Ajker Patrika

‘মীরজাফর’ সুযোগ পেলেন কীভাবে, সাকিবের সাফল্য নিয়ে শিশির

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১১: ৫১
‘মীরজাফর’ সুযোগ পেলেন কীভাবে, সাকিবের সাফল্য নিয়ে শিশির

সাকিব আল হাসান মানেই যেন আলোচনা। মাঠের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সে তিনি অনেক প্রশংসাই পেয়ে থাকেন। তেমনি মাঠের বাইরের অনেক ঘটনাতেও তাঁকে নিয়ে হয় বেশ সমালোচনা। সেই সমালোচকদেরই যেন গতকাল ‘খোঁচা’ দিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশির। 

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) গতকাল সকালে তাদের ফেসবুক পেজে সেরা পাঁচ বোলারের এক তালিকা করেছে। এখনো খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সেরা পাঁচে আছেন সাকিব। আইসিসির পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পরে স্ট্যাটাস দিয়েছেন শিশির। সেখানে আকার-ইঙ্গিতে ভক্ত-সমর্থকদের সমালোচনার ‘জবাব’ যেন দিয়েছেন তিনি। যেখানে তামিম ইকবাল এবারের বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় অধিনায়ক সাকিবকে শুনতে হচ্ছে সমালোচনা। তাছাড়া চোটে পড়ায় সাকিব বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি। এরপর বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারকে নিয়ে বিদ্রূপ শুরু হয় সামাজিকমাধ্যমে। আইসিসির পোস্ট শেয়ার করে শিশির লিখেছেন, ‘হায় হায়। মীরজাফর এখানে সুযোগ পেলেন কীভাবে! এটা অবশ্যই নকল।’ 

বিশ্বকাপে এখন পর্যন্ত ৩৪ উইকেট নিয়েছেন সাকিব। তাতে এখনো খেলে যাওয়া ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। যার মধ্যে ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে নিয়েছেন ১১ উইকেট। যার মধ্যে আফগানিস্তানের বিপক্ষে নিয়েছেন ৫ উইকেট। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। ২০১১, ২০১৫-এই দুই বিশ্বকাপে ৮টি করে উইকেট নিয়েছেন সাকিব। আর ২০০৭ বিশ্বকাপে নিয়েছেন ৭ উইকেট। ৪৯ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন মিচেল স্টার্ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত