Ajker Patrika

গ্রুপ চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের লক্ষ্য ১০৪ রান

গ্রুপ চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের লক্ষ্য ১০৪ রান

অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এরই মধ্যে সুপার সিক্স নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের আজ লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। বেনোনির উইলিমুর পার্ক বি তে বাংলাদেশকে ১০৪ রানের লক্ষ্য দিয়েছে যুক্তরাষ্ট্র। 

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক গীতিকা কোদালি। দলীয় ১১ রানে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী জুটি ভেঙে যায়। ৫ রান করা লাস্য মুলাপুড়ির উইকেট নেন দিশা বিশ্বাস। মুলাপুড়ির বিদায়ের পর উইকেটে আসেন স্নিগ্ধা পল। দ্বিতীয় উইকেটে স্নিগ্ধার সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন দিশা ধিংরা। ২০ রান করা ধিংরা ১৫ তম ওভারের দ্বিতীয় বলে রান আউটে কাটা পড়েন। ঠিক তার পরের বলেই দিশা বিশ্বাসের বলে বোল্ড হন স্নিগ্ধা। ২৬ রান করেন যুক্তরাষ্ট্রের এই ওপেনার। 

দিশা ধিংরা, স্নিগ্ধা-টানা দুই বলে বিদায় নিলে যুক্তরাষ্ট্রের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৬৮ রান। এরপর পাঁচ নম্বরে ব্যাটিংয়ে আসেন গীতিকা। চতুর্থ উইকেটে ইশানি ভাগেলার সঙ্গে ৩৫ রানের জুটি গড়েন যুক্তরাষ্ট্রের অধিনায়ক। ইনিংসের শেষ বলে গীতিকাকে বোল্ড করেন মারুফা আক্তার। ১৬ বলে ১৬ রান করেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক। ২০ ওভারে ৪ উইকেটে ১০৩ রান করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বোলারদের মধ্যে দিশা বিশ্বাস ২ উইকেট এবং মারুফা নিয়েছেন ১ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত