ক্রীড়া ডেস্ক
ইসরায়েলের বর্বরোচিত হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা শহর। প্রতি মুহূর্তেই দীর্ঘ হচ্ছে লাশের সারি। অসহায় ফিলিস্তিনিদের জন্য প্রাণ কাঁদছে বিশ্ববাসীর। এবারের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকেও আর্থিক অনুদানের ব্যবস্থা করা হচ্ছে।
টি-টোয়েন্টির মারদাঙ্গা ক্রিকেটের দুনিয়ায় পিএসএলেও চলছে রানের বন্যা। চার-ছক্কার বন্যায় পিএসএলের ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানস অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে তহবিল করেছে। মুলতানের প্রতিটি ছক্কা ও উইকেটে তহবিলে এক লাখ পাকিস্তানি রুপি করে যোগ হবে। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল করাচি কিংস-মুলতান সুলতানস ম্যাচে এরই মধ্যে ১৫ লাখ রুপি যোগ হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা সাড়ে ৬ লাখ টাকা।
ফিলিস্তিনিদের জন্য কাজ করা কল্যাণ তহবিলে এবারের পিএসএলে মুলতানের টাকাগুলো যোগ হবে। মুলতান সুলতানসের মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় বলেন, ‘এবারের পিএসএলের মাধ্যমে ফিলিস্তিনকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমাদের ব্যাটারদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে যোগ হবে। বোলারদের প্রত্যেক উইকেটেও এক লাখ রুপি করে যোগ হবে। শিশুদের জন্য এই অর্থটা দেওয়া হবে।’
ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল করাচি কিংস-মুলতান ম্যাচে বয়েছে রানের বন্যা। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া মুলতান ২০ ওভার ৩ উইকেটে করেছে ২৩৪ রান। তাদের ইনিংসে হয়েছে ৯ ছক্কা ও ২৩ চার। মুলতান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৬৩ বলে ৯ চার ও ৫ ছক্কায় ১০৫ রানের ইনিংস খেলে অপরাজিত থেকেছেন। জয়ের লক্ষ্যে নেমে ১৯.২ ওভারে ৬ উইকেটে করেছে ২৩৬ রান। ৪ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন জেমস ভিন্স। ৪৩ বলে ১৪ চার ও ৪ ছক্কায় করেছেন ১০১ রান।
করাচি কিংসের বিপক্ষে ম্যাচের পর মুলতান সুলতানস নিজেদেঅফিশিয়াল এক্স হ্যান্ডলে তহবিলের অর্থ নিয়ে একটি পোস্ট দিয়েছে। মুলতান লিখেছে, ‘আমরা প্রতিশ্রুতি পূরণ করছি। সুলতানের ব্যাটারদের প্রত্যেক ছক্কা ও উইকেটে ১ লাখ রুপি করে জোগাড় হয়েছে।’
ইসরায়েলের বর্বরোচিত হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা শহর। প্রতি মুহূর্তেই দীর্ঘ হচ্ছে লাশের সারি। অসহায় ফিলিস্তিনিদের জন্য প্রাণ কাঁদছে বিশ্ববাসীর। এবারের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকেও আর্থিক অনুদানের ব্যবস্থা করা হচ্ছে।
টি-টোয়েন্টির মারদাঙ্গা ক্রিকেটের দুনিয়ায় পিএসএলেও চলছে রানের বন্যা। চার-ছক্কার বন্যায় পিএসএলের ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানস অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে তহবিল করেছে। মুলতানের প্রতিটি ছক্কা ও উইকেটে তহবিলে এক লাখ পাকিস্তানি রুপি করে যোগ হবে। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল করাচি কিংস-মুলতান সুলতানস ম্যাচে এরই মধ্যে ১৫ লাখ রুপি যোগ হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা সাড়ে ৬ লাখ টাকা।
ফিলিস্তিনিদের জন্য কাজ করা কল্যাণ তহবিলে এবারের পিএসএলে মুলতানের টাকাগুলো যোগ হবে। মুলতান সুলতানসের মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় বলেন, ‘এবারের পিএসএলের মাধ্যমে ফিলিস্তিনকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমাদের ব্যাটারদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে যোগ হবে। বোলারদের প্রত্যেক উইকেটেও এক লাখ রুপি করে যোগ হবে। শিশুদের জন্য এই অর্থটা দেওয়া হবে।’
ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল করাচি কিংস-মুলতান ম্যাচে বয়েছে রানের বন্যা। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া মুলতান ২০ ওভার ৩ উইকেটে করেছে ২৩৪ রান। তাদের ইনিংসে হয়েছে ৯ ছক্কা ও ২৩ চার। মুলতান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৬৩ বলে ৯ চার ও ৫ ছক্কায় ১০৫ রানের ইনিংস খেলে অপরাজিত থেকেছেন। জয়ের লক্ষ্যে নেমে ১৯.২ ওভারে ৬ উইকেটে করেছে ২৩৬ রান। ৪ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন জেমস ভিন্স। ৪৩ বলে ১৪ চার ও ৪ ছক্কায় করেছেন ১০১ রান।
করাচি কিংসের বিপক্ষে ম্যাচের পর মুলতান সুলতানস নিজেদেঅফিশিয়াল এক্স হ্যান্ডলে তহবিলের অর্থ নিয়ে একটি পোস্ট দিয়েছে। মুলতান লিখেছে, ‘আমরা প্রতিশ্রুতি পূরণ করছি। সুলতানের ব্যাটারদের প্রত্যেক ছক্কা ও উইকেটে ১ লাখ রুপি করে জোগাড় হয়েছে।’
জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৩ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৩ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
৫ ঘণ্টা আগেসেন্ট কিটসে গত বছর ডিসেম্বরে ‘একটি’ পয়েন্টের আক্ষেপে পুড়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জিতলেই উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ উঠে যেত পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। এক পয়েন্ট পেলেই ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে যেত তাদের। সিরিজের
৬ ঘণ্টা আগে