লাল কার্ডের কারণে কোয়ার্টার ফাইনালে খেলতে পারেননি ব্রাজিলের তারকা ফুটবলার মার্তা। তাঁর না খেলার দিনে নকআউট পর্বের বাধা পেরিয়েছে ব্রাজিল। প্যারিস অলিম্পিকে স্বাগতিক ফ্রান্সকে কাঁদিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে ব্রাজিল।
নারী ফুটবলের কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচই হয়েছে গত রাতে। বিজোর স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিল পেয়েছে ১-০ গোলের জয়। অন্যদিকে কানাডা নারী ফুটবল দল ৬ পয়েন্টের নিষেধাজ্ঞাসহ নানা বাধা পেরিয়ে কেটেছিল প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনালের টিকিট। তাদের গল্প কোয়ার্টারেই শেষ হয়ে গেছে জার্মানির কাছে হেরে।
বিজোর স্টেডিয়ামে গত রাতে দীর্ঘ সময় ধরে গোল হচ্ছিল না ফ্রান্স-ব্রাজিল ম্যাচে। সেই ম্যাচে জয়সূচক গোলটি ৮২ মিনিটে করেন ব্রাজিলের ফরোয়ার্ড গাবি পুর্তিলহো। ফ্রান্সের দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণভাবে লক্ষ্যভেদ করেন পুর্তিলহো। ফরাসি গোলরক্ষক কনস্ট্যান্স পিকাউড রীতিমতো তাজ্জব বনে যান। শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয় ফ্রান্স নারী ফুটবল দলকে। প্যারিস অলিম্পিকের নারী ফুটবলের সেমিফাইনালে ব্রাজিল পাচ্ছে স্পেন নারী ফুটবল দলকে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ব্রাজিল-স্পেন সেমি।
লিওঁ স্টেডিয়ামে নারী অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে স্পেন-কলম্বিয়া রুদ্ধশ্বাস লড়াই হয়েছে। মূল ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে। স্প্যানিশরা ৪-২ গোলে জয় পেয়েছে। মার্শেইতে কানাডা-জার্মানি নারী ফুটবল ম্যাচটা প্রথমে গোলশূন্য ড্র হয়েছে। পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে জয় পেয়েছে জার্মানি। জার্মানি সেমিতে খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। পার্ক দে প্রিন্সেসে জাপানকে ১-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র।
২০২৪ অলিম্পিক ফুটবলের (নারী) সেমিফাইনাল
ম্যাচ তারিখ বাংলাদেশ সময়
জার্মানি–যুক্তরাষ্ট্র ৬ আগস্ট রাত ১০টা
ব্রাজিল-স্পেন ৬ আগস্ট রাত ১টা
আরও পড়ুন:
লাল কার্ডের কারণে কোয়ার্টার ফাইনালে খেলতে পারেননি ব্রাজিলের তারকা ফুটবলার মার্তা। তাঁর না খেলার দিনে নকআউট পর্বের বাধা পেরিয়েছে ব্রাজিল। প্যারিস অলিম্পিকে স্বাগতিক ফ্রান্সকে কাঁদিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে ব্রাজিল।
নারী ফুটবলের কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচই হয়েছে গত রাতে। বিজোর স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিল পেয়েছে ১-০ গোলের জয়। অন্যদিকে কানাডা নারী ফুটবল দল ৬ পয়েন্টের নিষেধাজ্ঞাসহ নানা বাধা পেরিয়ে কেটেছিল প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনালের টিকিট। তাদের গল্প কোয়ার্টারেই শেষ হয়ে গেছে জার্মানির কাছে হেরে।
বিজোর স্টেডিয়ামে গত রাতে দীর্ঘ সময় ধরে গোল হচ্ছিল না ফ্রান্স-ব্রাজিল ম্যাচে। সেই ম্যাচে জয়সূচক গোলটি ৮২ মিনিটে করেন ব্রাজিলের ফরোয়ার্ড গাবি পুর্তিলহো। ফ্রান্সের দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণভাবে লক্ষ্যভেদ করেন পুর্তিলহো। ফরাসি গোলরক্ষক কনস্ট্যান্স পিকাউড রীতিমতো তাজ্জব বনে যান। শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয় ফ্রান্স নারী ফুটবল দলকে। প্যারিস অলিম্পিকের নারী ফুটবলের সেমিফাইনালে ব্রাজিল পাচ্ছে স্পেন নারী ফুটবল দলকে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ব্রাজিল-স্পেন সেমি।
লিওঁ স্টেডিয়ামে নারী অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে স্পেন-কলম্বিয়া রুদ্ধশ্বাস লড়াই হয়েছে। মূল ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে। স্প্যানিশরা ৪-২ গোলে জয় পেয়েছে। মার্শেইতে কানাডা-জার্মানি নারী ফুটবল ম্যাচটা প্রথমে গোলশূন্য ড্র হয়েছে। পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে জয় পেয়েছে জার্মানি। জার্মানি সেমিতে খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। পার্ক দে প্রিন্সেসে জাপানকে ১-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র।
২০২৪ অলিম্পিক ফুটবলের (নারী) সেমিফাইনাল
ম্যাচ তারিখ বাংলাদেশ সময়
জার্মানি–যুক্তরাষ্ট্র ৬ আগস্ট রাত ১০টা
ব্রাজিল-স্পেন ৬ আগস্ট রাত ১টা
আরও পড়ুন:
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে