নিজস্ব প্রতিবেদক
ঢাকা: জিম্বাবুয়ে সফর সামনে রেখে টেস্ট, ওয়ানডে ও টি–টোয়েন্টির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট আর ওয়ানডে সিরিজের ১৭ এবং টি–টোয়েন্টি সিরিজ খেলতে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। লম্বা বিরতির পর টেস্ট ও টি–টোয়েন্টি দলে ফিরেছেন সাকিব আল হাসান। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য শামীম হোসেন। দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। টি–টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকে।
নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সফরে না যাওয়ায় গত চার মাসে সাকিবের খেলা হয়নি টেস্ট ও টি–টোয়েন্টি সংস্করণ। গত মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ অবশ্য খেলেছিলেন। প্রথমবারের মতো তিন সংস্করণেই সুযোগ পেয়েছেন সোহান। এই ঢাকা প্রিমিয়ার লিগে ধারাবাহিক ভালো করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। তবে তাঁকে টি–টোয়েন্টি দলে রাখা হয়েছে। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন হাসান মাহমুদ, আল আমিন হোসেন ও মোহাম্মদ মিঠুন। টেস্ট দল থেকেও বাদ পড়েছেন মিঠুন। তবে ওয়ানডেতে দলে আছেন মিঠুন। আর টেস্ট দলে ফিরেছেন অফ স্পিনার নাঈম হাসান। টি–টোয়েন্টি থেকে আগেই ছুটি চাওয়ায় বিশ্রামে রাখা হয়েছে মুশফিককে। আর গত নিউজিল্যান্ড সফরে টি–টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকা তামিম ইকবাল ফিরেছেন দলে।
২৭ জুন জিম্বাবুয়ে রওনা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। ৭ জুলাই একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর। ১৬, ১৮ ও ২০ জুলাই হবে তিনটি ওয়ানডে। ২৩, ২৫, ২৭ জুলাই তিনটি টি–টোয়েন্টি সিরিজ দিয়ে শেষ হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর। সিরিজের সব ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
বাংলাদেশ টেস্ট দল
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।
বাংলাদেশ ওয়ানডে দল
তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শরিফুল ইসলাম।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, লিটন কুমার দাশ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
ঢাকা: জিম্বাবুয়ে সফর সামনে রেখে টেস্ট, ওয়ানডে ও টি–টোয়েন্টির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট আর ওয়ানডে সিরিজের ১৭ এবং টি–টোয়েন্টি সিরিজ খেলতে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। লম্বা বিরতির পর টেস্ট ও টি–টোয়েন্টি দলে ফিরেছেন সাকিব আল হাসান। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য শামীম হোসেন। দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। টি–টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকে।
নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সফরে না যাওয়ায় গত চার মাসে সাকিবের খেলা হয়নি টেস্ট ও টি–টোয়েন্টি সংস্করণ। গত মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ অবশ্য খেলেছিলেন। প্রথমবারের মতো তিন সংস্করণেই সুযোগ পেয়েছেন সোহান। এই ঢাকা প্রিমিয়ার লিগে ধারাবাহিক ভালো করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। তবে তাঁকে টি–টোয়েন্টি দলে রাখা হয়েছে। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন হাসান মাহমুদ, আল আমিন হোসেন ও মোহাম্মদ মিঠুন। টেস্ট দল থেকেও বাদ পড়েছেন মিঠুন। তবে ওয়ানডেতে দলে আছেন মিঠুন। আর টেস্ট দলে ফিরেছেন অফ স্পিনার নাঈম হাসান। টি–টোয়েন্টি থেকে আগেই ছুটি চাওয়ায় বিশ্রামে রাখা হয়েছে মুশফিককে। আর গত নিউজিল্যান্ড সফরে টি–টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকা তামিম ইকবাল ফিরেছেন দলে।
২৭ জুন জিম্বাবুয়ে রওনা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। ৭ জুলাই একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর। ১৬, ১৮ ও ২০ জুলাই হবে তিনটি ওয়ানডে। ২৩, ২৫, ২৭ জুলাই তিনটি টি–টোয়েন্টি সিরিজ দিয়ে শেষ হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর। সিরিজের সব ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
বাংলাদেশ টেস্ট দল
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।
বাংলাদেশ ওয়ানডে দল
তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শরিফুল ইসলাম।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, লিটন কুমার দাশ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
সিলেটে গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশ যেখানে রানের জন্য হাঁসফাঁস করেছে, যেভাবে উইকেট বিলিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ে ব্যাটিং করেছে স্বচ্ছন্দে। সফরকারীরা ব্যাটিং করেছে ওয়ানডে মেজাজে। অবশেষে সেই জুটি ভাঙল দ্বিতীয় দিনের সকালে।
৬ মিনিট আগেদ্বিতীয় মেয়াদে ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধান কোচ হয়ে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে দুই বছরের চুক্তিতে এলেও সেটা পূর্ণ হওয়ার আগেই তাঁকে চাকরিচ্যুত করা হয়। ছয় মাস আগের সেই ঘটনা নিয়ে হাথুরু এবার যা বললেন, তা পিলে চমকে দেওয়ার মতো।
১ ঘণ্টা আগেবাংলাদেশ থেকে চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায় শেষ হয়েছে ছয় মাসেরও বেশি সময় আগে। তাঁর জায়গায় বাংলাদেশের প্রধান কোচের চেয়ারে বসেছেন ফিল সিমন্স। বাংলাদেশ দল যখন ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ খেলতে ব্যস্ত, তখনই বোমা ফাটালেন হাথুরুসিংহে।
২ ঘণ্টা আগেআইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
১৩ ঘণ্টা আগে