Ajker Patrika

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন মাশরাফি

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ২৩: ০৮
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন মাশরাফি

বাংলাদেশের ক্রিকেটের সাফল্যের অন্যতম কারিগর মাশরাফি বিন মুর্তজা। তাঁর নেতৃত্বে অসংখ্য স্মরণীয় স্মৃতি রচিত হয়েছে দেশের ক্রিকেটে। এবার তারই এক অনন্য স্বীকৃতি পেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। মাশরাফিকে আজীবন সম্মানিত সদস্য করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। আজ এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে এমসিসি নতুন করে টেস্ট খেলুড়ে ৮ দেশের ১৭ ক্রিকেটারকে আজীবন সম্মানিত সদস্য করেছে। এছাড়া ক্রিকেটার নন এমন দুইজনকেও এই সম্মানে ভূষিত করা হয়েছে। ক্রিকেটের আইন প্রণেতার নতুন সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়া ক্রিকেটাররা হলেন— ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটার মেরিসা আগুইলেইরা (২০০৮-১৯), ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (২০০৪-১৯), ঝুলন গোস্বামী (২০০২-২২), ইংল্যান্ডের জেনি গান (২০০৪-১৯), পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ (২০০৩-২১), অস্ট্রেলিয়ার র‍্যাচেল হেইন্স (২০০৯-২২), ইংল্যান্ডের লরা মার্শ (২০০৬-১৯), সাবেক ইংলিশ অধিনায়ক এউইন মরগান (২০০৬-২২), বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা (২০০১-২০১৯), সাবেক ইংলিশ ব্যাটার কেভিন পিটারসেন (২০০৫-১৪), ভারতের সাবেক অলরাউন্ডার সুরেশ রায়না (২০০৫-১৮), ভারতের নারী ক্রিকেটার মিতালি রাজ (১৯৯৯-২২), নিউজিল্যান্ডের অ্যামি সাটারওয়েট (২০০৭-২২), ইংল্যান্ডের অ্যানিয়া স্রাবসোল (২০০৮-২২), সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং (২০০০-১৭), দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন (২০০৪-২০), নিউজিল্যান্ড ব্যাটার রস টেইলর (২০০৬-২২)।

তৃতীয় বাংলাদেশি হিসেবে এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদ পেলেন মাশরাফি। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক মরহুম রাইসউদ্দিন আহমেদ প্রথম বাংলাদেশী হিসেবে পেয়েছিলেন এমসিসির আজীবন সদস্যপদ। এরপর এই সম্মানে ভূষিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার শ্লীলতাহানির ঘটনায় নিরাপত্তা জোরদার করল ভারত

ক্রীড়া ডেস্ক    
অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার শ্লীলতাহানির ঘটনায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার শ্লীলতাহানির ঘটনায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটারের শ্লীলতাহানির ঘটনায় বিব্রতকর অবস্থায় পড়ে ভারত। নারী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হিসেবে ভারত সফরকারীদের কতটুকু নিরাপত্তা দিতে পারছে, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেজন্য ভারতের রাস্তায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।

মধ্যপ্রদেশের ইন্দোরে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার হেনস্তার শিকার হয়েছিলেন ২৩ অক্টোবর সন্ধ্যায়। এমন ঘটনার পর ক্রিকেটারদের আতঙ্কমুক্ত করতে ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, ইন্দোর থেকে ৬২০ কিলোমিটার দূরে মুম্বাইয়ের একটি ক্যাফেতে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার ও তাঁর সঙ্গীনী মনিকা রাইট।

তখন সেলফি তুলে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেন মনিকা।তিনি তখন অ্যাশলে গার্ডনারকে মেনশন দিয়েছেন এবং লিখেছেন, ‘পুলিশি পাহাড়ায় ক্যাফেতে নেওয়া হয়েছে।’ মনিকার সেলফিতে তাঁদের গাড়ির ঠিক পেছনেই বাইকে দুই পুলিশ কর্মকর্তাকে দেখা গেছে।

ইন্দোরে অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটার শ্লীলতাহানির শিকার হওয়ার পর বিবৃতি দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ঘটনার প্রেক্ষিতে সিএ শনিবার এক বিবৃতিতে বলেছিল, ‘অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার ইন্দোরে এক ক্যাফেতে হাঁটছিলেন। তখন দুই মোটরসাইকেল আরোহী অশালীনভাবে স্পর্শ করেছিলেন তাঁদের। দলের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা পুলিশের কাছে অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।’

ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) শনিবারের এক প্রতিবেদনে জানা গিয়েছিল, অস্ট্রেলিয়া দলের সিকিউরিটি ম্যানেজার ইন্দোরের এমআইজি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছিলেন বৃহস্পতিবার সন্ধ্যায়। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ এফআইআর দায়ের করে আকিল নামে অভিযুক্ত এক বাইক আরোহীকে গ্রেপ্তার করেছিল। এসআই নিধি রঘুবংশী জানিয়েছেন, দুই ক্রিকেটার টিম হোটেল থেকে বের হয়ে একটা ক্যাফের দিকে যাচ্ছিলেন। তখনই এক মোটরসাইকেল আরোহী তাদের অনুসরণ করছিলেন ও তিনি দুই অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটারকে শ্লীলতাহানি করেছিলেন।

ইন্দোরের ঘটনার আগে থেকেই নারী ক্রিকেটারদের নিরাপত্তা জোরদার করেছে বলে দাবি মহারাষ্ট্র পুলিশের। ইন্ডিয়া টুডেকে মহারাষ্ট্র পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘১৮ অক্টোবর প্রথম যেদিন অনুশীলন শুরু হয়েছিল, সেদিন থেকেই নারী ক্রিকেটারদের হোটেলে নিরাপত্তাকর্মী নিযুক্ত করেছি। এ ছাড়া ক্রিকেটারদের স্টেডিয়াম থেকে হোটেল বা হোটেল থেকে স্টেডিয়ামে আসা-যাওয়ার পথে তাদের পুলিশি নিরাপত্তা দিচ্ছি।’

১৩ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া লিগ পর্ব শেষ করেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে। দুই, তিন ও চারে থাকা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতের পয়েন্ট ১১, ১০ ও ৭। গুয়াহাটিতে পরশু বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে প্রথম সেমিফাইনাল। এই ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় সেমিফাইনাল হবে বৃহস্পতিবার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি কোথায় দেখবেন

ক্রীড়া ডেস্ক    
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ। ছবি: ক্রিকইনফো
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ। ছবি: ক্রিকইনফো

দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে আজ সীমিত ওভারের ক্রিকেটে লড়াইয়ে নামছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় আজ রাত ৯টায় শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।

ক্রিকেট খেলা সরাসরি

প্রথম টি-টোয়েন্টি

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা

রাত ৯টা

সরাসরি

পিটিভি স্পোর্টস

টেনিস খেলা সরাসরি

প্যারিস মাস্টার্স

বিকেল ৪ টা ও রাত ৯ টা

সরাসরি

সনি টেন ৫

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ভারতকে শাস্তি দেবেন না, সমস্যা হবে: আইসিসির ম্যাচ রেফারি

ক্রীড়া ডেস্ক    
ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রড। ছবি: সংগৃহীত
ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রড। ছবি: সংগৃহীত

মাঠের ক্রিকেটে ভারতের কতটা দাপট, সেটা না বললেও চলছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি, ২০২৫ টি-টোয়েন্টি এশিয়া কাপ—সবশেষ ১৬ মাসে তিনটি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতেছে দলটি। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ক্রিকেটের প্রশাসনিক কাঠামোতেও ছড়ি ঘোরায় ভারত। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ম্যাচ রেফারি ক্রিস ব্রড সেরকমই এক বিস্ফোরক মন্তব্য করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’কে কদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের এক ম্যাচের ঘটনা তুলে ধরেছেন। সেই ম্যাচে তিনি ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন। যদিও ম্যাচটি কবে হয়েছে এবং ভারতের প্রতিপক্ষ কে ছিল, সে ব্যাপারে কিছু তিনি জানাননি। সেই ম্যাচে ভারত ওভাররেটে নির্ধারিত সময়ের চেয়ে তিন-চার ওভার পিছিয়ে থাকায় শাস্তি পেতে পারত। কিন্তু ব্রডকে ফোন দিয়ে বলা হয়েছিল, ভারতকে যেন শাস্তি না দেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যমকে আইসিসির এই ম্যাচ রেফারি বলেন, ‘ম্যাচ শেষে ভারত পিছিয়ে ছিল তিন-চার ওভার পিছিয়ে ছিল। স্লো ওভার রেটের কারণে তাদের জরিমানা হওয়ার কথা ছিল। আমাকে ফোন করে সহানুভূতিশীল হওয়ার কথা বলা হয়েছিল। কারণ, এটা ভারত। আমি চিন্তা করে দেখলাম ঠিক আছে। তারপর কোনোভাবে আমরা কিছু অতিরিক্ত সময় বের করলাম যাতে ওভাররেট জরিমানার সীমার নিচে আনা যায়।’

ব্রড ভারতের যে ম্যাচের কথা বলেছেন, ঠিক তার পরের ম্যাচেও একই ঘটনা ঘটেছিল বলে উল্লেখ করেছেন ‘দ্য টেলিগ্রাফ’কে দেওয়া সাক্ষাৎকারে। ব্রিটিশ সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘পরের ম্যাচেও ঘটে একই ঘটনা। সৌরভ গাঙ্গুলী তখন দ্রুত খেলা শেষ করার নির্দেশ মানছিল না। ফোন করে তখন জানতে চেয়েছিলা, কী করতে পারি? তখন আমাকে বলা হয়েছিল, ‘গাঙ্গুলীকে শুধু জরিমানা করুন।’

ভারত নানারকম সুবিধা পাওয়ায় সামাজিকমাধ্যমে আইসিসিকে ব্যঙ্গ করে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলও (আইসিসি) বলা হয়। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বেশি রাজস্ব সুবিধা পেয়ে থাকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) । আইসিসির ২০২৪-২৭ বাণিজ্যিক চক্রে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ভারত। বছরে গড়ে আড়াই হাজার কোটি টাকার বেশি আয় করবে বিসিসিআই। যা আইসিসির মোট আয়ের ৩৮.৫ শতাংশ।

ব্রডের মতে আইসিসির ওপর অনৈতিক প্রভাব খাটায় বিসিসিআই। ‘দ্য টেলিগ্রাফ’কে দেওয়া সাক্ষাৎকারে আইসিসির অভিজ্ঞ ম্যাচ রেফারি বলেন, ‘ভিনস ফন ডার বিজল (তৎকালীন আইসিসি আম্পায়ার ম্যানেজার) ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় আমাদের সহায়তা করতেন। কিন্তু তিনি চলে যাওয়ার পর ভঙ্গুর হয়ে পড়ে ব্যবস্থাপনা। ভারতের কাছে এখন সব অর্থ। নানাভাবে আইসিসিকে তারা নিয়ন্ত্রণ করছে। এখন যে এসবের সঙ্গে নেই, তাতে আমি খুশি। কারণ, প্রতিষ্ঠানটি এখন অনেক বেশি রাজনৈতিক হয়ে গেছে।’

২০০৩ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আইসিসির ম্যাচ রেফারি ছিলেন ব্রড। এ সময়ে তিনি ১২৩ টেস্ট, ৩৬১ ওয়ানডে ও ১৩৮ টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছিলেন। ‘দ্য টেলিগ্রাফ’ কে দেওয়া সাক্ষাৎকারে ব্রড জানিয়েছেন, তিনি আরও কাজ করে যেতে চাইলেও ক্রিকেটের অভিভাবক সংস্থা তাঁর চুক্তি নবায়ন করেনি। আর ২০২৩ সালের অ্যাশেজ চলাকালে নিজের ছেলে স্টুয়ার্ট ব্রডের বলে আউট হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। সে সময় সামাজিকমাধ্যমে একটি মিম শেয়ার করেছিলেন বলে ক্রিস ব্রডকে আইসিসি তিরস্কার করেছিল। ব্রডের চেয়ে ম্যাচ রেফারি হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনা করার রেকর্ড কেবল দুজনের। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ৮২০ ম্যাচে রঞ্জন মাদুগালে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন। এই তালিকায় দুইয়ে থাকা জেফ ক্রো ৬৮৪ ম্যাচ পরিচালনা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

প্রথম ম্যাচ হারের পর সিরিজ জয়ের হুংকার বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১২: ৩৫
বোলিংয়ে বাংলাদেশ ভালো করলেও ব্যাটারদের ব্যর্থতায় হেরে গেছে বাংলাদেশ। ছবি: বিসিবি
বোলিংয়ে বাংলাদেশ ভালো করলেও ব্যাটারদের ব্যর্থতায় হেরে গেছে বাংলাদেশ। ছবি: বিসিবি

যে টি-টোয়েন্টি সংস্করণ বাংলাদেশের জন্য ছিল এক সময় ‘জুজু’, সাম্প্রতিক পরিসংখ্যান বলবে ভিন্ন কিছু। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস, আফগানিস্তান—টানা চার দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। কিন্তু সেই আত্মবিশ্বাস নিয়ে খেলতে নেমে হোঁচট খেল বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকেরা ১৬ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে।

চট্টগ্রামে সর্বোচ্চ ১৯০ রান তাড়া করে জয়ের কীর্তি ইংল্যান্ড গড়েছে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে। এই ভেন্যুতেই ২০২৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৭ রান তাড়া করে জিতেছে বাংলাদেশ। গতকাল চট্টগ্রামে লক্ষ্যটা বাংলাদেশের জন্য ১৬৬ রানের হলেও একেবারে অসম্ভব তো নয়। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় উইন্ডিজের বিপক্ষে ১৯.৪ ওভারে ১৪৯ রানে গুটিয়ে গেছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তানজিম সাকিব বলেন, ‘এই সিরিজেও ভালো করার আত্মবিশ্বাস ছিল। কারণ, আমরা নিয়মিত ভালো করে আসছিলাম টি-টোয়েন্টিতে। আজ (গতকাল) হেরে গেছি। দিনটা খারাপ ছিল। পরের ২ ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব করব ইনশাআল্লাহ। এখানে আর পেছনে ফেরার সুযোগ নেই। আর এক ম্যাচ হারলেই সিরিজ হারব।’

সবশেষ চার টি-টোয়েন্টি সিরিজের মধ্যে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করাই বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য। সংযুক্ত আরব আমিরাতে এ মাসের শুরুতে জাকের আলী অনিকের নেতৃত্বে এই সিরিজ জিতেছিল বাংলাদেশ। এর আগে জুলাইয়ে শ্রীলঙ্কার মাঠে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। সবশেষ চার সিরিজের মধ্যে দুটি করে সিরিজ বাংলাদেশ ঘরের মাঠে ও বিদেশে জিতেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পিছিয়ে থাকলেও সিরিজ জিততে আশাবাদী তানজিম সাকিব। ২৩ বছর বয়সী বাংলাদেশি পেসার বলেন, ‘ঘরের মাঠে যেহেতু খেলা, অবশ্যই সিরিজ জয়ের চেষ্টা করব। বিদেশে যেহেতু জিতেছি, এখানেও সিরিজ জয়ের সুযোগ রয়েছে।’

২০২৪-এর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের মাঠে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল বাংলাদেশের কাছে। এক সময়ের ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতে নেপালের কাছেও কদিন আগে হেরেছে উইন্ডিজ। সেই ধাক্কা কাটিয়ে ওঠার প্রথম ধাপ উইন্ডিজ কেবল পেরিয়েছে বলে মনে করেন রভমান পাওয়েল। ক্যারিবীয় এই মিডল অর্ডার ব্যাটার বলেন, ‘ঘুরে দাঁড়াতে আমরা সবাই আত্মবিশ্বাসী ছিলাম। বাংলাদেশ সিরিজে সুযোগ পেয়েছি। হোম কন্ডিশনে বাংলাদেশ অনেক ভালো দল। সামনের দুই ম্যাচে আরও উন্নতি করে সিরিজটা জেতার চেষ্টা করব।’

বাংলাদেশ যখন রান তাড়া করছিল, তখন শিশির অনেক সহায়তা করেছিল বলে জানিয়েছেন তানজিম হাসান সাকিব। পাওয়েলও উল্লেখ করেছেন শিশিরের কথা। তবে দুর্দান্ত বোলিংয়ের পেছনে তিনি তাঁর সতীর্থদের কৃতিত্ব দিয়েছেন। যেখানে উইন্ডিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২ ওভারে ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে। তানজিম সাকিব-নাসুম আহমেদের সপ্তম উইকেটে ২৩ বলে ৪০ রানের জুটিটা বলতে গেলে বাংলাদেশের হারের ব্যবধান কমিয়েছে। পাওয়েল বলেন,

‘বল যে এতটা ভিজে যাবে, আমরা আসলে এটা জানতাম না। আমাদের জন্য সামনের দুই ম্যাচ শিক্ষা হয়ে থাকল। চেষ্টা করব সেটা কাজে লাগাতে।বাংলাদেশের প্রথম ব্যাটারদের দ্রুত ফেরাতে চেষ্টা করেছি। কারণ, তারা বেশিক্ষণ টিকে গেলে আমাদের চাপে ফেলত। কারণ শেষ দিকে বল অনেক বেশি ভিজে যাচ্ছিল। বোলারদের এখানে কৃতিত্ব দিতে হবে। প্রয়োজনের সময়ে তারা উইকেট এনে দিয়েছে।’

চট্টগ্রামে গতকাল প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। রয়েসয়ে শুরু করতে থাকা ক্যারিবীয়দের স্কোর এক পর্যায়ে ছিল ১২.২ ওভারে ৩ উইকেটে ৮২ রান। যেখানে ১৩তম ওভারের প্রথম ও দ্বিতীয় বলে ব্র্যান্ডন কিং (৩৩) ও শারফেন রাদারফোর্ডকে (০) ফিরিয়েছেন তাসকিন আহমেদ। টানা দুই বলে উইকেট হারানোর কোনো রকম চাপ অনুভব করেনি উইন্ডিজ। চতুর্থ উইকেটে ৪৬ বলে ৮৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন শাই হোপ ও রভম্যান পাওয়েল। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৬৫ রান করেছে উইন্ডিজ। ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করেন হোপ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন পাওয়েল। দুজনেই সমান ২৮ বল খেলেছেন। তিনিই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত