ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও উইকেটে থিতু হতে পারেননি তামিম ইকবাল ও লিটন দাস। ৫১ রানে দুই ওপেনারকে হারিয়ে প্রথমে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। সেই ধাক্কা কাটিয়ে ওঠার পর অল্প সময়ের ব্যবধানে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের উইকেট হারিয়ে ফের চাপে পড়েছে বাংলাদেশ।
৫১ রানে ২ উইকেট পড়ার পর উইকেটে আসেন মুশফিক। তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৬২ বলে ৪৪ রানের জুটি গড়েন মুশফিক। ২০তম ওভারের চতুর্থ বলে আদিল রশিদকে সুইপ করতে গিয়ে মিড উইকেটে মার্ক উডের তালুবন্দী হন মুশফিক। ৩৪ বলে ১৭ রান করেন বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার। এরপর মঈন আলিকে সুইপ করতে গিয়ে বোল্ড হন সাকিব। ৮ রান করেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। তাতে স্বাগতিকদের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১০৬ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৬ ওভারে ৪ উইকেটে ১১৯ রান। নাজমুল হোসেন শান্ত ৪৪ ও মাহমুদুল্লাহ রিয়াদ ১০ রানে ব্যাটিং করছেন।
১৫ বলে ৭ রান করে ড্রেসিং রুমে ফিরেছেন লিটন। ক্রিস ওকসকে গুড লেন্থের ডেলিভারি লিটনের প্যাড ছুঁয়ে বাটলারের কাছে যায়। ওকস-বাটলারদের আবেদনের সাড়া দিয়ে আউটের সংকেত তথা আঙুল তোলেন আম্পায়ার। রিভিউ নিয়েও রক্ষা পাননি এই ওপেনার।
দারুণ শুরুর ইঙ্গিত দিয়ে ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার তামিমও। দলের ৫১ রানের মাথায় আউট হন বাংলাদেশ অধিনায়ক। বোলিংয়ে এসেই তামিমকে বোল্ড করেন মার্ক উড। ইংলিশ পেসারের দ্রুতগতির বল তামিমের ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে অফ-স্ট্যাম্পে আঘাত হানে। ৩২ বলে ২৩ রান আসে তাঁর ব্যাট থেকে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও উইকেটে থিতু হতে পারেননি তামিম ইকবাল ও লিটন দাস। ৫১ রানে দুই ওপেনারকে হারিয়ে প্রথমে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। সেই ধাক্কা কাটিয়ে ওঠার পর অল্প সময়ের ব্যবধানে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের উইকেট হারিয়ে ফের চাপে পড়েছে বাংলাদেশ।
৫১ রানে ২ উইকেট পড়ার পর উইকেটে আসেন মুশফিক। তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৬২ বলে ৪৪ রানের জুটি গড়েন মুশফিক। ২০তম ওভারের চতুর্থ বলে আদিল রশিদকে সুইপ করতে গিয়ে মিড উইকেটে মার্ক উডের তালুবন্দী হন মুশফিক। ৩৪ বলে ১৭ রান করেন বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার। এরপর মঈন আলিকে সুইপ করতে গিয়ে বোল্ড হন সাকিব। ৮ রান করেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। তাতে স্বাগতিকদের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১০৬ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৬ ওভারে ৪ উইকেটে ১১৯ রান। নাজমুল হোসেন শান্ত ৪৪ ও মাহমুদুল্লাহ রিয়াদ ১০ রানে ব্যাটিং করছেন।
১৫ বলে ৭ রান করে ড্রেসিং রুমে ফিরেছেন লিটন। ক্রিস ওকসকে গুড লেন্থের ডেলিভারি লিটনের প্যাড ছুঁয়ে বাটলারের কাছে যায়। ওকস-বাটলারদের আবেদনের সাড়া দিয়ে আউটের সংকেত তথা আঙুল তোলেন আম্পায়ার। রিভিউ নিয়েও রক্ষা পাননি এই ওপেনার।
দারুণ শুরুর ইঙ্গিত দিয়ে ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার তামিমও। দলের ৫১ রানের মাথায় আউট হন বাংলাদেশ অধিনায়ক। বোলিংয়ে এসেই তামিমকে বোল্ড করেন মার্ক উড। ইংলিশ পেসারের দ্রুতগতির বল তামিমের ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে অফ-স্ট্যাম্পে আঘাত হানে। ৩২ বলে ২৩ রান আসে তাঁর ব্যাট থেকে।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে