ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে দারুণ সময় পার করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজে গোল পাচ্ছেন, দলকে জেতাচ্ছেন।
এত কিছুর পরও ম্যানইউ সমর্থকদের মন খারাপ হতে পারে! ওল্ড ট্রাফোর্ডে প্রত্যাবর্তনের এক মাস পেরোতেই রোনালদোকে নিয়ে দলের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। পর্তুগিজ মহাতারকার ওপর নাকি ভালোই চটেছেন তাঁর সতীর্থরা।
জানা গেছে, রোনালদোর ওপর লুক শ-পল পগবাদের রাগের কারণ খাবারের মেন্যু। ম্যানইউয়ের ক্যান্টিনে নাকি শুধু সিআরসেভেনের পছন্দের খাবার পাওয়া যাচ্ছে। আর তাই দলের অন্য সদস্যদেরও একই খাবার খেতে হচ্ছে।
পাঁচবার ব্যালন ডি’অর জেতা রোনালদো বরাবরই স্বাস্থ্য সচেতন। আজেবাজে খাবার থেকে দূরে থাকার চেষ্টা করেন তিনি। নিজেকে ফিট রাখতে খাদ্য তালিকায় প্রোটিন জাতীয় খাবার বেশি রাখেন রোনালদো। সে কারণেই ৩৭ ছুঁই ছুঁই বয়সেও কুড়ি বছরের তরুণ মনে হয় তাঁকে।
ম্যানইউতে আসার পর খাবারের মেন্যুতে অক্টোপাস ও পর্তুগিজ খাবার ‘বালকাহু’ যোগ করতে বলেছেন রোনালদো। সেই খাবার এখন ক্লাব ক্যান্টিনেও পাওয়া যাচ্ছে। আর এগুলো সতীর্থদেরও খেতে অনুরোধ করেছেন তিনি।
ঝামেলা বেঁধেছে এখানেই। রোনালদোর প্রিয় খাবারগুলোকে ‘অখাদ্য’ মনে হচ্ছে ডেভিড দি হিয়া-হ্যারি ম্যাগুয়ারদের। দলের অনেকেই সেই খাবার খেতে পারছেন না। অক্টোপাস নিয়েই নাকি ঝামেলাটা বেশি হচ্ছে।
ম্যানইউয়ের অধিকাংশ ফুটবলার নিজেদের পছন্দের খাবার বদলাতে রাজি নন। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক সদস্য বলেছেন, ‘ক্রিস্টিয়ানোর মেন্যুতে প্রোটিন থাকে। হ্যাম, ডিম, অক্টোপাস নিয়মিত দেখা যায়। কিন্তু বাকিরা কিছুতেই সেই খাবার খেতে চায় না। রোনালদোর অনুরোধে কয়েকজন পর্তুগিজ খাবার খেয়েছিল। কিন্তু তারা খুব হতাশ।’
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে দারুণ সময় পার করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজে গোল পাচ্ছেন, দলকে জেতাচ্ছেন।
এত কিছুর পরও ম্যানইউ সমর্থকদের মন খারাপ হতে পারে! ওল্ড ট্রাফোর্ডে প্রত্যাবর্তনের এক মাস পেরোতেই রোনালদোকে নিয়ে দলের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। পর্তুগিজ মহাতারকার ওপর নাকি ভালোই চটেছেন তাঁর সতীর্থরা।
জানা গেছে, রোনালদোর ওপর লুক শ-পল পগবাদের রাগের কারণ খাবারের মেন্যু। ম্যানইউয়ের ক্যান্টিনে নাকি শুধু সিআরসেভেনের পছন্দের খাবার পাওয়া যাচ্ছে। আর তাই দলের অন্য সদস্যদেরও একই খাবার খেতে হচ্ছে।
পাঁচবার ব্যালন ডি’অর জেতা রোনালদো বরাবরই স্বাস্থ্য সচেতন। আজেবাজে খাবার থেকে দূরে থাকার চেষ্টা করেন তিনি। নিজেকে ফিট রাখতে খাদ্য তালিকায় প্রোটিন জাতীয় খাবার বেশি রাখেন রোনালদো। সে কারণেই ৩৭ ছুঁই ছুঁই বয়সেও কুড়ি বছরের তরুণ মনে হয় তাঁকে।
ম্যানইউতে আসার পর খাবারের মেন্যুতে অক্টোপাস ও পর্তুগিজ খাবার ‘বালকাহু’ যোগ করতে বলেছেন রোনালদো। সেই খাবার এখন ক্লাব ক্যান্টিনেও পাওয়া যাচ্ছে। আর এগুলো সতীর্থদেরও খেতে অনুরোধ করেছেন তিনি।
ঝামেলা বেঁধেছে এখানেই। রোনালদোর প্রিয় খাবারগুলোকে ‘অখাদ্য’ মনে হচ্ছে ডেভিড দি হিয়া-হ্যারি ম্যাগুয়ারদের। দলের অনেকেই সেই খাবার খেতে পারছেন না। অক্টোপাস নিয়েই নাকি ঝামেলাটা বেশি হচ্ছে।
ম্যানইউয়ের অধিকাংশ ফুটবলার নিজেদের পছন্দের খাবার বদলাতে রাজি নন। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক সদস্য বলেছেন, ‘ক্রিস্টিয়ানোর মেন্যুতে প্রোটিন থাকে। হ্যাম, ডিম, অক্টোপাস নিয়মিত দেখা যায়। কিন্তু বাকিরা কিছুতেই সেই খাবার খেতে চায় না। রোনালদোর অনুরোধে কয়েকজন পর্তুগিজ খাবার খেয়েছিল। কিন্তু তারা খুব হতাশ।’
শেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
১ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৬ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৬ ঘণ্টা আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৭ ঘণ্টা আগে