Ajker Patrika

ডাবল সেঞ্চুরিতে উল্টো রথে ভারত-পাকিস্তান, বাংলাদেশ কোথায় 

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৭: ৪১
ডাবল সেঞ্চুরিতে উল্টো রথে ভারত-পাকিস্তান, বাংলাদেশ কোথায় 

খেলাধুলার জগতে রেকর্ড গড়ার ঘটনা তো প্রায়ই ঘটে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় দল হিসেবে গতকাল ‘ডাবল সেঞ্চুরির’ রেকর্ড গড়ল ভারত। ভারতের আগেই এই রেকর্ড করে ফেলে পাকিস্তান।

ভারতের ২০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। ত্রিনিদাদের তারুবায় ব্রায়ান লারা স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে মাইলফলকের এই ম্যাচটি ভারত জয়ে রাঙাতে পারেনি। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচটি ৪ রানে জেতে ক্যারিবীয়রা।    

পাকিস্তান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০তম ম্যাচ খেলেছে গত বছরের ২৫ সেপ্টেম্বর। করাচিতে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ৩ রানে জয় পায় পাকিস্তান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ২২৩ ম্যাচ খেলার রেকর্ড রয়েছে পাকিস্তানের। ভারত-পাকিস্তানের পরই তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। ব্ল্যাকক্যাপসরা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছে ১৯৩ ম্যাচ। আর দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এই সংস্করণে খেলেছে  ১৮০ ম্যাচ। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ খেলেছে ১৫২ ম্যাচ। যেখানে এই তালিকায় যৌথভাবে নবম। বাংলাদেশ, আয়ারল্যান্ড দুটো দলই খেলেছে ১৫২ ম্যাচ। বাংলাদেশ জিতেছে ৫৬ ম্যাচ, হেরেছে ৯৩ ম্যাচ ও ৩ ম্যাচ পরিত্যক্ত হয়েছে।   আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ বছর সময়টা ভালোই যাচ্ছে বাংলাদেশের। এ বছর ৮ ম্যাচের ৭টিতে জেতে বাংলাদেশ। যার মধ্যে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ। 

এখন পর্যন্ত ১২ দল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ বা তার বেশি ম্যাচ খেলেছে। বাংলাদেশ, আয়ারল্যান্ডের পরে এই তালিকায় আছে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। জিম্বাবুয়ে খেলেছে ১২৩ ম্যাচ ও আফগানিস্তান ১১৫ ম্যাচ খেলেছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয়ের তালিকাতেও প্রথম তিনে পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। পাকিস্তান জিতেছে ১৩৪ ম্যাচ, ১২৭ ম্যাচ জিতেছে ভারত আর কিউইরা জিতেছে ৯৮ ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত