নিজস্ব প্রতিবেদক, দিল্লি থেকে
দুপুরে ইন্ডিয়া গেটের কাছে দিল্লির শাহি মসজিদে জুমার নামাজ শেষে দেখা গেল, বাংলাদেশ দলের ক্রিকেটারদের মুখে মাস্ক। করোনার সংক্রমণ এখন আর নেই বললেই চলে। বিশ্বকাপের অন্য ভেন্যুগুলোতেও সেভাবে কারও মুখে মাস্ক দেখা যায়নি। দিল্লিতে হঠাৎ কী হলো?
জানা গেল, দিল্লির বায়ুদূষণ থেকে নিজেদের সুস্থ রাখতেই মুখে মাস্ক সাকিব-মাহমুদউল্লাহদের। আজ সন্ধ্যায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল বাংলাদেশ দলের। সকালে হুট করে সেটি বাতিল করা হয় । বাতিলের কারণ, দিল্লির বায়ুদূষণ। বাতাসের মান খারাপ হওয়ায় এরই মধ্যে ক্রিকেটারদের কেউ কেউ কাশিতেও নাকি আক্রান্ত হয়েছেন।
পরশু শ্রীলঙ্কার ম্যাচের আগে শরীর খারাপ যেন না হয়, সেই সতর্কতা থেকে কাল শুধু অনুশীলনই বাতিল নয়, সবাইকে বাইরে গেলে মুখে মাস্কও পরে থাকতে বলা হয়েছে। সন্ধ্যায় সাংবাদিকদের বাংলাদেশ টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বললেন, ‘আজ অনুশীলন ছিল আমাদের, কন্ডিশনের কারণে আর ঝুঁকি নিইনি। যেহেতু আরও দুদিন আছে। দিল্লির এয়ার কোয়ালিটির কারণে আজ অনুশীলন বাতিল। কাল বাইরে অনেকে কফিং সমস্যায় ভুগেছে। একটা ঝুঁকি তো আছেই যেন শরীর খারাপ না হয়।’
কালও যদি বাতাসের মান ভালো না হয়, অগত্যা অনুশীলন করতে যেতেই হবে দলকে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া তখন আর উপায় থাকবে না। সুজন বললেন, ‘কাল ভালো হলে তো ভালো, না হলে এটার সঙ্গে মানিয়ে নিতে হবে। কাল ট্রেনিং করতেই হবে। তবে চাই সবাই ফিট থাক। আজ অনুশীলন ছিল, কন্ডিশনের কারণে আর ঝুঁকি নিইনি। যেহেতু আরও দুদিন আছে। দিল্লির এয়ার কোয়ালিটির কারণে আজ অনুশীলন বাতিল। কাল বাইরে অনেকে কফিং সমস্যায় ভুগেছে। একটা ঝুঁকি তো আছেই যেন শরীর খারাপ না হয়। কাল ভালো হলে তো ভালো, না হলে এটার সঙ্গে মানিয়ে নিতে হবে। কাল ট্রেনিং করতেই হবে। তবে চাই সবাই ফিট থাক।’
দুপুরে ইন্ডিয়া গেটের কাছে দিল্লির শাহি মসজিদে জুমার নামাজ শেষে দেখা গেল, বাংলাদেশ দলের ক্রিকেটারদের মুখে মাস্ক। করোনার সংক্রমণ এখন আর নেই বললেই চলে। বিশ্বকাপের অন্য ভেন্যুগুলোতেও সেভাবে কারও মুখে মাস্ক দেখা যায়নি। দিল্লিতে হঠাৎ কী হলো?
জানা গেল, দিল্লির বায়ুদূষণ থেকে নিজেদের সুস্থ রাখতেই মুখে মাস্ক সাকিব-মাহমুদউল্লাহদের। আজ সন্ধ্যায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল বাংলাদেশ দলের। সকালে হুট করে সেটি বাতিল করা হয় । বাতিলের কারণ, দিল্লির বায়ুদূষণ। বাতাসের মান খারাপ হওয়ায় এরই মধ্যে ক্রিকেটারদের কেউ কেউ কাশিতেও নাকি আক্রান্ত হয়েছেন।
পরশু শ্রীলঙ্কার ম্যাচের আগে শরীর খারাপ যেন না হয়, সেই সতর্কতা থেকে কাল শুধু অনুশীলনই বাতিল নয়, সবাইকে বাইরে গেলে মুখে মাস্কও পরে থাকতে বলা হয়েছে। সন্ধ্যায় সাংবাদিকদের বাংলাদেশ টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বললেন, ‘আজ অনুশীলন ছিল আমাদের, কন্ডিশনের কারণে আর ঝুঁকি নিইনি। যেহেতু আরও দুদিন আছে। দিল্লির এয়ার কোয়ালিটির কারণে আজ অনুশীলন বাতিল। কাল বাইরে অনেকে কফিং সমস্যায় ভুগেছে। একটা ঝুঁকি তো আছেই যেন শরীর খারাপ না হয়।’
কালও যদি বাতাসের মান ভালো না হয়, অগত্যা অনুশীলন করতে যেতেই হবে দলকে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া তখন আর উপায় থাকবে না। সুজন বললেন, ‘কাল ভালো হলে তো ভালো, না হলে এটার সঙ্গে মানিয়ে নিতে হবে। কাল ট্রেনিং করতেই হবে। তবে চাই সবাই ফিট থাক। আজ অনুশীলন ছিল, কন্ডিশনের কারণে আর ঝুঁকি নিইনি। যেহেতু আরও দুদিন আছে। দিল্লির এয়ার কোয়ালিটির কারণে আজ অনুশীলন বাতিল। কাল বাইরে অনেকে কফিং সমস্যায় ভুগেছে। একটা ঝুঁকি তো আছেই যেন শরীর খারাপ না হয়। কাল ভালো হলে তো ভালো, না হলে এটার সঙ্গে মানিয়ে নিতে হবে। কাল ট্রেনিং করতেই হবে। তবে চাই সবাই ফিট থাক।’
এক ম্যাচ হাতে রেখেই মেয়েদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জিতল শেলটেক ক্রিকেট একাডেমি। আজ খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে ৪ উইকেটে জয়ে ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল।
১০ মিনিট আগেআইসিসি ইভেন্টের ফাইনালে নিউজিল্যান্ড মানেই যেন ভারতের বিভীষিকা। ২০০০ চ্যাম্পিয়নস ট্রফি, ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল—নিউজিল্যান্ডের দুটি শিরোপাই এসেছে ভারতকে কাঁদিয়ে। দুবাইয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে রোহিত শর্মার ভারত নেমেছে পুরোনো হারের বদলা নিতে।
৩১ মিনিট আগেদেশের চারটি ক্রীড়া স্থাপনার নামে বদল এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ধানমন্ডিতে অবস্থিত সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত হওয়া ৬ বছরের শিশু রিয়া গোপের নামে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে আজ এই স্থাপনার নতুন নাম
৩৪ মিনিট আগেঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ হয়েছে সেঞ্চুরির বন্যা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নাঈম শেখ বিস্ফোরক সেঞ্চুরি করেছেন। তাঁর সেঞ্চুরিতে দেশের ক্রিকেটে হয়েছে বিরল এক রেকর্ড। নাঈমের পাশাপাশি সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল ও মোহাম্মদ আল আমিন জুনিয়রও।
২ ঘণ্টা আগে