ক্রীড়া ডেস্ক
টানা ৫ ম্যাচ হেরে আইপিএলের পয়েন্ট তালিকায় সবার নিচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই মন খারাপ বিরাট কোহলির। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক দারুণ ব্যাটিং করলেও দলের ভাগ্যে পরিবর্তন করতে পারছেন না।
এমন কঠিন সময়েই আবার রিংকু সিং এসেছেন কোহলির কাছে এক আবদার নিয়ে। ভারতীয় কিংবদন্তির কাছে আরেকটি ব্যাট চেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার। কোহলির উপহার দেওয়া ব্যাট ভেঙে যাওয়ায় আজকে দুই দলের মুখোমুখি হওয়ার আগে এমনই আবদার নিয়ে এসেছেন তিনি।
কোহলি-রিংকুর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় এখন ব্যাপক ভাইরাল। দুজনের কথোপকথনের শুরুটা এভাবে করেন রিংকু, ‘স্পিনারের বিপক্ষে খেলার সময় ব্যাটটা (কোহলির উপহার দেওয়া ব্যাটা) ভেঙে গেছে। উত্তরে কোহলি বলেন, ‘আমার ব্যাট? স্পিনারের বিপক্ষে ভেঙেছ? কোথায় ভেঙেছে? রিংকুর উত্তর, ‘এই (ব্যাটের নিচের দিকটায়) জায়গায় ভেঙেছে।’ দেখার পর কোহলি জানতে চান, ‘এখন আমার কী করা উচিত? কলকাতার বাঁহাতি ব্যাটার বলেন, ‘কিছুই করতে হবে না। আমি শুধু তোমাকে তথ্যটা জানাতে এসেছি।’ রান মেশিন খ্যাত ব্যাটার প্রতি উত্তরে বলেন, ‘কোনো সমস্যা নাই। জানিয়ে ভালো করেছিস। তবে তথ্য জানার আমার কোনো প্রয়োজন ছিল না।’
আরেকটি ব্যাট চাওয়ার জন্যই এমন অভিনয় করছিলেন রিংকু। শুরুতে আকার-ইঙ্গিতে বলার চেষ্টা করা কলকাতার ফিনিশার শেষে সরাসরিই বলে দেন। বলার আগে অবশ্য আরেকটু গল্পটাকে সাজিয়ে নেন ২৬ বছর বয়সী ব্যাটার। কোহলির দুটি নতুন ব্যাট হাতে নিয়ে নক করতে থাকেন তিনি। এই দেখে কোহলি বলেন, ‘ব্যাটটা ভালো ছিল না।’ ৩৫ বছর বয়সী তারকার কথা শোনার পর রিংকু জানতে চান, ‘যে ব্যাটটা দিয়েছিলে?’ কোহলির পাল্টা প্রশ্ন, ‘কাকে পাঠিয়েছি?’ এরপর রিংকু নক করা দুটি ব্যাট কোহলিকে দিয়ে বলেন, ‘তুমি রেখে দাও।’
কোহলি এর পরেই দ্বিতীয়বার ব্যাট চাওয়ার প্রশ্নের উত্তর দেন, ‘তুমি আমার কাছ থেকে আগে একটা ব্যাট নিয়েছ। দ্বিতীয় ম্যাচে আবার একটা ব্যাট চাইছ। এটা দিয়েই আবার কিছুক্ষণ পর আমার বিপক্ষে লড়তে চাও।’ জাতীয় দলের সতীর্থের এমন মন্তব্য শোনার পর রিংকু প্রতিজ্ঞা করে বলেন, ‘তোমার সামনে প্রতিজ্ঞা করছি, এবার আর ব্যাট ভাঙবে না। ভাঙা ব্যাট কি দেখাতে পারি?’
গত ২৯ মার্চ বেঙ্গালুরু-কলকাতার ম্যাচ শেষে রিংকুকে ব্যাট উপহার দিয়েছিলেন কোহলি। সেদিন নিজেদের মাঠে ৭ উইকেটে হেরেছিলেন কোহলিরা। আজ দ্বিতীয়বারের দেখায় নিশ্চয়ই জয় নিয়ে মাঠ ছাড়তে চাইবেন তাঁরা। এতে প্রতিশোধ নেওয়ার সঙ্গে টুর্নামেন্টে টিকে যাওয়ার শেষ সম্ভাবনাটুকু থাকবে তাঁদের। ৭ ম্যাচে ২ পয়েন্টে তলানিতে বেঙ্গালুরু। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালস।
টানা ৫ ম্যাচ হেরে আইপিএলের পয়েন্ট তালিকায় সবার নিচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই মন খারাপ বিরাট কোহলির। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক দারুণ ব্যাটিং করলেও দলের ভাগ্যে পরিবর্তন করতে পারছেন না।
এমন কঠিন সময়েই আবার রিংকু সিং এসেছেন কোহলির কাছে এক আবদার নিয়ে। ভারতীয় কিংবদন্তির কাছে আরেকটি ব্যাট চেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার। কোহলির উপহার দেওয়া ব্যাট ভেঙে যাওয়ায় আজকে দুই দলের মুখোমুখি হওয়ার আগে এমনই আবদার নিয়ে এসেছেন তিনি।
কোহলি-রিংকুর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় এখন ব্যাপক ভাইরাল। দুজনের কথোপকথনের শুরুটা এভাবে করেন রিংকু, ‘স্পিনারের বিপক্ষে খেলার সময় ব্যাটটা (কোহলির উপহার দেওয়া ব্যাটা) ভেঙে গেছে। উত্তরে কোহলি বলেন, ‘আমার ব্যাট? স্পিনারের বিপক্ষে ভেঙেছ? কোথায় ভেঙেছে? রিংকুর উত্তর, ‘এই (ব্যাটের নিচের দিকটায়) জায়গায় ভেঙেছে।’ দেখার পর কোহলি জানতে চান, ‘এখন আমার কী করা উচিত? কলকাতার বাঁহাতি ব্যাটার বলেন, ‘কিছুই করতে হবে না। আমি শুধু তোমাকে তথ্যটা জানাতে এসেছি।’ রান মেশিন খ্যাত ব্যাটার প্রতি উত্তরে বলেন, ‘কোনো সমস্যা নাই। জানিয়ে ভালো করেছিস। তবে তথ্য জানার আমার কোনো প্রয়োজন ছিল না।’
আরেকটি ব্যাট চাওয়ার জন্যই এমন অভিনয় করছিলেন রিংকু। শুরুতে আকার-ইঙ্গিতে বলার চেষ্টা করা কলকাতার ফিনিশার শেষে সরাসরিই বলে দেন। বলার আগে অবশ্য আরেকটু গল্পটাকে সাজিয়ে নেন ২৬ বছর বয়সী ব্যাটার। কোহলির দুটি নতুন ব্যাট হাতে নিয়ে নক করতে থাকেন তিনি। এই দেখে কোহলি বলেন, ‘ব্যাটটা ভালো ছিল না।’ ৩৫ বছর বয়সী তারকার কথা শোনার পর রিংকু জানতে চান, ‘যে ব্যাটটা দিয়েছিলে?’ কোহলির পাল্টা প্রশ্ন, ‘কাকে পাঠিয়েছি?’ এরপর রিংকু নক করা দুটি ব্যাট কোহলিকে দিয়ে বলেন, ‘তুমি রেখে দাও।’
কোহলি এর পরেই দ্বিতীয়বার ব্যাট চাওয়ার প্রশ্নের উত্তর দেন, ‘তুমি আমার কাছ থেকে আগে একটা ব্যাট নিয়েছ। দ্বিতীয় ম্যাচে আবার একটা ব্যাট চাইছ। এটা দিয়েই আবার কিছুক্ষণ পর আমার বিপক্ষে লড়তে চাও।’ জাতীয় দলের সতীর্থের এমন মন্তব্য শোনার পর রিংকু প্রতিজ্ঞা করে বলেন, ‘তোমার সামনে প্রতিজ্ঞা করছি, এবার আর ব্যাট ভাঙবে না। ভাঙা ব্যাট কি দেখাতে পারি?’
গত ২৯ মার্চ বেঙ্গালুরু-কলকাতার ম্যাচ শেষে রিংকুকে ব্যাট উপহার দিয়েছিলেন কোহলি। সেদিন নিজেদের মাঠে ৭ উইকেটে হেরেছিলেন কোহলিরা। আজ দ্বিতীয়বারের দেখায় নিশ্চয়ই জয় নিয়ে মাঠ ছাড়তে চাইবেন তাঁরা। এতে প্রতিশোধ নেওয়ার সঙ্গে টুর্নামেন্টে টিকে যাওয়ার শেষ সম্ভাবনাটুকু থাকবে তাঁদের। ৭ ম্যাচে ২ পয়েন্টে তলানিতে বেঙ্গালুরু। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালস।
বিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৪ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৪ ঘণ্টা আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৫ ঘণ্টা আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
৫ ঘণ্টা আগে