Ajker Patrika

আফগানদের উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা

ক্রীড়া ডেস্ক
আফগানদের উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা

বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ। সেই সিরিজে চ্যাম্পিয়ন বাংলাদেশ। গতকাল সহজ জয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা। আবুধাবির টোলেরেন্সে ফাইনালে আফগানিস্তানের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬০ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। 

টসে জিতে ব্যাটিংয়ে নেমে আফগানরা ভালো শুরুর আভাস দিলেও মাহফুজুর রহমানের ধাক্কায় বেশিদূর এগোতে পারেনি। দলীয় ২৯ রানে ভাঙে ওপেনার হিজবুল্লাহ দুরানি (১৩) ও ওয়াফিউল্লাহর (২৭) জুটি। এরপর ৫৩ থেকে ৬০ রানের মধ্যে আরও চার উইকেট হারায় আফগানিস্তান।

তবে মোহাম্মদ হারুনের ব্যাটে ঘুরে দাঁড়াতে চেষ্টা করে তারা। নবম উইকেট হিসেবে ৬২ বলে ৬৫ রান করে তিনি বোল্ড হোন রাফি উজ্জামানের বলে। আফগানিস্তান ৩৭ ওভারে গুটিয়ে যায় যায় ১৪৩ রানে। ১০ ওভারে ২৯ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন মাহফুজুর। ম্যাচসেরাও তিনি। 

লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশ প্রথম উইকেট হারায় ২১ রানে। দুর্দান্ত শুরুর পর বাশির আহমেদের বলে বোল্ড হোন ওপেনার আশিকুর রহমান শিবলি (১৭)। তবে দ্বিতীয় উইকেটে জিশান আলমের (৩৫) সঙ্গে ৪১ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন রিজওয়ান চৌধুরি (৪৩)। জিশানের বিদায়ের পর আরিফুল ইসলামের (২২) সঙ্গে জুটি গড়ে বাংলাদেশকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন এই ওপেনার। ৪৯ বলে ৪৩ রান করেন তিনি। দলের জয়ের বাকি কাজটা সারেন দুই অপরাজিত ব্যাটার আহরান আমিন (৫) ও শিহাব জেমস (৭)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত