ক্রীড়া ডেস্ক
জয় দিয়ে শুরু করল ফরচুন বরিশাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে সাকিবের বরিশালের জয় ৪ উইকেটে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া ১২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৪ ওভার পর্যন্ত জয়ের পথেই ছিল বরিশাল। কিন্তু মেহেদী হাসান মিরাজের পরের ওভারে বদলে যায় ম্যাচের ছবি। ৮৬/৩ থেকে স্কোর গিয়ে দাঁড়ায় ৯২/৬। দারুণ খেলতে থাকা সৈকত আলী (৩৯) আর ইরফান শুক্কুরকে (১৬) ফেরান চট্টগ্রাম অধিনায়ক মিরাজ। আর রানের খাতা খোলার আগে রানআউটে কাটা পড়েন সালমান হোসেন। ৪ ওভার বোলিং করে ১৬ রান খরচায় ৪ উইকেট নেন মিরাজ।
সপ্তম উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় বরিশাল। ডোয়াইন ব্রাভো আর জিয়াউর রহমানের দায়িত্বশীল ব্যাটিংয়ে আর কোনো বিপদ হতে দেননি। ২২ বলে এই দুজনের ৩৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বরিশাল। দলের জয়ে ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি সাকিব। ১৬ বলে ১৩ রান করে বোল্ড হয়েছেন মিরাজের বলে। আর বল হাতে ১ উইকেট নিলেও ৪ ওভারে দিয়েছেন মাত্র ৯ রান।
এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ছক্কা মেরে বিপিএলের ‘উদ্বোধন’ করেন কেনার লুইস, যা বিপিএলের ইতিহাসে প্রথম বলে ছক্কা মারার প্রথম ঘটনা। ওভারের প্রথম বলেই নাঈম হাসানকে গ্যালারিতে আছড়ে ফেলেন লুইস। দীর্ঘকায় এই ক্যারিবিয়ান অবশ্য এক বল পরেই নাজমুল হাসান শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর বরিশালের বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন তারা। ৬৩ রানে ৬ উইকেট হারালে ১০০ রানের আগে অলআউট হওয়ার শঙ্কা জাগে। কিন্তু সপ্তম ও অষ্টম উইকেট জুটিতে বেনি হাওয়েলের দুর্দান্ত ব্যাটিংয়ে লড়াইয়ের সংগ্রহ পায় চট্টগ্রাম।
২০ বলে হাওয়েলের ৪১ রানের ক্যামীয়র সুবাদে ৮ উইকেট চট্টগ্রাম বোর্ডে তোলে ১২৫ রান। চট্টগ্রামের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেন হাওয়েলই। তাছাড়া ওপেনার উইল জ্যাক ১৬, নাঈম ইসলাম ১৫ ও শামীম পাটোয়েরী করেন ১৪ রান। বরিশালের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন আলজারি জোসেফ। দুটি উইকেট নেন নাঈম হাসান।
জয় দিয়ে শুরু করল ফরচুন বরিশাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে সাকিবের বরিশালের জয় ৪ উইকেটে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া ১২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৪ ওভার পর্যন্ত জয়ের পথেই ছিল বরিশাল। কিন্তু মেহেদী হাসান মিরাজের পরের ওভারে বদলে যায় ম্যাচের ছবি। ৮৬/৩ থেকে স্কোর গিয়ে দাঁড়ায় ৯২/৬। দারুণ খেলতে থাকা সৈকত আলী (৩৯) আর ইরফান শুক্কুরকে (১৬) ফেরান চট্টগ্রাম অধিনায়ক মিরাজ। আর রানের খাতা খোলার আগে রানআউটে কাটা পড়েন সালমান হোসেন। ৪ ওভার বোলিং করে ১৬ রান খরচায় ৪ উইকেট নেন মিরাজ।
সপ্তম উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় বরিশাল। ডোয়াইন ব্রাভো আর জিয়াউর রহমানের দায়িত্বশীল ব্যাটিংয়ে আর কোনো বিপদ হতে দেননি। ২২ বলে এই দুজনের ৩৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বরিশাল। দলের জয়ে ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি সাকিব। ১৬ বলে ১৩ রান করে বোল্ড হয়েছেন মিরাজের বলে। আর বল হাতে ১ উইকেট নিলেও ৪ ওভারে দিয়েছেন মাত্র ৯ রান।
এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ছক্কা মেরে বিপিএলের ‘উদ্বোধন’ করেন কেনার লুইস, যা বিপিএলের ইতিহাসে প্রথম বলে ছক্কা মারার প্রথম ঘটনা। ওভারের প্রথম বলেই নাঈম হাসানকে গ্যালারিতে আছড়ে ফেলেন লুইস। দীর্ঘকায় এই ক্যারিবিয়ান অবশ্য এক বল পরেই নাজমুল হাসান শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর বরিশালের বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন তারা। ৬৩ রানে ৬ উইকেট হারালে ১০০ রানের আগে অলআউট হওয়ার শঙ্কা জাগে। কিন্তু সপ্তম ও অষ্টম উইকেট জুটিতে বেনি হাওয়েলের দুর্দান্ত ব্যাটিংয়ে লড়াইয়ের সংগ্রহ পায় চট্টগ্রাম।
২০ বলে হাওয়েলের ৪১ রানের ক্যামীয়র সুবাদে ৮ উইকেট চট্টগ্রাম বোর্ডে তোলে ১২৫ রান। চট্টগ্রামের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেন হাওয়েলই। তাছাড়া ওপেনার উইল জ্যাক ১৬, নাঈম ইসলাম ১৫ ও শামীম পাটোয়েরী করেন ১৪ রান। বরিশালের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন আলজারি জোসেফ। দুটি উইকেট নেন নাঈম হাসান।
চলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
১৩ মিনিট আগেচলতি বিপিএলে ফিক্সিং ইস্যু নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকু) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই ইস্যুতে তীব্র অসন্তোষের...
৩৯ মিনিট আগেসিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২ ঘণ্টা আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
৪ ঘণ্টা আগে