প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে অঘটনের শিকার হওয়া উইন্ডিজ শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে বিদায় নিল। সুপার টুয়েলভে জায়গা পেতে হলে আজকের ম্যাচে ওয়েস্ট উইন্ডিজ-আয়ারল্যান্ড দুই দলের জন্য প্রয়োজন ছিল জয়। এমন বাঁচা-মরার ম্যাচে ছিটকে গেল দুইবারের চ্যাম্পিয়ন ক্যারিবিয়ানরা। আয়ারল্যান্ড ৯ উইকেটের বড় ব্যবধানের জয় পেয়েছে দীর্ঘদিন ধরেই ছন্দহীনতায় ভোগা পল স্টার্লিংয়ের ফিফটিতে। সেই সঙ্গে নিশ্চিত করেছে এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভের জায়গাও।
১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেটের দুর্দান্ত এক জয় পেয়েছে আয়ারল্যান্ড। বাঁচা-মরার ম্যাচে দুরন্ত শুরু এনে দিয়েছেন দুই উদ্বোধনী ব্যাটার পল স্টার্লিং ও অ্যান্ড্রু বালবার্নি। ওপেনিং জুটিতে ৭৩ রান তোলেন দুজনে। ৩৭ রান করে অধিনায়ক বালবার্নি আউট হওয়ার পর দলকে জয়ের বন্দরে ভেড়ান স্টার্লিং ও লোরকান টাকার জুটি। গত একুশ ইনিংসে ফিফটি না পাওয়া ছোট দলের বড় তারকা স্টার্লিং আজ পেয়েছেন ফিফটি। তাঁর ফিফটিতেই বিশ্বকাপের সফল দল ওয়েস্ট উইন্ডিজ ছিটকে গেল টুর্নামেন্ট থেকে। আর এই জয়ে আয়ারল্যান্ড জায়গা পেল সুপার টুয়েলভে। ৪৮ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন স্টার্লিং। ৬ চারের সঙ্গে ২ ছক্কাও মারেন ইনিংসটিতে। ম্যাচ জেতাতে তাঁকে যোগ্য সঙ্গ দেওয়া আরেক অপরাজিত ব্যাটার লোরকান করেন ৩৫ বলে ৪৫ রান। উইন্ডিজদের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য আইরিশরা পৌঁছে যায় ১৫ বল হাতে রেখেই। দলের হয়ে ৩ উইকেট নেওয়া আয়ারল্যান্ডের লেগস্পিনার গ্যারেথ ডেলানি হয়েছেন ম্যাচ-সেরা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট উইন্ডিজের শুরুটা আগের দুই ম্যাচের চেয়েও বাজে হয়েছে। পূর্বের দুই ম্যাচে দলটির সর্বনিম্ন উদ্বোধনী জুটি ছিল ২০ রানের। আর আজ দলীয় ১০ রানের মাথায় আউট হন কাইল মায়ারস। বাঁহাতি এই ব্যাটারের আউটের পরেই দ্রুত ড্রেসিংরুমে ফেরেন আরেক ওপেনার জনসন চার্লসও। এভিন লুইসের সঙ্গে তৃতীয় উইকেটে ৪৪ রানের জুটি গড়েন ব্র্যান্ডন কিং। ১৩ রান করে লুইস আউটের পরেই একের পর এক উইকেট হারাতে থাকে ক্যারিবিয়ানরা। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে ৬ উইকেটে ১৪৬ রানের সংগ্রহ এনে দেন কিং। ৪৮ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন তিনি। আয়ারল্যান্ডকে মাঝারি মানের লক্ষ্য দিতে শেষ দিকে ওডিন স্মিথেরও অবদান ছিল কিছুটা। ১২ বলে ১৮ রান করেন এই অলরাউন্ডার। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে আইরিশদের সেরা বোলার ডেলানি।
প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে অঘটনের শিকার হওয়া উইন্ডিজ শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে বিদায় নিল। সুপার টুয়েলভে জায়গা পেতে হলে আজকের ম্যাচে ওয়েস্ট উইন্ডিজ-আয়ারল্যান্ড দুই দলের জন্য প্রয়োজন ছিল জয়। এমন বাঁচা-মরার ম্যাচে ছিটকে গেল দুইবারের চ্যাম্পিয়ন ক্যারিবিয়ানরা। আয়ারল্যান্ড ৯ উইকেটের বড় ব্যবধানের জয় পেয়েছে দীর্ঘদিন ধরেই ছন্দহীনতায় ভোগা পল স্টার্লিংয়ের ফিফটিতে। সেই সঙ্গে নিশ্চিত করেছে এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভের জায়গাও।
১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেটের দুর্দান্ত এক জয় পেয়েছে আয়ারল্যান্ড। বাঁচা-মরার ম্যাচে দুরন্ত শুরু এনে দিয়েছেন দুই উদ্বোধনী ব্যাটার পল স্টার্লিং ও অ্যান্ড্রু বালবার্নি। ওপেনিং জুটিতে ৭৩ রান তোলেন দুজনে। ৩৭ রান করে অধিনায়ক বালবার্নি আউট হওয়ার পর দলকে জয়ের বন্দরে ভেড়ান স্টার্লিং ও লোরকান টাকার জুটি। গত একুশ ইনিংসে ফিফটি না পাওয়া ছোট দলের বড় তারকা স্টার্লিং আজ পেয়েছেন ফিফটি। তাঁর ফিফটিতেই বিশ্বকাপের সফল দল ওয়েস্ট উইন্ডিজ ছিটকে গেল টুর্নামেন্ট থেকে। আর এই জয়ে আয়ারল্যান্ড জায়গা পেল সুপার টুয়েলভে। ৪৮ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন স্টার্লিং। ৬ চারের সঙ্গে ২ ছক্কাও মারেন ইনিংসটিতে। ম্যাচ জেতাতে তাঁকে যোগ্য সঙ্গ দেওয়া আরেক অপরাজিত ব্যাটার লোরকান করেন ৩৫ বলে ৪৫ রান। উইন্ডিজদের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য আইরিশরা পৌঁছে যায় ১৫ বল হাতে রেখেই। দলের হয়ে ৩ উইকেট নেওয়া আয়ারল্যান্ডের লেগস্পিনার গ্যারেথ ডেলানি হয়েছেন ম্যাচ-সেরা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট উইন্ডিজের শুরুটা আগের দুই ম্যাচের চেয়েও বাজে হয়েছে। পূর্বের দুই ম্যাচে দলটির সর্বনিম্ন উদ্বোধনী জুটি ছিল ২০ রানের। আর আজ দলীয় ১০ রানের মাথায় আউট হন কাইল মায়ারস। বাঁহাতি এই ব্যাটারের আউটের পরেই দ্রুত ড্রেসিংরুমে ফেরেন আরেক ওপেনার জনসন চার্লসও। এভিন লুইসের সঙ্গে তৃতীয় উইকেটে ৪৪ রানের জুটি গড়েন ব্র্যান্ডন কিং। ১৩ রান করে লুইস আউটের পরেই একের পর এক উইকেট হারাতে থাকে ক্যারিবিয়ানরা। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে ৬ উইকেটে ১৪৬ রানের সংগ্রহ এনে দেন কিং। ৪৮ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন তিনি। আয়ারল্যান্ডকে মাঝারি মানের লক্ষ্য দিতে শেষ দিকে ওডিন স্মিথেরও অবদান ছিল কিছুটা। ১২ বলে ১৮ রান করেন এই অলরাউন্ডার। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে আইরিশদের সেরা বোলার ডেলানি।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। ৬ ধাপ পিছিয়ে ১৫ নম্বরে অবস্থান সংযুক্ত আরব আমিরাতের। এই দলের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজে দুই লক্ষ্য বাংলাদেশের।
৫ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব ক্রিকেটে কতটা পড়েছে, সেটা তো কারও অজানা নয়। আইপিএল, পিএসএল দুটি টুর্নামেন্টই বাধ্য হয়ে স্থগিত করা হয়েছিল। ভারত-পাকিস্তানের এই দুই ফ্র্যাঞ্চাইজি লিগ যখন মাঠে গড়াচ্ছে আবার, তখন ঘটছে নানা ঘটনা।
৬ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছে বাংলাদেশ। আজ সেমিফাইনালে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত।
৬ ঘণ্টা আগেরেকর্ড গড়ার চেয়ে সহজ কাজ হয়তো ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে নেই। মাঠের ফুটবল তো বটেই। অন্যান্য ক্ষেত্রেও তিনি গড়ে চলেছেন রেকর্ড। টানা তিনবার সর্বোচ্চ উপার্জন করা ক্রীড়াবিদ হলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
৭ ঘণ্টা আগে