দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই বার্নলিকে প্রিমিয়ার লিগে ফেরান ভিনসেন্ট কোম্পানি। কিন্তু এক মৌসুম পর আবারও চ্যাম্পিয়নশিপে ফিরে গেছে দলটি। এবার টার্ফ মুর ছাড়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন কোম্পানিও।
তাহলে ৩৮ বছর বয়সী বেলজিয়ান কোচের পরবর্তী গন্তব্য কোথায়? সেটি এখনো ঠিক হয়নি বটে, তবে জোরেশোরে বায়ার্ন মিউনিখে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে তাঁর। আলিয়েঞ্জ অ্যারেনায় টমাস টুখেলের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন কোম্পানি। বেশ কয়েকটি বিদেশি ক্রীড়ামাধ্যম এমনটাই জানিয়েছে।
টকস্পোর্ট জানিয়েছে, বায়ার্নের কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন কোম্পানি। ডেইলিস্পোর্টস ডট নেটের শিরোনাম, ‘বার্নলির প্রধান কোচের মিউনিখে আসার গুঞ্জনে সাড়া দিয়েছেন বায়ার্নের প্রেসিডেন্ট’। গোল ডটকমসহ আরও বেশ কিছু ক্রীড়ামাধ্যম জানিয়েছে, কোম্পানি বায়ার্নে যেতে পারেন। তবে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে দুই পক্ষের কেউ এখনো মুখ খোলেনি।
২০১৯ সালে ম্যানচেস্টার সিটি ছাড়ার পর নিজের প্রথম ক্লাব আন্ডারলেখটে ফিরে যান কোম্পানি। এক বছর পর সেখানেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়ে বেলজিয়ান ক্লাবটির ডাগআউটে দাঁড়ান তিনি। তবে আন্ডারলেখটে তাঁকে ২০১৯ সালেই খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকায় দেখা যায়। সেখানের সাফল্যে কোচ হয়ে ২০২২ সালে ইংলিশ ফুটবলে ফেরেন কোম্পানি। তাঁর অধীনে প্রথম মৌসুমেই চ্যাম্পিয়নশিপ জিতে এক মৌসুম পর প্রিমিয়ার লিগে ফেরে বার্নলি।
কিন্তু সেই জাদু কোম্পানি দেখাতে পারেননি লিগে। বার্নলি ২০২৩-২৪ মৌসুম শেষ করেছে ২৪ পয়েন্ট নিয়ে, ১৯তম স্থানে থেকে। আবারও অবনমন হয়ে দলটি নেমে গেছে দ্বিতীয় বিভাগে। মৌসুম শেষ হতেই গুঞ্জন—বার্নলি ছেড়ে বায়ার্নে যেতে পারেন কোম্পানি।
টুখেলকে আলিয়েঞ্জ অ্যারেনা রাখবে বায়ার্ন, সেটি মৌসুমে মাঝপথেই জানিয়েছিল ক্লাবটির কর্তৃপক্ষ। জার্মান কোচ চলে যাওয়ায় খালি হয়ে গেছে বাভারিয়ানদের প্রধান কোচের পদ। মাঝখানে জার্মান জায়ান্টদের দায়িত্ব নেওয়া নিয়ে বেশ কয়েকজন কোচের নাম শোনা গিয়েছিল। তবে ক্লাবটি এখনো কাউকে নিয়োগ দেয়নি।
দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই বার্নলিকে প্রিমিয়ার লিগে ফেরান ভিনসেন্ট কোম্পানি। কিন্তু এক মৌসুম পর আবারও চ্যাম্পিয়নশিপে ফিরে গেছে দলটি। এবার টার্ফ মুর ছাড়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন কোম্পানিও।
তাহলে ৩৮ বছর বয়সী বেলজিয়ান কোচের পরবর্তী গন্তব্য কোথায়? সেটি এখনো ঠিক হয়নি বটে, তবে জোরেশোরে বায়ার্ন মিউনিখে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে তাঁর। আলিয়েঞ্জ অ্যারেনায় টমাস টুখেলের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন কোম্পানি। বেশ কয়েকটি বিদেশি ক্রীড়ামাধ্যম এমনটাই জানিয়েছে।
টকস্পোর্ট জানিয়েছে, বায়ার্নের কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন কোম্পানি। ডেইলিস্পোর্টস ডট নেটের শিরোনাম, ‘বার্নলির প্রধান কোচের মিউনিখে আসার গুঞ্জনে সাড়া দিয়েছেন বায়ার্নের প্রেসিডেন্ট’। গোল ডটকমসহ আরও বেশ কিছু ক্রীড়ামাধ্যম জানিয়েছে, কোম্পানি বায়ার্নে যেতে পারেন। তবে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে দুই পক্ষের কেউ এখনো মুখ খোলেনি।
২০১৯ সালে ম্যানচেস্টার সিটি ছাড়ার পর নিজের প্রথম ক্লাব আন্ডারলেখটে ফিরে যান কোম্পানি। এক বছর পর সেখানেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়ে বেলজিয়ান ক্লাবটির ডাগআউটে দাঁড়ান তিনি। তবে আন্ডারলেখটে তাঁকে ২০১৯ সালেই খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকায় দেখা যায়। সেখানের সাফল্যে কোচ হয়ে ২০২২ সালে ইংলিশ ফুটবলে ফেরেন কোম্পানি। তাঁর অধীনে প্রথম মৌসুমেই চ্যাম্পিয়নশিপ জিতে এক মৌসুম পর প্রিমিয়ার লিগে ফেরে বার্নলি।
কিন্তু সেই জাদু কোম্পানি দেখাতে পারেননি লিগে। বার্নলি ২০২৩-২৪ মৌসুম শেষ করেছে ২৪ পয়েন্ট নিয়ে, ১৯তম স্থানে থেকে। আবারও অবনমন হয়ে দলটি নেমে গেছে দ্বিতীয় বিভাগে। মৌসুম শেষ হতেই গুঞ্জন—বার্নলি ছেড়ে বায়ার্নে যেতে পারেন কোম্পানি।
টুখেলকে আলিয়েঞ্জ অ্যারেনা রাখবে বায়ার্ন, সেটি মৌসুমে মাঝপথেই জানিয়েছিল ক্লাবটির কর্তৃপক্ষ। জার্মান কোচ চলে যাওয়ায় খালি হয়ে গেছে বাভারিয়ানদের প্রধান কোচের পদ। মাঝখানে জার্মান জায়ান্টদের দায়িত্ব নেওয়া নিয়ে বেশ কয়েকজন কোচের নাম শোনা গিয়েছিল। তবে ক্লাবটি এখনো কাউকে নিয়োগ দেয়নি।
স্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
২৯ মিনিট আগেঅবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) মেঘ কাটতে শুরু করেছে। আগামীকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমনই সংবাদ প্রকাশ হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো
২ ঘণ্টা আগেএক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
৩ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
৪ ঘণ্টা আগে