Ajker Patrika

বিশ্বকাপের প্রথম ম্যাচে নারী ভক্ত-সমর্থকদের জন্য যে ‘সুসংবাদ’

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১৫: ২৬
বিশ্বকাপের প্রথম ম্যাচে নারী ভক্ত-সমর্থকদের জন্য যে ‘সুসংবাদ’

বিশ্বকাপের প্রথম ম্যাচ বলে কথা। এই ম্যাচ নিয়ে স্বাভাবিকভাবেই থাকে ভক্ত-সমর্থকদের আগ্রহ, যেখানে ঘণ্টাখানেক পরেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৩ বিশ্বকাপ। এই ম্যাচের আগে ‘সুসংবাদ’ পেয়েছেন কয়েক হাজার নারী ভক্ত-সমর্থক।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার, যার মধ্যে আহমেদাবাদের বিভিন্ন এলাকা থেকে ৩০ থেকে ৪০ হাজার নারীর জন্য ফ্রিতে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের সূত্রে তা জানা গেছে। একই সঙ্গে তাঁদের চা ও খাবারের জন্য দুটি করে কুপন দেওয়া হবে।

বিজেপির আহমেদাবাদের বোদাকেভ এলাকার সহসভাপতি ললিত ওয়াধাওয়ান জানিয়েছেন, গত মাসে নারীদের জন্য রিজার্ভেশন বিল পাস হওয়ার অনুপ্রেরণা থেকে তিনি এমন পরিকল্পনা করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, ‘আহমেদাবাদের বিভিন্ন এলাকা থেকে ৩০ থেকে ৪০ হাজার নারী আগামীকাল (আজ) খেলা দেখবেন। আমাদের স্বেচ্ছাসেবীরা নাম সংগ্রহ করে আজ (গতকাল) তাদের টিকিট দিয়েছে। আমরা ওপর থেকে টিকিটগুলো পেয়েছি। নারীদের ৩৩ শতাংশ রিজার্ভেশন বিল পাস হয়েছে। স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া এসব নারীর হাতে চা, নাশতার কুপন দেওয়া হবে।’

গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘সাধারণত স্কুলপড়ুয়ারা এখানে খেলা দেখতে আসে। তাতে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। পার্থক্য হচ্ছে, তাদের পরিবর্তে খেলা দেখবেন নারীরা।’

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই গতকাল হয়েছে বিশ্বকাপের আগে অধিনায়ক দিবস। এই মাঠেই ১৪ অক্টোবর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনালও হবে এই স্টেডিয়ামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত