অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের হারিয়ে খুঁজছিল বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দল। ৭৭ রানের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে একের পর এক ম্যাচ হেরে চলছিল বিসিবি এইচপি। অবশেষে আজ দাপুটে জয়ে ঘুরে দাঁড়াল আকবর আলীর নেতৃত্বাধীন দল।
মেলবোর্ন রেনেগেডসকে উড়িয়ে দেওয়ার পর তাসমানিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে টানা দুই ম্যাচ হারে বিসিবি এইচপি। তাসমানিয়া ও অ্যাডিলেড স্ট্রাইকার্স ৩ ও ৮ উইকেটে হারিয়েছে আকবর-তানজিদ হাসান তামিমদের। যার মধ্যে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচটি ছিল গতকাল ডারউইনের ম্যারারা ওভালে। সেই ম্যাচের ২৪ ঘণ্টা পর আজ ডারউইনের টিআইও স্টেডিয়ামে এসিটি কোমেটকে ৬ উইকেটে হারিয়েছে বিসিবি এইচপি।
১২৫ রানের লক্ষ্যে নেমে বিসিবি এইচপির শুরুটা হয়েছে বিধ্বংসী। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও জিসান আলম যতটা না আক্রমণাত্মক, তাঁর চেয়ে বেশি এলোমেলো ছিল এসিটি কোমেটের বোলারদের লাইন লেংথ। অতিরিক্ত খাতে রান খরচ করতে থাকে এসিটি। প্রথম ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫১ রান করেছে বিসিবি এইচপি। ষষ্ঠ ওভারের প্রথম বলে তানজিদ তামিমকে ফিরিয়েছেন জেক স্মিথ। ১৫ বলে ২ চারে ১৮ রান করেছেন তানজিদ তামিম।
উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন পারভেজ হোসেন ইমন। তিন নম্বরে নামা ইমন কিছুটা রয়েসয়ে খেলেও জিসান স্বভাবসুলভ খেলাটা চালিয়ে যান। দ্বিতীয় উইকেটে জিসান ও ইমন গড়েন ৪৪ রানের জুটি। ১২তম ওভারের তৃতীয় বলে ইমনকে ফেরান হ্যান্নো জ্যাকবস। ২৪ বলে ১ ছক্কায় ২৩ রান করেন ইমন।
ইমন ফেরার পর দ্রুত বিদায় নিয়েছেন জিসানও। ৩৬ বলে ১ চার ও ২ ছক্কায় ৫০ রান করা জিসানকে ফিরিয়েছেন স্মিথ। বিসিবি এইচপির ওপেনার ফেরার পর হাতে তখনো ৭ উইকেট। শেষ ৬ ওভারে প্রয়োজন ১৯ রান। সেই সমীকরণ মিলিয়ে ১৬.৪ ওভারে ৪ উইকেটে ১২৫ রান করে বিসিবি এইচপি। ২০ বল হাতে রেখে এইচপির ৬ উইকেটের জয়ে জিসানের ব্যাট থেকেই আসে ইনিংস সর্বোচ্চ রান।
এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরুর আভাস দিয়েছিল এসিটি কোমেট। ২.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২২ রান করে এসিটি। তৃতীয় ওভারের তৃতীয় বলে এসাম রহমানকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন রিপন মন্ডল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা এসিটি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান করেছে এসিটি। ইনিংস সর্বোচ্চ ৩৬ রান করেন মাইকি ম্যাকনামারা। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রিপন। আবু হায়দার নিয়েছেন ২ উইকেট। দুজনেই খরচ করেছেন ২৬ রান এবং ৪ ওভারের বোলিং কোটা পূর্ণ করেন।
অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের হারিয়ে খুঁজছিল বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দল। ৭৭ রানের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে একের পর এক ম্যাচ হেরে চলছিল বিসিবি এইচপি। অবশেষে আজ দাপুটে জয়ে ঘুরে দাঁড়াল আকবর আলীর নেতৃত্বাধীন দল।
মেলবোর্ন রেনেগেডসকে উড়িয়ে দেওয়ার পর তাসমানিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে টানা দুই ম্যাচ হারে বিসিবি এইচপি। তাসমানিয়া ও অ্যাডিলেড স্ট্রাইকার্স ৩ ও ৮ উইকেটে হারিয়েছে আকবর-তানজিদ হাসান তামিমদের। যার মধ্যে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচটি ছিল গতকাল ডারউইনের ম্যারারা ওভালে। সেই ম্যাচের ২৪ ঘণ্টা পর আজ ডারউইনের টিআইও স্টেডিয়ামে এসিটি কোমেটকে ৬ উইকেটে হারিয়েছে বিসিবি এইচপি।
১২৫ রানের লক্ষ্যে নেমে বিসিবি এইচপির শুরুটা হয়েছে বিধ্বংসী। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও জিসান আলম যতটা না আক্রমণাত্মক, তাঁর চেয়ে বেশি এলোমেলো ছিল এসিটি কোমেটের বোলারদের লাইন লেংথ। অতিরিক্ত খাতে রান খরচ করতে থাকে এসিটি। প্রথম ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫১ রান করেছে বিসিবি এইচপি। ষষ্ঠ ওভারের প্রথম বলে তানজিদ তামিমকে ফিরিয়েছেন জেক স্মিথ। ১৫ বলে ২ চারে ১৮ রান করেছেন তানজিদ তামিম।
উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন পারভেজ হোসেন ইমন। তিন নম্বরে নামা ইমন কিছুটা রয়েসয়ে খেলেও জিসান স্বভাবসুলভ খেলাটা চালিয়ে যান। দ্বিতীয় উইকেটে জিসান ও ইমন গড়েন ৪৪ রানের জুটি। ১২তম ওভারের তৃতীয় বলে ইমনকে ফেরান হ্যান্নো জ্যাকবস। ২৪ বলে ১ ছক্কায় ২৩ রান করেন ইমন।
ইমন ফেরার পর দ্রুত বিদায় নিয়েছেন জিসানও। ৩৬ বলে ১ চার ও ২ ছক্কায় ৫০ রান করা জিসানকে ফিরিয়েছেন স্মিথ। বিসিবি এইচপির ওপেনার ফেরার পর হাতে তখনো ৭ উইকেট। শেষ ৬ ওভারে প্রয়োজন ১৯ রান। সেই সমীকরণ মিলিয়ে ১৬.৪ ওভারে ৪ উইকেটে ১২৫ রান করে বিসিবি এইচপি। ২০ বল হাতে রেখে এইচপির ৬ উইকেটের জয়ে জিসানের ব্যাট থেকেই আসে ইনিংস সর্বোচ্চ রান।
এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরুর আভাস দিয়েছিল এসিটি কোমেট। ২.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২২ রান করে এসিটি। তৃতীয় ওভারের তৃতীয় বলে এসাম রহমানকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন রিপন মন্ডল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা এসিটি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান করেছে এসিটি। ইনিংস সর্বোচ্চ ৩৬ রান করেন মাইকি ম্যাকনামারা। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রিপন। আবু হায়দার নিয়েছেন ২ উইকেট। দুজনেই খরচ করেছেন ২৬ রান এবং ৪ ওভারের বোলিং কোটা পূর্ণ করেন।
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
২ ঘণ্টা আগে৩১১ রানে পিছিয়ে থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৪ রানে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। ইনিংস পরাজয় এড়াতে এখনো তাদের করতে হবে ১৩৭ রান। ওল্ড ট্রাফোর্ডে আজ চতুর্থ টেস্টের পঞ্চম দিনে...
৩ ঘণ্টা আগেম্যানোলা মার্কেজ চলে যাওয়ায় ভারতের ফুটবল দল হয়ে পড়েছে কোচশূন্য। এশিয়ার এই দলটির কোচ হতে আগ্রহ প্রকাশ করেন জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলার মতো স্প্যানিশ কিংবদন্তিরা। তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানতে পেরেছে, তাঁদের নামে যেসব আবেদনপত্র এসেছে সেগুলো ভুয়া।
৪ ঘণ্টা আগে