Ajker Patrika

ইংল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৯: ৪৫
ইংল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ

সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ২১০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। স্কোর খুব বড় নয়, তবুও এ লক্ষ্য তাড়া যেন রীতিমতো ইংলিশ ব্যাটারদের জন্য দুর্বোধ্য করে তুলেছে বাংলাদেশের স্পিন বোলাররা। ৬৫ রানেই ইংল্যান্ডের ৪ উইকেট তুলে নিয়েছেন সাকিব-তাইজুলরা। এতে কঠিন চাপে পড়েছে স্বাগতিকেরা।

শুরুটাও হয় একটু ভিন্নভাবে। ইনিংসের প্রথম ওভারেই সাকিবের বলে লফটেড ড্রাইভ খেলে সোজা (স্ট্রেইট) তামিমের ক্যাচে আউট হন জেসন রয় (৪)। সাকিব-তামিমের মধ্যে ‘খারাপ’ সম্পর্ক নিয়ে কদিন ধরেই অনেক আলোচনা চলছে, এর মধ্যেই মাঠে সাকিবের বলে লং-অন থেকে দৌড়ে গিয়ে তামিমের ক্যাচ, তাতে প্রেসবক্স আর গ্যালারিতেও একটা রব উঠে।

ইনিংসের ৯ম ওভারে দারুণ এক ডেলিভারিতে ফিল সল্টকে বোল্ড করেন তাইজুল। ১৯ বলে ১২ রান করেন ইংলিশ ওপেনার। এরপরই ৬ রানে জেমস ভিন্সকে ফেরান তাইজুল। নিজের ৪র্থ ওভারের প্রথম বলে জস বাটলার ৯ রানে ফেরান তাসকিন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১৬.১ ওভারে ৪ উইকেটে ৬৫ রান। ডেভিড মালান ৩২ ও ব্যাটিং করছেন।

এর আগে মিডল অর্ডারদের ব্যর্থতায় আগে ব্যাটিং করে ২১০ রান করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর ফিফটি ছাড়া ৩০ এর ঘরে ফেরিয়েছেন কেবল মাহমুদউল্লাহ রিয়াদ। ৪৭.২ ওভারেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত