Ajker Patrika

বৃষ্টি অস্বস্তি বাড়াল বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৃষ্টি অস্বস্তি বাড়াল বাংলাদেশের

মিরপুরে ভারতের ইনিংসের ৩৮ ওভারের পর নেমেছে বৃষ্টি। এই পর্যন্ত ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করেছে ভারতের মেয়েরা। জিততে তাদের দরকার ১২ ওভারে আরও ৫৩ রান। হারলিন দেওল ৬৭ ও জেমিমাহ রদ্রিগেজ ৯ রানে অপরাজিত রয়েছেন।

৩৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ১৫১ রান। তবে রান রেটে এগিয়ে থেকে ভারত আছে সুবিধাজনক অবস্থানে। ডিএল পদ্ধতিতে ২২ রানে এগিয়ে আছে তারা। যদি আজ আর খেলা না হয়, তবে ম্যাচ ভারতই জিতবে।

সিরিজ নির্ধারণী ম্যাচে ফারজানা হক পিংকির সেঞ্চুরিতে বাংলাদেশও পেয়েছিল ২২৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। বোলিংয়ের শুরুটাও হয়েছিল দারুণ। ইনিংসের দ্বিতীয় ওভারেই শেফালি ভার্মাকে ৪ রানে ফেরান মারুফা আক্তার। স্লটের ডেলিভারে শেফালি সোজা খেলতে গিয়ে মারুফার হাতেই ক্যাচ দেন। ডেলিভারির পর রানিং অবস্থায় প্রথম চেষ্টায় হাতে বল রাখতে পারেননি মারুফা। বল ফসকে গেলে আবারও ড্রাইভ দিয়ে বল হাতে জমা করেন এই পেসার।

শেফালি আউট হওয়ার আগেই যেন বড় ভুলটা করেছে বাংলাদেশ। যার খেসারতও দিতে হচ্ছে বেশ। মারুফার প্রথম বলেই স্মৃতি মান্ধানার ব্যাট ছুঁয়ে উইকেটকিপার নিগার সুলতানা জ্যোতির গ্লাভসে যায় বল, কিন্তু জ্যোতি ড্রাইভ দিয়ে বলটা গ্লাভসে ধরে রাখতে পারেননি। পরে হারলিনকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ১০৭ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান মান্ধানা।

২৯ ওভারে ফাহিমা খাতুনের শিকার হওয়ার আগে ৮৫ বলে ৫৯ রানের ইনিংস খেলে গেছেন মান্ধানা। বাংলাদেশের বিপক্ষে বারবারই ভালো ইনিংস পাচ্ছিলেন না এই ওপেনার। আজ তুলে নিলেন প্রথম ফিফটি। এর আগে ইয়াস্তিকা ভাটিকা ৫ এবং পরে হরমনপ্রিত কৌর ফিরেছেন ১৪ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত