ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে দারুণ সময় পার করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজে গোল পাচ্ছেন, দলকে জেতাচ্ছেন।
এত কিছুর পরও ম্যানইউ সমর্থকদের মন খারাপ হতে পারে! ওল্ড ট্রাফোর্ডে প্রত্যাবর্তনের এক মাস পেরোতেই রোনালদোকে নিয়ে দলের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। পর্তুগিজ মহাতারকার ওপর নাকি ভালোই চটেছেন তাঁর সতীর্থরা।
জানা গেছে, রোনালদোর ওপর লুক শ-পল পগবাদের রাগের কারণ খাবারের মেন্যু। ম্যানইউয়ের ক্যান্টিনে নাকি শুধু সিআরসেভেনের পছন্দের খাবার পাওয়া যাচ্ছে। আর তাই দলের অন্য সদস্যদেরও একই খাবার খেতে হচ্ছে।
পাঁচবার ব্যালন ডি’অর জেতা রোনালদো বরাবরই স্বাস্থ্য সচেতন। আজেবাজে খাবার থেকে দূরে থাকার চেষ্টা করেন তিনি। নিজেকে ফিট রাখতে খাদ্য তালিকায় প্রোটিন জাতীয় খাবার বেশি রাখেন রোনালদো। সে কারণেই ৩৭ ছুঁই ছুঁই বয়সেও কুড়ি বছরের তরুণ মনে হয় তাঁকে।
ম্যানইউতে আসার পর খাবারের মেন্যুতে অক্টোপাস ও পর্তুগিজ খাবার ‘বালকাহু’ যোগ করতে বলেছেন রোনালদো। সেই খাবার এখন ক্লাব ক্যান্টিনেও পাওয়া যাচ্ছে। আর এগুলো সতীর্থদেরও খেতে অনুরোধ করেছেন তিনি।
ঝামেলা বেঁধেছে এখানেই। রোনালদোর প্রিয় খাবারগুলোকে ‘অখাদ্য’ মনে হচ্ছে ডেভিড দি হিয়া-হ্যারি ম্যাগুয়ারদের। দলের অনেকেই সেই খাবার খেতে পারছেন না। অক্টোপাস নিয়েই নাকি ঝামেলাটা বেশি হচ্ছে।
ম্যানইউয়ের অধিকাংশ ফুটবলার নিজেদের পছন্দের খাবার বদলাতে রাজি নন। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক সদস্য বলেছেন, ‘ক্রিস্টিয়ানোর মেন্যুতে প্রোটিন থাকে। হ্যাম, ডিম, অক্টোপাস নিয়মিত দেখা যায়। কিন্তু বাকিরা কিছুতেই সেই খাবার খেতে চায় না। রোনালদোর অনুরোধে কয়েকজন পর্তুগিজ খাবার খেয়েছিল। কিন্তু তারা খুব হতাশ।’
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে দারুণ সময় পার করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজে গোল পাচ্ছেন, দলকে জেতাচ্ছেন।
এত কিছুর পরও ম্যানইউ সমর্থকদের মন খারাপ হতে পারে! ওল্ড ট্রাফোর্ডে প্রত্যাবর্তনের এক মাস পেরোতেই রোনালদোকে নিয়ে দলের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। পর্তুগিজ মহাতারকার ওপর নাকি ভালোই চটেছেন তাঁর সতীর্থরা।
জানা গেছে, রোনালদোর ওপর লুক শ-পল পগবাদের রাগের কারণ খাবারের মেন্যু। ম্যানইউয়ের ক্যান্টিনে নাকি শুধু সিআরসেভেনের পছন্দের খাবার পাওয়া যাচ্ছে। আর তাই দলের অন্য সদস্যদেরও একই খাবার খেতে হচ্ছে।
পাঁচবার ব্যালন ডি’অর জেতা রোনালদো বরাবরই স্বাস্থ্য সচেতন। আজেবাজে খাবার থেকে দূরে থাকার চেষ্টা করেন তিনি। নিজেকে ফিট রাখতে খাদ্য তালিকায় প্রোটিন জাতীয় খাবার বেশি রাখেন রোনালদো। সে কারণেই ৩৭ ছুঁই ছুঁই বয়সেও কুড়ি বছরের তরুণ মনে হয় তাঁকে।
ম্যানইউতে আসার পর খাবারের মেন্যুতে অক্টোপাস ও পর্তুগিজ খাবার ‘বালকাহু’ যোগ করতে বলেছেন রোনালদো। সেই খাবার এখন ক্লাব ক্যান্টিনেও পাওয়া যাচ্ছে। আর এগুলো সতীর্থদেরও খেতে অনুরোধ করেছেন তিনি।
ঝামেলা বেঁধেছে এখানেই। রোনালদোর প্রিয় খাবারগুলোকে ‘অখাদ্য’ মনে হচ্ছে ডেভিড দি হিয়া-হ্যারি ম্যাগুয়ারদের। দলের অনেকেই সেই খাবার খেতে পারছেন না। অক্টোপাস নিয়েই নাকি ঝামেলাটা বেশি হচ্ছে।
ম্যানইউয়ের অধিকাংশ ফুটবলার নিজেদের পছন্দের খাবার বদলাতে রাজি নন। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক সদস্য বলেছেন, ‘ক্রিস্টিয়ানোর মেন্যুতে প্রোটিন থাকে। হ্যাম, ডিম, অক্টোপাস নিয়মিত দেখা যায়। কিন্তু বাকিরা কিছুতেই সেই খাবার খেতে চায় না। রোনালদোর অনুরোধে কয়েকজন পর্তুগিজ খাবার খেয়েছিল। কিন্তু তারা খুব হতাশ।’
এশিয়া কাপের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের ঘোষিত দলে ফিরেছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। এ দলই খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। যা শুরু হবে ৩০ আগস্ট সিলেটে।
১১ ঘণ্টা আগেছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে অন্য অ্যাথলেটদের চেয়ে অনেকটা দূরত্ব নিয়েই ফিনিশিং লাইন স্পর্শ করেন নৌবাহিনীর ইমরানুর রহমান। কিন্তু মেয়েদের ১০০ মিটারে ঘটল বিতর্ক। সুমাইয়া দেওয়ান নাকি শিরিন আক্তার—কে প্রথম হন, তা জানতে অপেক্ষা করতে হলো ঘণ্টাখানেক
১৩ ঘণ্টা আগেম্যাথু ব্রিটজকে, ত্রিস্তান স্তাবসের উদ্ভাসিত ব্যাটিং আর লুঙ্গি এনগিডির আগুনে বোলিং—এই দুয়ের মাঝে চিড়েচ্যাপ্টা অস্ট্রেলিয়া। প্রথম ওয়ানডের পর আজ দ্বিতীয় ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৮৪ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল প্রোটিয়ারা।
১৪ ঘণ্টা আগেতাসকিন আহমেদের মুখে সব সময় হাসি লেগেই থাকে। পরিবার, সতীর্থদের সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে যখন পোস্ট করেন, দেখা যায় তাসকিনের হাস্যোজ্জ্বল চেহারা। প্রিয়জনদের সঙ্গে মজা করতে বেশ পছন্দ করেন বাংলাদেশের এ তারকা পেসার।
১৪ ঘণ্টা আগে