Ajker Patrika

এক হারেই টেবিলের নিচের দিকে বাংলাদেশ

এক হারেই টেবিলের নিচের দিকে বাংলাদেশ

পাকিস্তানকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দুই ধাপ এগিয়ে ৪ নম্বরে উঠেছিল বাংলাদেশ দল। চলতি সিরিজে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে হেরে আবার তারা নেমে গেছে দুই ধাপ।

আইসিসির সর্বশেষ হালনাগাদে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান এখন ছয় নম্বরে। চেন্নাই টেস্টের আগে থেকেই টেবিলের শীর্ষে ছিল ভারত। বাংলাদেশকে হারিয়ে নিজেদের অবস্থান আরও সমৃদ্ধ করল তারা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রে শীর্ষে থাকা ভারতের পয়েন্ট ৭১.৬৭। ৬২.৫০ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে অস্ট্রেলিয়া। আজ গলে নিউজিল্যান্ডকে ৬৩ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। দুর্দান্ত জয়ে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে লঙ্কানরা। তাদের পয়েন্ট ৫০.০০।

টেবিলের চার ও পাঁচ নম্বরে থাকা নিউজিল্যান্ডের ৪২.৮৬ পয়েন্ট এবং ইংল্যান্ডের পয়েন্ট ৪২.১৯। ৩৯.২৯ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে আছে বাংলাদেশের। সাত নম্বরে দক্ষিণ আফ্রিকা, আটে আছে পাকিস্তান, টেবিলের নয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত