Ajker Patrika

ইংল্যান্ডে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১০: ৪৫
ইংল্যান্ডে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

কাল শুরু হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর মধ্যেই দুই দলের আরও একটি ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা হয়েছে। ২০২০ সালে করোনার কারণে বাংলাদেশ-আয়ারল্যান্ডের একটি সিরিজ সমঝোতার ভিত্তিতে স্থগিত করেছিল দুই দেশের ক্রিকেট বোর্ড।

সেবার আয়ারল্যান্ডে সফরে যাওয়ার কথা ছিল তামিম ইকবালদের। ওয়ানডে সুপার লিগের ৩ ওয়ানডের সেই অ্যাওয়ে সিরিজ খেলতেই চলতি বছর মে মাসে উড়াল দেবে বাংলাদেশ। তবে নিজেদের মাঠে আয়োজন না করে বাংলাদেশকে আইরিশরা আতিথেয়তা দেবে ইংল্যান্ডের চেমসফোর্ডে।

যদিও চেমসফোর্ড এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের হোম ভেন্যু। এসেক্স ও ক্রিকেট আয়ারল্যান্ড যৌথভাবে কাজ করছে এ সিরিজ আয়োজনে।

৯ মে চেমসফোর্ডে স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে শুরু হবে প্রথম ওয়ানডে। ১২ মে একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে হবে দিবারাত্রির। ম্যাচটি শুরু হবে দুপুর ২টা থেকে। ১৪ মে শেষ ম্যাচটি আবার হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে কেমব্রিজে ৭ মে একটি ওয়ার্মআপ ম্যাচও খেলবে বাংলাদেশ দল। ওয়ার্মআপ ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত