কোনো ম্যাচ শেষ মুহূর্তে কতটা রোমাঞ্চকর হতে পারে, সেটা ব্রাজিল-মেক্সিকো ম্যাচ না দেখলে বোঝার উপায় নেই। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি হেসেছে ব্রাজিল। জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলটির তারকা ফুটবলাররা।
টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সকালে হয়েছে ব্রাজিল-মেক্সিকো প্রীতি ম্যাচ। এই ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়র, এনড্রিককে মূল একাদশে খেলাননি ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। তবু মেক্সিকোর ওপর শুরুতে দাপট দেখিয়ে খেলে ব্রাজিল। ৫ ও ৫৪ মিনিটে আন্দ্রেস পেরেইরা ও মার্তিনেল্লির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সেলেসাওরা। ৬১ মিনিটে পেরেইরা-মার্তিনেল্লিসহ ইভানিলসন তিন ফুটবলারকে বদলি করা হয়। তখন মাঠে নামানো হয় এনড্রিককে।
৭৩ মিনিটে হুলিয়ান কুইনোনসের গোলে ব্যবধান কমায় মেক্সিকো। ম্যাচে যখন ২-১ ব্যবধানে ব্রাজিলের জয় সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখন নাটকীয়তা জমে ওঠে। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে গুইলার্মো মার্তিনেজ আয়ালার গোলে সমতায় ফেরে মেক্সিকো। ষষ্ঠ মিনিটে এনড্রিকের গোলটাই হয়ে যায় ব্রাজিলের জয়সূচক গোল। ৩-২ গোলে জয়ের পর মার্তিনেল্লি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করেন। ব্রাজিলের ২২ বছর বয়সী তরুণ ফুটবলার লেখেন, ‘এই শার্টটি পরে সব সময় গর্ব অনুভব করি।’
গ্যাব্রিয়েল মাগালহেইসকে আজ বেঞ্চে বসিয়ে রাখেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। মার্তিনেল্লির প্রশংসা করে মাগালহেইস বলেন, ‘তুমি বেশ সাহসী।’ শেষ মুহূর্তের গোলে যে এনড্রিক ব্রাজিলকে জিতিয়েছেন, তার মুখেও মার্তিনেল্লিকে নিয়ে প্রশংসা, ‘আপনি দারুণ খেলেছেন।’
২০২৪ কোপা আমেরিকায় ‘ডি’ গ্রুপে ব্রাজিল পড়েছে কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা। ২৫ জুন বাংলাদেশ সময় ভোরে কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা টুর্নামেন্ট শুরুর আগে আরও একটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। অরলান্ডোর ক্যাম্পিং বোল্ড স্টেডিয়ামে ১৩ জুন বাংলাদেশ সময় মধ্যরাতে ব্রাজিলের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।
কোনো ম্যাচ শেষ মুহূর্তে কতটা রোমাঞ্চকর হতে পারে, সেটা ব্রাজিল-মেক্সিকো ম্যাচ না দেখলে বোঝার উপায় নেই। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি হেসেছে ব্রাজিল। জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলটির তারকা ফুটবলাররা।
টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সকালে হয়েছে ব্রাজিল-মেক্সিকো প্রীতি ম্যাচ। এই ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়র, এনড্রিককে মূল একাদশে খেলাননি ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। তবু মেক্সিকোর ওপর শুরুতে দাপট দেখিয়ে খেলে ব্রাজিল। ৫ ও ৫৪ মিনিটে আন্দ্রেস পেরেইরা ও মার্তিনেল্লির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সেলেসাওরা। ৬১ মিনিটে পেরেইরা-মার্তিনেল্লিসহ ইভানিলসন তিন ফুটবলারকে বদলি করা হয়। তখন মাঠে নামানো হয় এনড্রিককে।
৭৩ মিনিটে হুলিয়ান কুইনোনসের গোলে ব্যবধান কমায় মেক্সিকো। ম্যাচে যখন ২-১ ব্যবধানে ব্রাজিলের জয় সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখন নাটকীয়তা জমে ওঠে। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে গুইলার্মো মার্তিনেজ আয়ালার গোলে সমতায় ফেরে মেক্সিকো। ষষ্ঠ মিনিটে এনড্রিকের গোলটাই হয়ে যায় ব্রাজিলের জয়সূচক গোল। ৩-২ গোলে জয়ের পর মার্তিনেল্লি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করেন। ব্রাজিলের ২২ বছর বয়সী তরুণ ফুটবলার লেখেন, ‘এই শার্টটি পরে সব সময় গর্ব অনুভব করি।’
গ্যাব্রিয়েল মাগালহেইসকে আজ বেঞ্চে বসিয়ে রাখেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। মার্তিনেল্লির প্রশংসা করে মাগালহেইস বলেন, ‘তুমি বেশ সাহসী।’ শেষ মুহূর্তের গোলে যে এনড্রিক ব্রাজিলকে জিতিয়েছেন, তার মুখেও মার্তিনেল্লিকে নিয়ে প্রশংসা, ‘আপনি দারুণ খেলেছেন।’
২০২৪ কোপা আমেরিকায় ‘ডি’ গ্রুপে ব্রাজিল পড়েছে কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা। ২৫ জুন বাংলাদেশ সময় ভোরে কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা টুর্নামেন্ট শুরুর আগে আরও একটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। অরলান্ডোর ক্যাম্পিং বোল্ড স্টেডিয়ামে ১৩ জুন বাংলাদেশ সময় মধ্যরাতে ব্রাজিলের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।
২০০ মিটার মিডলের সেমিফাইনালেই রেকর্ড গড়েছিলেন লিঁও মারশাঁ। ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ড সময় নিয়ে ভেঙে দিয়েছিলেন রায়ান লোকটির ১৪ বছরের পুরোনো রেকর্ড। গতকাল ফাইনালে নিজের সেরা টাইমিংকে ছাপিয়ে যেতে না পারলেও ফ্রান্সের এই তারকা সাঁতারু এই ইভেন্টে দ্বিতীয় সেরা টাইমিং গড়েছেন। রেকর্ড গড়া সেমিফাইনালের ২৪ ঘণ্টার
১ ঘণ্টা আগেনানান রেকর্ডের হাতছানি ছিল শুবমান গিলের সামনে। সেসব রেকর্ড ছুঁতে কিংবা ছাড়িয়ে যেতে ভারতের টেস্ট অধিনায়ককে বড় একটি ইনিংসই খেলতে হতো। ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের শেষ টেস্টে ওভালে আজ বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ৩৫ বলে ২১ রান করে আউট হয়ে গেছেন। তাতেই তিনি ভেঙে দিয়েছেন সুনীল গাভা
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগেজাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
৪ ঘণ্টা আগে