নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্ট খেলছেন, তা-ও দক্ষিণ আফ্রিকায়। কিন্তু তাঁর ব্যাটিং দেখে সেটা বোঝার উপায় কোথায়? এক প্রান্তে উইকেট পড়ছে আর মাহমুদুল হাসান জয় দ্বিগুণ মনোবলে দক্ষিণ আফ্রিকান বোলারদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিতে ধৈর্যের পুরস্কারও পেয়ে গেছেন তিনি।
২৭৫ বলের ইনিংসে জয়কে টলাতে পারেননি প্রোটিয়া বোলাররা। প্রথম ফিফটি স্পর্শ করেন ১৭০ বলে। আগের দিন বাংলাদেশের ব্যাটারদের আতঙ্ক বনে যাওয়া অফ স্পিনার সাইমন হারমারকে দারুণ এক স্ট্রেইট ড্রাইভে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি পূর্ণ করেন। সেঞ্চুরির পথে দ্বিতীয় ফিফটি অবশ্য বেশ দ্রুতই করেছেন, ৯৯ বলে।
সেঞ্চুরির আগেই জয় অবশ্য দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসে ছাড়িয়ে যান মুমিনুল হককে। ২০১৭ সালে সর্বশেষ সফরে পচেফস্ট্রুমে ৭৭ রানের ইনিংস খেলেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরি করলেন জয়।
গত ডিসেম্বরে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক জয়ের। দুঃস্বপ্নের অভিষেকটা চাইলে ভুলে যেতে চাইবেন তিনি। শূন্য রানেই আউট হয়েছিলেন, পরের ইনিংসেও ৬ রানের বেশি করতে পারেননি। তবে মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে প্রথম ইনিংসে ৭৮ রানের পরিণত ইনিংস খেলেন জয়। চোটে পড়ে ক্রাইস্টচার্চ টেস্ট খেলতে না পারলেও মাউন্ট মঙ্গানুইয়ে যেখান থেকে শেষ করেছিলেন ডারবানে শুরুটা সেখান থেকে।
জয়ের ব্যাটেই ডারবানে এখনো টিকে আছে বাংলাদেশ। শুরুটা সাদমান ইসলামের সঙ্গে ২৫ রানের ওপেনিং জুটি দিয়ে। সর্বোচ্চ জুটি ষষ্ঠ উইকেটে লিটনের সঙ্গে ৮২ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৩৫ রান করেছে বাংলাদেশ।
ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্ট খেলছেন, তা-ও দক্ষিণ আফ্রিকায়। কিন্তু তাঁর ব্যাটিং দেখে সেটা বোঝার উপায় কোথায়? এক প্রান্তে উইকেট পড়ছে আর মাহমুদুল হাসান জয় দ্বিগুণ মনোবলে দক্ষিণ আফ্রিকান বোলারদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিতে ধৈর্যের পুরস্কারও পেয়ে গেছেন তিনি।
২৭৫ বলের ইনিংসে জয়কে টলাতে পারেননি প্রোটিয়া বোলাররা। প্রথম ফিফটি স্পর্শ করেন ১৭০ বলে। আগের দিন বাংলাদেশের ব্যাটারদের আতঙ্ক বনে যাওয়া অফ স্পিনার সাইমন হারমারকে দারুণ এক স্ট্রেইট ড্রাইভে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি পূর্ণ করেন। সেঞ্চুরির পথে দ্বিতীয় ফিফটি অবশ্য বেশ দ্রুতই করেছেন, ৯৯ বলে।
সেঞ্চুরির আগেই জয় অবশ্য দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসে ছাড়িয়ে যান মুমিনুল হককে। ২০১৭ সালে সর্বশেষ সফরে পচেফস্ট্রুমে ৭৭ রানের ইনিংস খেলেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরি করলেন জয়।
গত ডিসেম্বরে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক জয়ের। দুঃস্বপ্নের অভিষেকটা চাইলে ভুলে যেতে চাইবেন তিনি। শূন্য রানেই আউট হয়েছিলেন, পরের ইনিংসেও ৬ রানের বেশি করতে পারেননি। তবে মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে প্রথম ইনিংসে ৭৮ রানের পরিণত ইনিংস খেলেন জয়। চোটে পড়ে ক্রাইস্টচার্চ টেস্ট খেলতে না পারলেও মাউন্ট মঙ্গানুইয়ে যেখান থেকে শেষ করেছিলেন ডারবানে শুরুটা সেখান থেকে।
জয়ের ব্যাটেই ডারবানে এখনো টিকে আছে বাংলাদেশ। শুরুটা সাদমান ইসলামের সঙ্গে ২৫ রানের ওপেনিং জুটি দিয়ে। সর্বোচ্চ জুটি ষষ্ঠ উইকেটে লিটনের সঙ্গে ৮২ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৩৫ রান করেছে বাংলাদেশ।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে আবারও আলোচনায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। আগামী বৃহস্পতিবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে হওয়ার কথা এসিসির বার্ষিক সাধারণ সভা। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজনৈতিক-কূটনৈতিক কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং এসিসির আরও কিছু সদস্য বোর্ড...
১০ ঘণ্টা আগেনারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ফিরতি দেখায় অবশ্য তা ছাপিয়ে যেতে পারেনি। তবে ব্যবধানটা বড়ই থেকেছে। পিটার বাটলারের দল মাঠ ছেড়েছে ৫-০ গোলে জয়ের তৃপ্তি নিয়ে। এই জয়ে শিরোপার আরও কাছে চলে গেল বাংলাদেশ। সোমবার শেষ ম্যাচে নেপালের বিপক্ষে...
১১ ঘণ্টা আগেকোচ পিটার বাটলার থাকতে চাইছেন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে। তাই আজ শ্রীলঙ্কার বিপক্ষেও পূর্ণশক্তির একাদশ সাজাননি তিনি। প্রথমার্ধে বরাবরের মতো ঠিকই মিলেছে গোলের দেখা। বসুন্ধরা অনুশীলন মাঠে বাংলাদেশ বিরতিতে গেছে ২-০ গোলে এগিয়ে থেকে।
১২ ঘণ্টা আগেমিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কাল সন্ধ্যায়। প্রতি সিরিজ-টুর্নামেন্টে দর্শকদের জন্য বিশেষ নির্দেশাবলি থাকে আয়োজকদের। তবে এবার যেন দর্শকদের নিয়মকানুন নিয়ে একটু বেশিই গুরুত্ব দিচ্ছে বিসিবি। দর্শকদের জন্য নিয়ম যথেষ্ট কড়া করেছে। স্টেডিয়ামে দর্শক
১২ ঘণ্টা আগে