Ajker Patrika

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি হঠাৎ পরিবর্তন

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১০: ২০
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি বদলে গেছে। ছবি: ক্রিকইনফো
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি বদলে গেছে। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করা হয়েছিল এশিয়া কাপের সময়ই। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান সিরিজ শেষে দেশে ফিরেই বাংলাদেশ আতিথেয়তা দেবে ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু হঠাৎ করেই বদলে গেল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আগের সূচি অনুযায়ী মিরপুর ও চট্টগ্রামে হবে। তবে সিরিজের ছয় ম্যাচের মধ্যে তিনটার তারিখ বদলে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সঙ্গে আলোচনা করে সূচিতে হালকা পরিবর্তন আনা হয়েছে। আগের সূচি অনুযায়ী ১৮, ২০ ও ২৩ অক্টোবর হওয়ার কথা ছিল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিন ওয়ানডে। কিন্তু নতুন সূচিতে বদলে গেছে দ্বিতীয় ওয়ানডের তারিখ। ২০ অক্টোবরের পরিবর্তে ম্যাচটি হবে ২১ অক্টোবর। মিরপুর শেরেবাংলায় তিনটি ওয়ানডেই বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে।

টি-টোয়েন্টি সিরিজ আগের সূচি অনুযায়ী ২৬, ২৮ ও ৩১ অক্টোবর হওয়ার কথা ছিল। কিন্তু নতুন সূচি অনুযায়ী প্রথম দুই টি-টোয়েন্টির তারিখ বদলে গেছে।

পরিবর্তিত সূচি অনুযায়ী ২৭ ও ২৯ অক্টোবর হবে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টিই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে। ১৫ অক্টোবর ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ শেষে ২৪ অক্টোবর রওনা দেবে চট্টগ্রামের উদ্দেশ্যে। সবশেষ ২০২১ সালে বাংলাদেশ সফর করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেবার ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। আর টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল ক্যারিবীয়রা।

শারজায় গত পরশু শেষ হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মরুর বুকে আফগানদের ধবলধোলাই করেছে জাকের আলী অনিকের নেতৃত্বাধীন বাংলাদেশ। ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগামীকাল শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১১ ও ১৪ অক্টোবর আবুধাবিতেই হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের সূচি

প্রথম ওয়ানডে ১৮ অক্টোবর

দ্বিতীয় ওয়ানডে ২১ অক্টোবর

তৃতীয় ওয়ানডে ২৩ অক্টোবর

*সব ম্যাচ মিরপুরে বাংলাদেশ সময় বেলা ১টা ৩০ মিনিটে শুরু হবে

টি-টোয়েন্টি সিরিজের সূচি

প্রথম টি-টোয়েন্টি ২৭ অক্টোবর

দ্বিতীয় টি-টোয়েন্টি ২৯ অক্টোবর

তৃতীয় টি-টোয়েন্টি ৩১ অক্টোবর

* সব ম্যাচ চট্টগ্রামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির সিদ্ধান্ত দুঃখজনক: আলী রীয়াজ

রাশিয়ার তেল কেনা বন্ধ করবে ভারত—ট্রাম্পের দাবির জবাবে যা বলল নয়াদিল্লি

মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ

ভাইকে ১১১ কোটি টাকার বাংলো তাহলে এ কারণেই দিয়েছেন কোহলি

চট্টগ্রামে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৩ ইউনিট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত