ক্রীড়া ডেস্ক
ফুটবল মহাকাশের জ্বলজ্বলে নক্ষত্র তিনি। যেখানেই যান, ঝলক দেখান নিজের মতো করে। কিন্তু প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) আসার পর ছন্দ হারিয়ে ফেলেছিলেন লিওনেল মেসি।
অনেকে বলছিলেন, বার্সেলোনার সঙ্গে ২১ বছরের বন্ধন ছিন্ন করে নতুন ঠিকানা প্যারিসে মানিয়ে নিতে কিছুটা সময় লাগছে মেসির। লাগাটাই তো স্বাভাবিক।
কিন্তু নিন্দুকেরা তো আর সেসব মানেন না। যুক্তিসংগত কথাগুলোকে তাঁরা খোঁড়া অজুহাত বানিয়ে ছাড়েন। এরপর সমালোচনার শূলে বিদ্ধ করেন। মেসির ক্ষেত্রেও ঘটেছিল সেটা।
গত ২৯ আগস্ট পিএসজির জার্সিতে অভিষেকের পর তিন ম্যাচ খেলে ফেললেও গোলের মুখ দেখেননি মেসি। অলিম্পিক লিওর বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে তাঁকে তুলে নিয়েছিলেন কোচ মরিসিও পচেত্তিনো। এ নিয়ে পচেত্তিনোর ওপর নাখোশ ছিলেন তিনি। এ ঘটনায় ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকার সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলেছিলেন কেউ কেউ।
কিন্তু গ্রেটদের কি আর বেশি দিন দাবিয়ে রাখা যায়? জ্বলে ওঠার জন্য মেসি তাই ‘বিগ ম্যাচ’কেই বেছে নিলেন। সাবেক গুরু পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গত রাতে পিএসজি হয়ে প্রথম গোলের স্বাদ পেলেন ‘এলএমথার্টি’। তাঁর প্রথম গোলের রাতে পিএসজিও প্রথমবার হারাল সিটিজেনদের।
গোলের পর নেইমারের সঙ্গে ‘বার্সার উদ্যাপন’ ফিরিয়ে আনেন মেসি। বন্ধুপ্রতিম সতীর্থকে তুলে নেন কোলে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্যাপনের বেশ কয়েকটি ছবি আপলোড করে মেসি যেন সমালোচকদের উচিত জবাবটা দিয়ে দিলেন। লিখেছেন, ‘কঠিন এক ম্যাচ জিতেছি আমরা। প্রথম গোল করতে পেরে খুশি। আশা করি আরও অনেক গোল আসবে।’
মেসির ক্যাপশন দেখে নিন্দুকেরা নিশ্চয়ই মুখে কুলুপ এঁটেছেন। তবে এক ভক্ত হাসির খোরাকও জুগিয়েছেন। তিনি লিখেছেন, ‘মেসি এত দিন প্যারিসে বাসা ভাড়া পাচ্ছিল না, তাই গোলও পাচ্ছিল না। হোটেল ছেড়ে নতুন বাসায় উঠতেই সব দুশ্চিন্তা দূর হয়ে গেছে তার।’
ফুটবল মহাকাশের জ্বলজ্বলে নক্ষত্র তিনি। যেখানেই যান, ঝলক দেখান নিজের মতো করে। কিন্তু প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) আসার পর ছন্দ হারিয়ে ফেলেছিলেন লিওনেল মেসি।
অনেকে বলছিলেন, বার্সেলোনার সঙ্গে ২১ বছরের বন্ধন ছিন্ন করে নতুন ঠিকানা প্যারিসে মানিয়ে নিতে কিছুটা সময় লাগছে মেসির। লাগাটাই তো স্বাভাবিক।
কিন্তু নিন্দুকেরা তো আর সেসব মানেন না। যুক্তিসংগত কথাগুলোকে তাঁরা খোঁড়া অজুহাত বানিয়ে ছাড়েন। এরপর সমালোচনার শূলে বিদ্ধ করেন। মেসির ক্ষেত্রেও ঘটেছিল সেটা।
গত ২৯ আগস্ট পিএসজির জার্সিতে অভিষেকের পর তিন ম্যাচ খেলে ফেললেও গোলের মুখ দেখেননি মেসি। অলিম্পিক লিওর বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে তাঁকে তুলে নিয়েছিলেন কোচ মরিসিও পচেত্তিনো। এ নিয়ে পচেত্তিনোর ওপর নাখোশ ছিলেন তিনি। এ ঘটনায় ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকার সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলেছিলেন কেউ কেউ।
কিন্তু গ্রেটদের কি আর বেশি দিন দাবিয়ে রাখা যায়? জ্বলে ওঠার জন্য মেসি তাই ‘বিগ ম্যাচ’কেই বেছে নিলেন। সাবেক গুরু পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গত রাতে পিএসজি হয়ে প্রথম গোলের স্বাদ পেলেন ‘এলএমথার্টি’। তাঁর প্রথম গোলের রাতে পিএসজিও প্রথমবার হারাল সিটিজেনদের।
গোলের পর নেইমারের সঙ্গে ‘বার্সার উদ্যাপন’ ফিরিয়ে আনেন মেসি। বন্ধুপ্রতিম সতীর্থকে তুলে নেন কোলে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্যাপনের বেশ কয়েকটি ছবি আপলোড করে মেসি যেন সমালোচকদের উচিত জবাবটা দিয়ে দিলেন। লিখেছেন, ‘কঠিন এক ম্যাচ জিতেছি আমরা। প্রথম গোল করতে পেরে খুশি। আশা করি আরও অনেক গোল আসবে।’
মেসির ক্যাপশন দেখে নিন্দুকেরা নিশ্চয়ই মুখে কুলুপ এঁটেছেন। তবে এক ভক্ত হাসির খোরাকও জুগিয়েছেন। তিনি লিখেছেন, ‘মেসি এত দিন প্যারিসে বাসা ভাড়া পাচ্ছিল না, তাই গোলও পাচ্ছিল না। হোটেল ছেড়ে নতুন বাসায় উঠতেই সব দুশ্চিন্তা দূর হয়ে গেছে তার।’
টানা আট ম্যাচে জেতার পর হঠাৎ ছন্দপতন! লিগ পর্বে পরের চার ম্যাচে টানা হেরেছে রংপুর রাইডার্স। সরাসরি কোয়ালিফায়ার খেলার সুযোগ হাতছাড়া তো হলোই, সঙ্গে টানা হারে আত্মবিশ্বাসও যে কিছুটা নড়বড়ে রাইডার্সদের, সেটি আর বলার অপেক্ষা রাখে না। সঙ্গে অ্যালেক্স হেলস-খুশদিল শাহদের চলে যাওয়া তাদের চিন্তাও বাড়িয়েছে খানি
৩০ মিনিট আগেপ্রথমবারের মতো পাকিস্তান পুরুষ ক্রিকেট দলে নারী অপারেশন ম্যানেজারকে নিয়োগ দিয়েছে পিসিবি। হিনা মুনাওয়ার নামে এই নারী ম্যানেজার দায়িত্ব পালন শুরু করবেন চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ থেকে। পুলিশে চাকরি করেন তিনি। এর আগে তিনি পাকিস্তানের ঝুঁকিপূর্ণ সোয়াত অঞ্চলের ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারিতে নিরা
১ ঘণ্টা আগেএকের পর এক বিতর্কিত ঘটনায় এবার শিরোনাম হয়েছে দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের ঠিকমতো পারিশ্রমিক না দেওয়া, দৈনিক ভাতা প্রদান না করা, এমনকি কিট ব্যাগ থেকে শুরু করে প্রস্তুতির জন্য জার্সির ব্যাপারে অব্যবস্থাপনার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগেগল শ্রীলঙ্কার কাছে দুর্গ বলেই পরিচিত। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে পাত্তাই পায়নি তারা। উল্টো কপালে জুটেছে ইনিংস ব্যবধানে সবচেয়ে বড় হারের রেকর্ড। এমন হারের পেছনে ব্যাটারদের বড় দায় দেখছেন দলটির প্রধান কোচ সনাৎ জয়াসুরিয়া। শুধু তা-ই নয়, কাঠগড়ায় তুলেছেন দলের অভিজ্ঞদেরও।
৪ ঘণ্টা আগে