Ajker Patrika

দিল্লিতে হঠাৎ মাহমুদউল্লাহদের মুখে কেন মাস্ক

নিজস্ব প্রতিবেদক, দিল্লি থেকে
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ২২: ০৩
দিল্লিতে হঠাৎ মাহমুদউল্লাহদের মুখে কেন মাস্ক

দুপুরে ইন্ডিয়া গেটের কাছে দিল্লির শাহি মসজিদে জুমার নামাজ শেষে দেখা গেল, বাংলাদেশ দলের ক্রিকেটারদের মুখে মাস্ক। করোনার সংক্রমণ এখন আর নেই বললেই চলে। বিশ্বকাপের অন্য ভেন্যুগুলোতেও সেভাবে কারও মুখে মাস্ক দেখা যায়নি। দিল্লিতে হঠাৎ কী হলো?

জানা গেল, দিল্লির বায়ুদূষণ থেকে নিজেদের সুস্থ রাখতেই মুখে মাস্ক সাকিব-মাহমুদউল্লাহদের। আজ সন্ধ্যায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল বাংলাদেশ দলের। সকালে হুট করে সেটি বাতিল করা হয় । বাতিলের কারণ, দিল্লির বায়ুদূষণ। বাতাসের মান খারাপ হওয়ায় এরই মধ্যে ক্রিকেটারদের কেউ কেউ কাশিতেও নাকি আক্রান্ত হয়েছেন। 

পরশু শ্রীলঙ্কার ম্যাচের আগে শরীর খারাপ যেন না হয়, সেই সতর্কতা থেকে কাল শুধু অনুশীলনই বাতিল নয়, সবাইকে বাইরে গেলে মুখে মাস্কও পরে থাকতে বলা হয়েছে। সন্ধ্যায় সাংবাদিকদের বাংলাদেশ টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বললেন, ‘আজ অনুশীলন ছিল আমাদের, কন্ডিশনের কারণে আর ঝুঁকি নিইনি। যেহেতু আরও দুদিন আছে। দিল্লির এয়ার কোয়ালিটির কারণে আজ অনুশীলন বাতিল। কাল বাইরে অনেকে কফিং সমস্যায় ভুগেছে। একটা ঝুঁকি তো আছেই যেন শরীর খারাপ না হয়।’

কালও যদি  বাতাসের মান ভালো না হয়, অগত্যা অনুশীলন করতে যেতেই হবে দলকে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া তখন আর উপায় থাকবে না।  সুজন বললেন, ‘কাল ভালো হলে তো ভালো,  না হলে এটার সঙ্গে মানিয়ে নিতে হবে। কাল ট্রেনিং করতেই হবে। তবে চাই সবাই ফিট থাক। আজ অনুশীলন ছিল, কন্ডিশনের কারণে আর ঝুঁকি নিইনি। যেহেতু আরও দুদিন আছে। দিল্লির এয়ার কোয়ালিটির কারণে আজ অনুশীলন বাতিল। কাল বাইরে অনেকে কফিং সমস্যায় ভুগেছে। একটা ঝুঁকি তো আছেই যেন শরীর খারাপ না হয়। কাল ভালো হলে তো ভালো, না হলে এটার সঙ্গে মানিয়ে নিতে হবে। কাল ট্রেনিং করতেই হবে। তবে চাই সবাই ফিট থাক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত