Ajker Patrika

আইসিসির মাসসেরা মনোনয়নে বাংলাদেশের নাহিদা

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১৪: ২৭
আইসিসির মাসসেরা মনোনয়নে বাংলাদেশের নাহিদা

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো সিরিজ জিতেছেন বাংলাদেশের মেয়েরা। দলকে এমন স্মরণীয় মুহূর্ত এনে দেওয়ার অন্যতম কারিগর নাহিদা আক্তার। ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজ-সেরা হয়েছেন বাঁহাতি স্পিনার। 

এবার আরও বড় পুরস্কারের হাতছানি থাকছে নাহিদার সামনে। অক্টোবর মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়নে জায়গা পেয়েছেন তিনি। তিনজনের তালিকায় তাঁর সঙ্গে বাকি দুজন হচ্ছেন হেইলি ম্যাথিউজ ও অ্যামেলিয়া কার। 

এর আগেও আইসিসির মাসসেরা মনোনয়নে জায়গা পেয়েছিলেন নাহিদা। এবার পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে যা করেছেন, তাতে অনেকটা অনুমিতই ছিল সংক্ষিপ্ত তালিকায় তিনি থাকবেন। প্রথম ম্যাচেই ক্যারিয়ার-সেরা বোলিং করেছিলেন তিনি। তাঁর ৮ রানে ৫ উইকেট নেওয়া বোলিংয়ে ৮২ রানেই অলআউট হয়ে গিয়েছিল পাকিস্তান। পরের দুই ম্যাচে নেন আরও ৩ উইকেট। ৮ উইকেটের সঙ্গে সিরিজে ৯ রান করেন তিনি। 

নাহিদার মতো বাকি দুজন নিজ নিজ দেশের হয়ে সর্বশেষ সিরিজে সিরিজ-সেরা হয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩১০ রানের সঙ্গে ৫ উইকেট নিয়েছেন। সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ২ ম্যাচের ওয়ানডে সিরিজে করেছেন ৪৩ রান। অন্যদিকে নিউজিল্যান্ডের ব্যাটার অ্যামেলিয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৩৪ রানের সঙ্গে ২ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজ-সেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার

গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে, কমবে বাগেরহাটে, ইসির খসড়া চূড়ান্ত

বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমছে, সবুজসংকেত যুক্তরাষ্ট্রের

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

স্বামীর মৃত্যুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েও যাবজ্জীবন এড়াতে পারলেন না রসায়নের অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত