Ajker Patrika

এবার কোয়ার্টার ফাইনালেই বাংলাদেশের সামনে ভারত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১০: ২৩
এবার কোয়ার্টার ফাইনালেই বাংলাদেশের সামনে ভারত

৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখটা দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে স্বর্ণাক্ষরেই লেখা রয়েছে। এ দিনই যে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন শব্দ যুক্ত হয় বাংলাদেশের নামের পাশে। 

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্নায়ুক্ষয়ী ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে শিরোপা জেতে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ। 

বাংলার উনিশ না পেরোনো যুবারা এখন লড়ছে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বাজেভাবে হারলেও কানাডা ও সংযুক্ত আরব আমিরাতকে অনায়াসে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে রাকিবুল হাসানের দল। ওদিকে, তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে পা রেখেছে ভারতও। এবার আর ফাইনালে নয়, কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত। 

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশসেন্ট কিটসে গত রাতে আরব আমিরাতকে ডিএলএস পদ্ধতিতে (বৃষ্টি আইনে) ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। ‘এ’ গ্রুপ থেকে রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। অন্যদিকে ত্রিনিদাদে উগান্ডাকে ৩২৬ রানে উড়িয়ে দিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফলে শেষ আটে নিশ্চিত হয়েছে বাংলাদেশ-ভারত লড়াই। 
সব উত্তর মিলবে আগামী শনিবার। অ্যান্টিগার কলিজ ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। 

গত বছরের শেষ দিকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে এই ভারতের কাছেই হেরেছিল বাংলাদেশ। এবার গত বিশ্বকাপের ফাইনাল হারের বদলাও নিতে মুখিয়ে ভারতীয়রা। তবে রাকিবুল-নাবিলরাও চাইবেন ফের প্রতিবেশীদের স্বপ্ন ভেঙে বিশ্বকাপ ধরে রাখার অভিযানে আরেক ধাপ এগিয়ে যেতে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত