পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১৮ সদস্যের দল ঘোষণা করছে ইংল্যান্ড। মূল দলের তিন ক্রিকেটার করোনা পজিটিভ হওয়ায় একেবারেই নতুন এক দল নিয়ে মাঠে নামবে ইংলিশরা। ১৮ সদস্যের দলে এই সিরিজেই অভিষেক হতে পারে ৯ ক্রিকেটারের। নিয়মিত অধিনায়ক এউইন মরগানের জায়গায় অধিনায়কত্ব করবেন বেন স্টোকস।
স্টোকসের দলে অভিষেকের অপেক্ষায়–লুইস গ্রেগরি, ফিল সল্ট, ডেভিড পাইন, উইল জ্যাকস, টম হেম, জন সিম্পসন, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি আর ড্যান লরেন্স। অভিষেক না হলেও অনেকটা অভিষেকের কাছাকাছি অভিজ্ঞতা হতে যাচ্ছে ড্যানি ব্রিগসের। সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১২ সালে এই পাকিস্তানের বিপক্ষেই। ক্যারিয়ারের একমাত্র সেই ম্যাচে ৩৯ রানে ২ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার। এবার মূল দলের তিন ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় দীর্ঘ ৯ বছর পর কপাল খুলেছে ব্রিগসের।
ডানহাতি মিডিয়াম পেসার ক্রেইগ ওভারটনের গল্পটাও ব্রিগসের মতো। একমাত্র ওয়ানডে খেলেছেন ৩ বছর আগে। ২০১৮তে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জিতলেও ৫৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। এরপর আর দলে ডাক পাননি।
দলে নতুনদের জন্য দারুণ এক সুযোগ পাকিস্তান সিরিজ। ইংল্যান্ড দলের ব্যবস্থাপনা পরিচালক অ্যাশলি গিলসের ভাবনাও তাই, ‘বেশিরভাগ ক্রিকেটারের জন্য বড় মঞ্চে এটি একটি দারুণ সুযোগ। ২৪ ঘণ্টা আগেও যারা এমন কিছু প্রত্যাশা করেনি। তরুণ সম্ভাবনাময় কিছু ও ঘরোয়াতে দুর্দান্ত পারফরম্যান্স করা ক্রিকেটারদের নিয়ে ভারসাম্যপূর্ণ একটা দলই হবে।’
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১৮ সদস্যের দল ঘোষণা করছে ইংল্যান্ড। মূল দলের তিন ক্রিকেটার করোনা পজিটিভ হওয়ায় একেবারেই নতুন এক দল নিয়ে মাঠে নামবে ইংলিশরা। ১৮ সদস্যের দলে এই সিরিজেই অভিষেক হতে পারে ৯ ক্রিকেটারের। নিয়মিত অধিনায়ক এউইন মরগানের জায়গায় অধিনায়কত্ব করবেন বেন স্টোকস।
স্টোকসের দলে অভিষেকের অপেক্ষায়–লুইস গ্রেগরি, ফিল সল্ট, ডেভিড পাইন, উইল জ্যাকস, টম হেম, জন সিম্পসন, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি আর ড্যান লরেন্স। অভিষেক না হলেও অনেকটা অভিষেকের কাছাকাছি অভিজ্ঞতা হতে যাচ্ছে ড্যানি ব্রিগসের। সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১২ সালে এই পাকিস্তানের বিপক্ষেই। ক্যারিয়ারের একমাত্র সেই ম্যাচে ৩৯ রানে ২ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার। এবার মূল দলের তিন ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় দীর্ঘ ৯ বছর পর কপাল খুলেছে ব্রিগসের।
ডানহাতি মিডিয়াম পেসার ক্রেইগ ওভারটনের গল্পটাও ব্রিগসের মতো। একমাত্র ওয়ানডে খেলেছেন ৩ বছর আগে। ২০১৮তে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জিতলেও ৫৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। এরপর আর দলে ডাক পাননি।
দলে নতুনদের জন্য দারুণ এক সুযোগ পাকিস্তান সিরিজ। ইংল্যান্ড দলের ব্যবস্থাপনা পরিচালক অ্যাশলি গিলসের ভাবনাও তাই, ‘বেশিরভাগ ক্রিকেটারের জন্য বড় মঞ্চে এটি একটি দারুণ সুযোগ। ২৪ ঘণ্টা আগেও যারা এমন কিছু প্রত্যাশা করেনি। তরুণ সম্ভাবনাময় কিছু ও ঘরোয়াতে দুর্দান্ত পারফরম্যান্স করা ক্রিকেটারদের নিয়ে ভারসাম্যপূর্ণ একটা দলই হবে।’
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৪ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
৫ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৬ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
৭ ঘণ্টা আগে