সময় যখন খারাপ যায় সব দিক থেকেই নাকি যায়। ব্যাপারটা হাড়ে হাড়ে টের পাচ্ছে পিএসজি। একের পর এক নেতিবাচক খবরে শিরোনাম হচ্ছে ফরাসি ক্লাবটি। সপ্তাহ দু-এক আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে আরেকবার ইউরোপ সেরার স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। সেটার রেশ না কাটতেই ঘরের মাঠে সমর্থকদের রোষাণলে পড়েন দলের দুই বড় তারকা—নেইমার ও লিওনেল মেসি।
মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দুদিন আগে লিগ টেবিলের ৮ নম্বরে থাকা মোনাকোর বিপক্ষে হারে ফরাসি জায়ান্টরা। এ বিপর্যয় সামাল দিয়ে ওঠার আগেই আবার খবরের শিরোনাম হয়ে আলোচনায় নেইমার। এবার পিএসজির ঘরে ‘অশান্তির আগুন’ লাগালেন ডেনিয়েল রিওলো। পরিচয়ে তিনি একজন ফরাসি সাংবাদিক। তাঁর ভাষ্য, দলের নিয়মিত অনুশীলনকে গুরুত্ব দেন না নেইমার। এমনকি মাতাল অবস্থায় অনুশীলনে আসেন এ ব্রাজিলিয়ান তারকা।
‘আরএমসি স্পোর্ট’কে’ নেইমারের ব্যাপারে এসব কথা জানিয়েছেন রিওলো। তিনি বলেছেন, ‘বেশির ভাগ সময় নেইমার অনুশীলনে আসে না। যখন আসে তখন তাকে দেখতে বিধ্বস্ত লাগে, মাতাল মনে হয়। নেইমার পিএসজির ওপর প্রতিশোধ নিচ্ছে।’
ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন নিয়ে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফারে নেইমারকে কেনে পিএসজি। তবে এখন তাঁকে ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন ওই ফরাসি সাংবাদিক। তাঁর মতে, ‘পিএসজি সমর্থকেরা নেইমারের ভাঁড়ামি বা তার নেটফ্লিক্স ডকুমেন্টারির ব্যাপারে একদমই আগ্রহী নয়। আমাদের উচিত তার সঙ্গে চুক্তি শেষ করা এবং তাকে ছেড়ে দেওয়া। সে আমাদের ক্লাবের ক্ষতি করছে। তাকে ছেড়ে দেওয়া জরুরি হয়ে পড়েছে।’
এই মুহূর্তে পিএসজিকে ক্লাবের কাতারে রাখতে নারাজ এই ফরাসি সাংবাদিক। চ্যাম্পিয়নস লিগে বিপর্যয়ের পরও ক্লাবের কোনো হেলদোল নেই জানিয়ে রিওলো বলেছেন, ‘পিএসজি এখন কোনো ক্লাবই না। এখানে কোনো একতা নেই। কোনো ভালো কোচ নেই। সভাপতিও এসব ব্যাপারে উদাসীন। এ রকম একটা বিপর্যয়ের পর সবার নড়েচড়ে বসা উচিত ছিল। কিন্তু সেরকম কোনো কিছুই দেখছি না।’
সময় যখন খারাপ যায় সব দিক থেকেই নাকি যায়। ব্যাপারটা হাড়ে হাড়ে টের পাচ্ছে পিএসজি। একের পর এক নেতিবাচক খবরে শিরোনাম হচ্ছে ফরাসি ক্লাবটি। সপ্তাহ দু-এক আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে আরেকবার ইউরোপ সেরার স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। সেটার রেশ না কাটতেই ঘরের মাঠে সমর্থকদের রোষাণলে পড়েন দলের দুই বড় তারকা—নেইমার ও লিওনেল মেসি।
মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দুদিন আগে লিগ টেবিলের ৮ নম্বরে থাকা মোনাকোর বিপক্ষে হারে ফরাসি জায়ান্টরা। এ বিপর্যয় সামাল দিয়ে ওঠার আগেই আবার খবরের শিরোনাম হয়ে আলোচনায় নেইমার। এবার পিএসজির ঘরে ‘অশান্তির আগুন’ লাগালেন ডেনিয়েল রিওলো। পরিচয়ে তিনি একজন ফরাসি সাংবাদিক। তাঁর ভাষ্য, দলের নিয়মিত অনুশীলনকে গুরুত্ব দেন না নেইমার। এমনকি মাতাল অবস্থায় অনুশীলনে আসেন এ ব্রাজিলিয়ান তারকা।
‘আরএমসি স্পোর্ট’কে’ নেইমারের ব্যাপারে এসব কথা জানিয়েছেন রিওলো। তিনি বলেছেন, ‘বেশির ভাগ সময় নেইমার অনুশীলনে আসে না। যখন আসে তখন তাকে দেখতে বিধ্বস্ত লাগে, মাতাল মনে হয়। নেইমার পিএসজির ওপর প্রতিশোধ নিচ্ছে।’
ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন নিয়ে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফারে নেইমারকে কেনে পিএসজি। তবে এখন তাঁকে ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন ওই ফরাসি সাংবাদিক। তাঁর মতে, ‘পিএসজি সমর্থকেরা নেইমারের ভাঁড়ামি বা তার নেটফ্লিক্স ডকুমেন্টারির ব্যাপারে একদমই আগ্রহী নয়। আমাদের উচিত তার সঙ্গে চুক্তি শেষ করা এবং তাকে ছেড়ে দেওয়া। সে আমাদের ক্লাবের ক্ষতি করছে। তাকে ছেড়ে দেওয়া জরুরি হয়ে পড়েছে।’
এই মুহূর্তে পিএসজিকে ক্লাবের কাতারে রাখতে নারাজ এই ফরাসি সাংবাদিক। চ্যাম্পিয়নস লিগে বিপর্যয়ের পরও ক্লাবের কোনো হেলদোল নেই জানিয়ে রিওলো বলেছেন, ‘পিএসজি এখন কোনো ক্লাবই না। এখানে কোনো একতা নেই। কোনো ভালো কোচ নেই। সভাপতিও এসব ব্যাপারে উদাসীন। এ রকম একটা বিপর্যয়ের পর সবার নড়েচড়ে বসা উচিত ছিল। কিন্তু সেরকম কোনো কিছুই দেখছি না।’
বাজে পারফরম্যান্সের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই কটূক্তির শিকার হন খেলোয়াড়েরা। ভবিষ্যতে এমনটা ঘটলে ফুটবলাররা পাশে পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। আজ জাতীয় দল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিজ্ঞপ্তিতে সাইবার, সমর্থকের পাশাপাশি সাংবাদিক শব্দও জুড়ে দিয়েছে বাফুফে।
৫ ঘণ্টা আগেসিলেটে ৩ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্টের সিরিজে হার এড়াতে হলে পরের টেস্টে জিততেই হবে বাংলাদেশকে। এমন গুরুত্বপূর্ণ হয়ে পড়া দ্বিতীয় টেস্টের জন্য দেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিন সংস্করণের স্বীকৃতি ক্রিকেটে সেঞ্চুরির ‘ফিফটি’ করা এনামুল হক বিজয়কে দলে ফিরিয়ে আনা হয়
৫ ঘণ্টা আগেবাংলাদেশের ফুটবল ইতিহাসে এমন ঘটনা বিরলই বল যায়। আলোকস্বল্পতার কারণে গতকাল পরিত্যক্ত হয় ফেডারেশন কাপের ফাইনাল। ম্যাচে তখনো অতিরিক্ত সময়ের শেষ ১৫ মিনিট বাকি ছিল। কিন্তু এর আগেই পরিত্যক্তের ঘোষণা দেন রেফারি। যার ফলে অমীমাংসিত থেকে যায় বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার শিরোপার লড়াই।
৭ ঘণ্টা আগেঅপরাজিত থেকে এএইচএফ কাপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ হকি দল। আজ পুলের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। ফলে ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পুল পর্ব শেষ করল তারা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ওমান। এই ম্যাচ জিতলে এশিয়া কাপের মূলপর্বে জায়গা করে নেবে বাংলাদেশ।
৭ ঘণ্টা আগে