Ajker Patrika

সিরিজ নির্ধারণী ম্যাচে শঙ্কায় জ্যোতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জুলাই ২০২৩, ১৮: ০২
সিরিজ নির্ধারণী ম্যাচে শঙ্কায় জ্যোতি

প্রথম ওয়ানডে জিতে সিরিজে ভালো শুরু করেছিলেন বাংলাদেশের মেয়েরা। তবে দ্বিতীয় ওয়ানডেতে সেটি আর ধরে রাখতে পারেননি তাঁরা। ওই ম্যাচে ভারতের মেয়েদের বিপক্ষে একরকম অসহায় আত্মসমর্পণ করেছিল নিগার সুলতানা জ্যোতির দল। এতে সিরিজে সমতায় ফেরে সফরকারীরা।

যার ফলে আগামীকাল মিরপুরে সিরিজের শেষ ওয়ানডে হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ফাহিমা খাতুন জানিয়েছেন, শেষ ওয়ানডে জিতে সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তাঁরা। এই লেগ স্পিনার বলেছেন, ‘দ্বিতীয় ওয়ানডেতে আমারা ভালো ব্যাটিং করিনি। তবে ব্যাটাররা নিজের দায়িত্ব নিয়ে খুবই সচেতন। আশা করি, কাল ভালো কিছু হবে।’

কিন্তু এর আগে আছে দুঃসংবাদও। প্রথম ওয়ানডে চলাকালীন ড্রেসিংরুমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অলরাউন্ডার স্বর্ণা আক্তার। যার ফলে দ্বিতীয় ওয়ানডে খেলতে পারেননি তিনি। তা-ই নয়, শেষ ওয়ানডেতেও পাওয়া যাচ্ছে না তাঁকে। এর সঙ্গে সবচেয়ে বড় দুঃসংবাদ হতে পারে- সিরিজ নির্ধারণী ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে না পাওয়া!

দ্বিতীয় ওয়ানডেতে খেলার মাঝে অসুস্থ হয়ে পড়েন জ্যোতি। বাংলাদেশ দলের ফিল্ডিংয়ের সময় ইনিংসের মাঝের দিকে একবার উইকেটকিপিং ছেড়ে ড্রেসিরুমে ফিরে যান। পরে ব্যাটিংয়েও নামেন নিচের দিকে।

সংবাদ সম্মেলনে কোচ হাসান তিলকারত্নে বলেছেন, ‘জ্যোতি এখনও পুরোপুরি ফিট নয়। আগামীকাল একটা ফিটনেস টেস্ট হবে। এরপর সকালে আমরা সিদ্ধান্ত নেব। তবে ছিটকে গেছে স্বর্ণা।’ বিসিবির একটি সূত্র অবশ্য জানিয়েছে, শেষ পর্যন্ত জ্যোতিকে দেখা হবে। তবে আনফিট হওয়ায় শেষ ম্যাচেও নেই স্বর্ণা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত