ক্রীড়া ডেস্ক
ওয়ানডে সিরিজ শেষে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়ে গেছে। তবে সতীর্থরা ইংল্যান্ডে থাকলেও আকিল হোসেন সেখানে থাকতে পারছেন না। সিরিজের বাকি অংশে খেলতে পারবেন কিনা, সেটা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
যুক্তরাজ্যের ভিসা নীতিতে পরিবর্তন আসার কারণে মূলত বিপাকে পড়েছেন আকিল। তিনি ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর নাগরিক। এই অঞ্চলের মানুষদের ভিসা দেওয়ার ক্ষেত্রে পরিবর্তন আনে যুক্তরাজ্য। ২৩ এপ্রিল থেকে ১২ মে এর মধ্যে সেটা কার্যকরী হয়। যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করার পর ত্রিনিদাদে সশরীরে সাক্ষাৎকার দেওয়ার নতুন নিয়ম চালু করা হয়েছে। কিন্তু ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) অনুমতি নিয়ে আকিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তানে গিয়েছিলেন। ২৫ মে টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত পিএসএল ফ্র্যাঞ্চাইজি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে থাকার অনুমতি ছিল। একারণে নির্ধারিত সময়ের মধ্যে ভিসার আবেদন করতে পারেননি উইন্ডিজ বাঁহাতি স্পিনার।
আকিলের মতো জাইড গুলিও যুক্তরাজ্যের ভিসা পাননি। গুলির ভিসা না পাওয়ার কারণ অবশ্য ভিন্ন। গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে তাদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পান তিনি। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় যুক্তরাজ্যের ভিসার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া পূর্ণ করতে পারেননি।
আকিল, গুলির জন্য ভিসা প্রক্রিয়ার কাজে আনুষ্ঠানিকভাবে চেষ্টা করা হয়েছে। এক বিবৃতিতে সিডব্লিউআই বলেছে, ‘এই প্রক্রিয়াগুলো যুক্তরাজ্যের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তত্ত্বাবধান করে থাকে। এতে সিডব্লিউআইয়ের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বোর্ড আশাবাদী যে এই সমস্যার সমাধান দ্রুতই হবে। তাতে করে হোসেন আগামী ম্যাচগুলোতে খেলতে পারবে।’
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি শুরুর কয়েক ঘণ্টা আগেই আকিল, গুলির ভিসা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। চেস্টার লি স্ট্রিটে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ড ২১ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। ৪ ওভারে ২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার লিয়াম ডসন। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে আগামীকাল ও পরশু। শেষ দুই টি-টোয়েন্টির ভেন্যু ব্রিস্টল ও সাউদাম্পটন।
আকিল অবশ্য পিএসএলে এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। ম্যাচটাতে ভালো করতে পারেননি। ১৩ এপ্রিল রাওয়ালপিন্ডিতে লিগ পর্বের ম্যাচে লাহোর কালান্দার্সের বিপক্ষে ৪ ওভারে ৪০ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি। সেই ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়েছিল লাহোর কালান্দার্স।
ওয়ানডে সিরিজ শেষে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়ে গেছে। তবে সতীর্থরা ইংল্যান্ডে থাকলেও আকিল হোসেন সেখানে থাকতে পারছেন না। সিরিজের বাকি অংশে খেলতে পারবেন কিনা, সেটা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
যুক্তরাজ্যের ভিসা নীতিতে পরিবর্তন আসার কারণে মূলত বিপাকে পড়েছেন আকিল। তিনি ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর নাগরিক। এই অঞ্চলের মানুষদের ভিসা দেওয়ার ক্ষেত্রে পরিবর্তন আনে যুক্তরাজ্য। ২৩ এপ্রিল থেকে ১২ মে এর মধ্যে সেটা কার্যকরী হয়। যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করার পর ত্রিনিদাদে সশরীরে সাক্ষাৎকার দেওয়ার নতুন নিয়ম চালু করা হয়েছে। কিন্তু ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) অনুমতি নিয়ে আকিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তানে গিয়েছিলেন। ২৫ মে টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত পিএসএল ফ্র্যাঞ্চাইজি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে থাকার অনুমতি ছিল। একারণে নির্ধারিত সময়ের মধ্যে ভিসার আবেদন করতে পারেননি উইন্ডিজ বাঁহাতি স্পিনার।
আকিলের মতো জাইড গুলিও যুক্তরাজ্যের ভিসা পাননি। গুলির ভিসা না পাওয়ার কারণ অবশ্য ভিন্ন। গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে তাদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পান তিনি। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় যুক্তরাজ্যের ভিসার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া পূর্ণ করতে পারেননি।
আকিল, গুলির জন্য ভিসা প্রক্রিয়ার কাজে আনুষ্ঠানিকভাবে চেষ্টা করা হয়েছে। এক বিবৃতিতে সিডব্লিউআই বলেছে, ‘এই প্রক্রিয়াগুলো যুক্তরাজ্যের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তত্ত্বাবধান করে থাকে। এতে সিডব্লিউআইয়ের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বোর্ড আশাবাদী যে এই সমস্যার সমাধান দ্রুতই হবে। তাতে করে হোসেন আগামী ম্যাচগুলোতে খেলতে পারবে।’
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি শুরুর কয়েক ঘণ্টা আগেই আকিল, গুলির ভিসা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। চেস্টার লি স্ট্রিটে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ড ২১ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। ৪ ওভারে ২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার লিয়াম ডসন। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে আগামীকাল ও পরশু। শেষ দুই টি-টোয়েন্টির ভেন্যু ব্রিস্টল ও সাউদাম্পটন।
আকিল অবশ্য পিএসএলে এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। ম্যাচটাতে ভালো করতে পারেননি। ১৩ এপ্রিল রাওয়ালপিন্ডিতে লিগ পর্বের ম্যাচে লাহোর কালান্দার্সের বিপক্ষে ৪ ওভারে ৪০ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি। সেই ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়েছিল লাহোর কালান্দার্স।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৪ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৬ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৬ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৭ ঘণ্টা আগে