Ajker Patrika

শামারের অগ্নিঝরা বোলিংয়ে পুড়ল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক    
শামারের অগ্নিঝরা বোলিংয়ে পুড়ল অস্ট্রেলিয়া। ছবি: এএফপি
শামারের অগ্নিঝরা বোলিংয়ে পুড়ল অস্ট্রেলিয়া। ছবি: এএফপি

অস্ট্রেলিয়াকে পেলে শামার জোসেফ হয়ে ওঠেন আতঙ্ক। জ্যামাইকায় সিরিজের শেষ টেস্টেও সে দৃশ্য দেখা গেল। এর সৌজন্যে তৃতীয় টেস্টের প্রথম দিন নিজেদের করে নিল ওয়েস্ট ইন্ডিজ। কিংসটনের স্যাবাইনা পার্কে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ২২৫ রানে অলআউট করে দিয়েছে স্বাগতিকেরা। জবাবে ব্যাট করতে নেমে দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৬ রানে ১ উইকেট।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে শুরু থেকেই লড়াই করতে হয়েছে সফরকারীদের। ইনিংসের দলীয় রানেই ফেরেন ওপেনার স্যাম কনস্টাস (১৭)। ৬৮ রানে ফেরেন ফিরেছেন আরেক ওপেনার উসমান খাজা (২৩)। তৃতীয় উইকেটে স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিন কিছুটা প্রতিরোধ গড়েন। ৬১ রানের দারুণ একটি জুটিও গড়েন দুজনে। গ্রিনকে ফিরিয়ে এ জুটি ভাঙেন জয়ডেন সিলস।

তারপর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি অজিরা। গ্রিন ৪৬ ও স্মিথ আউট হন ৪৮ রানে। মিডল অর্ডারের অন্য ব্যাটাররা ছিলেন ব্যর্থ। ট্রাভিস হেড, ২০, বিউ ওয়েবস্টার ১ ও অ্যালেক্স কেরি ফেরেন ২১ রানে। শেষ দিকে প্যাট কামিন্সের ২৪ রানের কল্যাণে ২০০ পেরোয় অস্ট্রেলিয়া।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে সফল ছিলেন শামার জোসেফ। ৩৩ রান দিয়ে নেন ৪টি উইকেট। কার্যকর বোলিং করেছেন জাস্টিন গ্রেভস ও সিলস, দুজনই নেন ৩টি করে উইকেট।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ২২৫ রানে গুটিয়ে যাওয়ার পর জবাবে করতে নেমে ওয়েস্ট ইন্ডিজেরও শুরুটা ভালো হয়নি। মিচেল স্টার্কের ইনসুইংয়ে এলবিডব্লিউ হয়ে ফেরেন ওপেনার কেভলন অ্যান্ডারসন (৩)। অভিষেক ইনিংসটা সুখকর হলো না তাঁর। দিন শেষে ব্রেন্ডন কিং ৮ ও রোস্টন চেজ ৩ রানে অপরাজিত আছেন। সিরিজ এরই মধ্যে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত