Ajker Patrika

এবার ডিপিএলে ম্যাচসেরা পাবেন ১০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এবার ডিপিএলে ম্যাচসেরা পাবেন ১০ হাজার টাকা

আগামী ১৫ মার্চ শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ডিপিএলে একটা সময় খেলোয়াড়দের পারফরম্যান্সের পুরস্কার দেওয়ার তেমন রীতি ছিল না। গত কয়েক মৌসুমে চিত্রটা অবশ্য বদলেছে। অবশ্য এই পুরস্কারের ধরন নিয়েও কম প্রশ্ন হয়নি।

এবার শুধুই ক্রেস্ট নয়, আর্থিক পুরস্কারও বাড়াচ্ছে বিসিবির ঢাকা মহানগরের ক্রিকেট কমিটি (সিসিডিএম)। আজ সিসিডিএম জানিয়েছে, এবার তারা প্রতিটি ম্যাচের সেরার পুরস্কার হিসেবে দেবে ১০ হাজার টাকা। গত মৌসুমেও ম্যাচসেরার পুরস্কার হিসেবে শুধু ক্রেস্ট দেওয়া হয়েছে। এ মৌসুমে সেখানে ১০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ সাংবাদিকদের সিসিডিএম চেয়ারম্যান সালাহ্উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেছেন, ‘এবার আমরা ম্যান অব দ্য ম্যাচের ক্রেস্টের সঙ্গে ম্যান অব দ্য ম্যাচকে একটা প্রাইজমানি দেওয়ার ঘোষণা দিয়েছি। চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের পুরস্কার ছাড়াও আমার এবার আরও তিনটা প্রাইজামানি দিচ্ছি। সর্বোচ্চ উইকেট শিকারি, সর্বোচ্চ রান এবং ম্যান অব দ্য টুর্নামেন্টের আলাদা প্রাইজমানি থাকবে। ২ লাখ টাকা করে দেওয়া হবে। আর ম্যান অব দ্য ম্যাচের জন্য এবার ১০ হাজার টাকা করেছি।’ 

মার্চ–এপ্রিলে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজ থাকায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের বেশি ম্যাচ আয়োজন করতে পারবে না সিসিডিএম। এবার বিকল্প ভেন্যু হিসেবে ফতুল্লাকে ব্যবহার করার সিদ্ধান্ত তাদের। প্রতিটি ম্যাচ শুরু সকাল সাড়ে ৯টায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত