নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই ঐতিহাসিক ম্যাচটি সরাসরি সম্প্রচার করেছিল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল—বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। তারপর অনেক বছর ধরে দেশের মাঠে হওয়া প্রতিটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচই দেখা যেত বিটিভির পর্দায়। তবে স্যাটেলাইট যুগের আবির্ভাবে ধীরে ধীরে সেই দৃশ্যপট বদলাতে থাকে।
টি স্পোর্টস, গাজী টিভি, মাছরাঙা, নাগরিক টিভির মতো বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলো পরে সম্প্রচারের দায়িত্ব নেয়। কিন্তু এবার ভিন্ন এক প্রেক্ষাপটে আবারও বাংলাদেশের ঘরের মাঠের একটি আন্তর্জাতিক সিরিজ সরাসরি সম্প্রচারে ফিরছে বিটিভি। বিটিভি নিশ্চিত করেছে, বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার আসন্ন দুই টেস্টের সিরিজ সরাসরি সম্প্রচার করবে তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ধারিত প্রোডাকশন স্যাটেলাইট ফিড গ্রহণের মাধ্যমে এই সম্প্রচার হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিটিভি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিবি কর্তৃক নির্ধারিত স্যাটেলাইট ফিড গ্রহণের মাধ্যমে বিটিভি প্রতিদিনের খেলা সরাসরি সম্প্রচার করবে। সরাসরি সম্প্রচারের সমন্বয়কারীর দায়িত্বে থাকবেন ঢাকা কেন্দ্রের নিয়ন্ত্রক প্রকৌশলী আরিফুল হাসান।
বিসিবি অনেক চেষ্টা করেও এই সিরিজটির জন্য কোনো সম্প্রচার স্বত্ব পার্টনার খুঁজে পায়নি। ১৯ মার্চ একটি ওপেন টেন্ডারের মাধ্যমে ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ (ইওআই) ও আর্থিক প্রস্তাব আহ্বান করলেও ৭ এপ্রিল পর্যন্ত কোনো বিড জমা পড়েনি। সময় কম থাকায় এবং অন্য কোনো বিকল্প না থাকায়, বিসিবি শেষ পর্যন্ত দেশজুড়ে ক্রিকেটপ্রেমীদের কাছে খেলা পৌঁছে দিতে ভরসা রেখেছে রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম বিটিভির ওপর।
বিসিবির এক দায়িত্বশীল সূত্র জানায়, সিরিজটির বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে সংশয় থাকার কারণেই সম্প্রচার প্রতিষ্ঠানগুলো আগ্রহ দেখায়নি। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ঘরের মাঠের সিরিজগুলো টি স্পোর্টস ও গাজী টিভিতে দেখা যেত, যা সম্প্রচার করত মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়াম। তবে গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। সিলেটে শুরু হতে যাওয়া প্রথম টেস্টটি মাঠে গড়াবে ২০ এপ্রিল, আর ২৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই ঐতিহাসিক ম্যাচটি সরাসরি সম্প্রচার করেছিল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল—বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। তারপর অনেক বছর ধরে দেশের মাঠে হওয়া প্রতিটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচই দেখা যেত বিটিভির পর্দায়। তবে স্যাটেলাইট যুগের আবির্ভাবে ধীরে ধীরে সেই দৃশ্যপট বদলাতে থাকে।
টি স্পোর্টস, গাজী টিভি, মাছরাঙা, নাগরিক টিভির মতো বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলো পরে সম্প্রচারের দায়িত্ব নেয়। কিন্তু এবার ভিন্ন এক প্রেক্ষাপটে আবারও বাংলাদেশের ঘরের মাঠের একটি আন্তর্জাতিক সিরিজ সরাসরি সম্প্রচারে ফিরছে বিটিভি। বিটিভি নিশ্চিত করেছে, বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার আসন্ন দুই টেস্টের সিরিজ সরাসরি সম্প্রচার করবে তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ধারিত প্রোডাকশন স্যাটেলাইট ফিড গ্রহণের মাধ্যমে এই সম্প্রচার হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিটিভি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিবি কর্তৃক নির্ধারিত স্যাটেলাইট ফিড গ্রহণের মাধ্যমে বিটিভি প্রতিদিনের খেলা সরাসরি সম্প্রচার করবে। সরাসরি সম্প্রচারের সমন্বয়কারীর দায়িত্বে থাকবেন ঢাকা কেন্দ্রের নিয়ন্ত্রক প্রকৌশলী আরিফুল হাসান।
বিসিবি অনেক চেষ্টা করেও এই সিরিজটির জন্য কোনো সম্প্রচার স্বত্ব পার্টনার খুঁজে পায়নি। ১৯ মার্চ একটি ওপেন টেন্ডারের মাধ্যমে ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ (ইওআই) ও আর্থিক প্রস্তাব আহ্বান করলেও ৭ এপ্রিল পর্যন্ত কোনো বিড জমা পড়েনি। সময় কম থাকায় এবং অন্য কোনো বিকল্প না থাকায়, বিসিবি শেষ পর্যন্ত দেশজুড়ে ক্রিকেটপ্রেমীদের কাছে খেলা পৌঁছে দিতে ভরসা রেখেছে রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম বিটিভির ওপর।
বিসিবির এক দায়িত্বশীল সূত্র জানায়, সিরিজটির বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে সংশয় থাকার কারণেই সম্প্রচার প্রতিষ্ঠানগুলো আগ্রহ দেখায়নি। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ঘরের মাঠের সিরিজগুলো টি স্পোর্টস ও গাজী টিভিতে দেখা যেত, যা সম্প্রচার করত মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়াম। তবে গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। সিলেটে শুরু হতে যাওয়া প্রথম টেস্টটি মাঠে গড়াবে ২০ এপ্রিল, আর ২৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে।
খেলাধুলা তাঁর অস্থিমজ্জায়। বাবা একসময় ফুটবলার ছিলেন, এখন ফুটবল সংগঠক। ছোট বোন আফঈদা খন্দকার বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। বাবা ও ছোট বোনকে দেখে ফুটবলার হওয়ার স্বপ্নই দেখেছিলেন আফরা খন্দকার। স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যায় দ্রুতই। তবে সেই আক্ষেপ পেছনে ফেলে আফরা এখন আলো ছড়াচ্ছেন বক্সিংয়ের রিং।
৫ মিনিট আগেটেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ভক্ত-সমর্থকেরা আশা করেছিলেন, ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতে হয়তো দারুণ কিছু মুহূর্ত উপহার দেবে দলটি। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে এবার পুরো সিরিজেই ধোলাই খেয়ে গেল উইন্ডিজ।
২৩ মিনিট আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে পাঁচটি স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। আগ্রহী পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে চারটিই বিদেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়ে কত অস্বস্তিকর বিষয় যে আসছে আমিনুল ইসলাম বুলবুলের সামনে! এই যেমন এক তরুণ ক্রিকেটারের পোশাকের রুচি নিয়ে প্রশ্ন উঠছে। কাল এক সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধে তো বন্ধুদের মারধরের অভিযোগ পর্যন্ত এসেছে।
১ ঘণ্টা আগে