলরেডরা। ম্যাচজুড়ে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেননি রাংনিকের শিষ্যরা। অসহায় এই আত্মসমর্পণকে অপমানের উল্লেখ করে জার্মান কোচ বলেছন, ‘এটা বিব্রতকর ও হতাশার। এমনকি অপমানেরও। আমাদের মেনে নিতে হবে যে, লিভারপুল আমাদের চেয়ে ৬ বছর এগিয়ে আছে।’
লিভারপুলের কৌশল অনুসরণ করে দলকে ঘুরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন রাংনিক, ‘যখন ইয়ুর্গেন ক্লপ আসে, তখন দলে পরিবর্তন আসে। সে শুধু দলকেই নয়, ক্লাব এবং শহরকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। আগামী দলবদলে এমন কিছু করা আমাদের জন্যও জরুরি।’
নিজেদের খেলা নিয়ে আত্মসমালোচনার তাগিদ রাংনিকের, ‘আমাদের নিজেদের সমালোচনা করতে হবে।’ কোচ সমালোচনা করতে বললেও তাতে রাজি নন ম্যানইউ অধিনায়ক হ্যারি ম্যাগুয়ার। পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে থাকা এই ডিফেন্ডার বলেছেন, ‘খারাপ খেললে কিংবা যথেষ্ট ভালো করতে না পারলে নিশ্চয় প্রত্যেক ম্যাচের শুরুর একাদশে থাকতাম না।’
বাংলাদেশ সফরে ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
৩৫ মিনিট আগেআনোয়ার উদ্দীন, হামজা চৌধুরী, কিউবা মিচেলের পর এবার আরেক ইংলিশ ক্লাব ফুলহামে পেশাদার চুক্তি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ১৮ বছর বয়সী এই উইঙ্গার ফুলহামের একাডেমিতেই ছিলেন এত দিন।
২ ঘণ্টা আগেকদিন আগে ইয়াশ দয়ালের বিরুদ্ধে এক নারী ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে মামলা করেন। সে রেশ না কাটতে এবার জয়পুরের সাঙ্গানেড় সদর থানায় দয়ালের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলা করেছেন এক কিশোরী। যিনি দাবি করেছেন, ক্রিকেট ক্যারিয়ার গড়তে সহায়তার আশ্বাস দিয়ে একাধিকবার তাঁকে ধর্ষণ করেছেন ভারতীয় পেসার।
২ ঘণ্টা আগেনিউজিল্যান্ড ক্রিকেট দল এখন ব্যস্ত সময় কাটাচ্ছে জিম্বাবুয়েতে। দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়েকে নিয়ে নিউজিল্যান্ড খেলছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আগামীকাল প্রোটিয়াদের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দলে পরিবর্তন এনেছে কিউইরা।
৩ ঘণ্টা আগে