Ajker Patrika

সেরা দশে বোলার সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সেরা দশে বোলার সাকিব

আইসিসি বোলিং র‍্যাঙ্কিংয়ে সেরা দশে উঠে এসেছেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে ওয়ানডে র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সেই তালিকায় বোলিং র‍্যাঙ্কিংয়ে নয় ধাপ এগিয়ে আট নম্বরে উঠে এসেছেন সাকিব। ব্যাটিংয়েও এগিয়েছেন তিন ধাপে।

জিম্বাবুয়ে সিরিজটা এবার সাকিবের কাছে ধরা দিয়েছে নিজেকে ফিরে পাওয়ার সিরিজ হিসেবে। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলে ব্যাটিংয়ে ছন্দে ফিরেছেন বাঁহাতি অলরাউন্ডার। বোলিংয়ে অবশ্য ধারাবাহিক ভালো করে আসছেন। জিম্বাবুয়ের বিপক্ষে কাল শেষ হওয়া ওয়ানডে সিরিজে ম্যাচে ৫ উইকেটসহ পেয়েছেন ৮ উইকেট। সেটির পুরস্কার হিসেবে র‍্যাঙ্কিংয়ে একটা বড় লাফ দিয়েছেন সাকিব। ব্যাটিংয়ে তিন ধাপ এগিয়ে ২৮ নম্বরে আছেন বাঁহাতি অলরাউন্ডার।

ব্যাটসম্যানদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে কাল সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করা তামিম ইকবালেরও। দারুণ এক ইনিংসে এক ধাপ এগিয়ে বাঁহাতি ওপেনার আছেন তালিকার ২৩ নম্বরে।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছেন মুশফিকুর রহিম—১৪তম। মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ৪১ নম্বরে, লিটন দাস ৪৫ আর ওয়ানডে সিরিজ না খেলা সৌম্য সরকার আছেন ৫৬ নম্বরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত