Ajker Patrika

বিশ্বকাপ দলে সৌম্য-শরিফুল, বাদ সাব্বির-সাইফউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বকাপ দলে সৌম্য-শরিফুল, বাদ সাব্বির-সাইফউদ্দিন

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পূর্বের ঘোষিত ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের জায়গায় রিজার্ভ থেকে মূল দলে অন্তর্ভুক্ত করা হয়েছে সৌম্য সরকার ও শরিফুল ইসলামকে। আজ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

‘মেকশিফট ওপেনার’ হিসেবে সাব্বিরকে চেষ্টা করলেও নিজেকে প্রমাণে ব্যর্থ হয়েছেন তিনি। চার ইনিংসে ৩৬ বল মোকাবিলায় করেন ৩১ রান। যার কারণে বিশ্বকাপে জায়গা হলো না তাঁর। অন্যদিকে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়েন সৌম্য। ফেরেন নিউজিল্যান্ডে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজ দিয়ে। এই সিরিজের দুই ম্যাচে একাদশে সুযোগ পেয়ে ২১ বল খেলে ২৭ রান করেছেন তিনি। বল হাতে এক ওভারে করে নিয়েছেন একটি উইকেট। শেষ পর্যন্ত তাঁর ওপর আস্থার রাখলেন নির্বাচকেরা।

চোটের কারণে এশিয়া কাপ খেলা হয়নি পেসার শরিফুল ইসলামের। ফেরার পর খেলা চার টি-টোয়েন্টিতে ৮.৪৫ ইকোনমি ও ২৬.২০ গড়ে পাঁচ উইকেট শিকার করেন তিনি। এশিয়া কাপ দিয়ে দলে ফেরা পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন ৫ ম্যাচ খেলে ১০.৮৭ ইকোনমি রেটে ৩ উইকেট নিতে পেরেছেন। তিন ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৬ বল মোকাবিলায় করেছেন ৪ রান। ফিল্ডিংয়েও ভুগতেও দেখা যায় তাঁকে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তিত স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ইয়াসির আলি চৌধুরী, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত