Ajker Patrika

মুশফিক-সাকিবকে হারিয়ে চাপে বাংলাদেশ

আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৮: ১১
মুশফিক-সাকিবকে হারিয়ে চাপে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও উইকেটে থিতু হতে পারেননি তামিম ইকবাল ও লিটন দাস। ৫১ রানে দুই ওপেনারকে হারিয়ে প্রথমে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। সেই ধাক্কা কাটিয়ে ওঠার পর অল্প সময়ের ব্যবধানে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের উইকেট হারিয়ে ফের চাপে পড়েছে বাংলাদেশ। 

৫১ রানে ২ উইকেট পড়ার পর উইকেটে আসেন মুশফিক। তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৬২ বলে ৪৪ রানের জুটি গড়েন মুশফিক। ২০তম ওভারের চতুর্থ বলে আদিল রশিদকে সুইপ করতে গিয়ে মিড উইকেটে মার্ক উডের তালুবন্দী হন মুশফিক। ৩৪ বলে ১৭ রান করেন বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার। এরপর মঈন আলিকে সুইপ করতে গিয়ে বোল্ড হন সাকিব। ৮ রান করেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। তাতে স্বাগতিকদের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১০৬ রান। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৬ ওভারে ৪ উইকেটে ১১৯ রান। নাজমুল হোসেন শান্ত ৪৪ ও মাহমুদুল্লাহ রিয়াদ ১০ রানে ব্যাটিং করছেন। 

১৫ বলে ৭ রান করে ড্রেসিং রুমে ফিরেছেন লিটন। ক্রিস ওকসকে গুড লেন্থের ডেলিভারি লিটনের প্যাড ছুঁয়ে বাটলারের কাছে যায়। ওকস-বাটলারদের আবেদনের সাড়া দিয়ে আউটের সংকেত তথা আঙুল তোলেন আম্পায়ার। রিভিউ নিয়েও রক্ষা পাননি এই ওপেনার। 

দারুণ শুরুর ইঙ্গিত দিয়ে ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার তামিমও। দলের ৫১ রানের মাথায় আউট হন বাংলাদেশ অধিনায়ক। বোলিংয়ে এসেই তামিমকে বোল্ড করেন মার্ক উড। ইংলিশ পেসারের দ্রুতগতির বল তামিমের ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে অফ-স্ট্যাম্পে আঘাত হানে। ৩২ বলে ২৩ রান আসে তাঁর ব্যাট থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত