Ajker Patrika

টানা তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া

টানা তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০২১ সালে প্রথমবার সুযোগ পেয়েছিল নামিবিয়া। এরপর থেকে আর পেছন ফিরে তাকাতে হচ্ছে না তাদের। এবার টানা তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তারা।

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে নামিবিয়ার সুযোগ পাওয়া অবশ্য সময়ের ব্যাপার ছিল। আজ তানজানিয়াকে ৫৮ রানে হারিয়ে সেটাই নিশ্চিত করেছে তারা। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে তারা। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে অপরাজিত ‘ঈগলস’ নামে পরিচিত দলটি। 

৫ ম্যাচে বর্তমানে ১০ পয়েন্ট নিয়ে আফ্রিকা অঞ্চলের শীর্ষে নামিবিয়া। তাদের জায়গা নিশ্চিত হওয়ায় এ অঞ্চল থেকে আরেকটি দল সুযোগ পাবে বিশ্বকাপে। আগামী বছর ২০ দল নিয়ে হবে বিশ্বকাপ। শেষ দল হিসেবে সুযোগ পাওয়ার লড়াইয়ে আছে কেনিয়া, উগান্ডা ও জিম্বাবুয়ে। সমান ৪ ম্যাচে ৬ পয়েন্ট হলেও নেট রানরেটে এগিয়ে থাকায় কেনিয়াকে পেছনে ফেলে দুইয়ে আছে উগান্ডা। আর ৪ ম্যাচে ৪ পয়েন্টে চারে জিম্বাবুয়ে। 

বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৫৭ রান করে নামিবিয়া। টপ অর্ডারের চার ব্যাটারের বিশোর্ধ্ব ইনিংসে ৬ উইকেটে এই রান পায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রানে অপরাজিত থাকেন জেজে স্মিট। তাঁর ২৫ বলের ইনিংসে ৪ ছক্কার বিপরীতে এক চার ছিল। ১৫৮ রান তাড়া করতে নেমে একশই করতে পারেনি তানজানিয়া। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ৯৯ রান করতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত