Ajker Patrika

আইপিএল থেকে হঠাৎ কেন সরে গেলেন ইংলিশ তারকা ক্রিকেটার 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১৭: ১২
Thumbnail image

সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো হ্যারি ব্রুক ২০২৪ আইপিএলে খেলতেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তবে টুর্নামেন্ট শুরুর একদম শেষ মুহূর্তে এসে জানা গেল, এবারের আইপিএলে তাঁর খেলা হচ্ছে না। ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে ব্রুকের না খেলার কারণ ব্যক্তিগত।

ব্রুকের দাদি পলিন ব্রুক মারা গেছেন ফেব্রুয়ারিতে। এক মাসের মতো হলেও তাঁর পরিবার শোক কাটিয়ে উঠতে পারেনি। ব্রুক তাই আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। সদ্য প্রয়াত দাদিই তাঁর (ব্রুক) ক্রিকেট খেলার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন বলে জানান ব্রুক। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত রাতে এক বিবৃতিতে ইংলিশ ক্রিকেটার বলেন, ‘কঠিন এক সিদ্ধান্ত নিয়েছি যে কয়েকদিন পর শুরু হতে যাওয়া আইপিএলে আমার খেলা হচ্ছে না। দিল্লি ক্যাপিটালস আমাকে নেওয়ার পর খুবই রোমাঞ্চিত হয়েছিলাম ও সবার সঙ্গে খেলতে মুখিয়ে ছিলাম। যদিও আমি মনে করি না যে এমন সিদ্ধান্ত (আইপিএলে না খেলা) নেওয়ার কারণ শেয়ার করতে হবে। তাই আমি এটা শেয়ার করতে চাচ্ছি। গত মাসে আমার দাদিকে হারিয়েছি। তিনি (দাদি) আমার কাছে পাহাড়ের সমান ব্যক্তিত্ব ছিলেন। তাঁর বাড়িতেই আমি অধিকাংশ সময় কাটিয়েছি। ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা তিনিই তৈরি করেছেন।’

এর আগে এ বছরের জানুয়ারিতেই ভারত সফরের আগে শেষ মুহূর্তে টেস্ট সিরিজ থেকে নিজেকে গুটিয়ে নেন ব্রুক। দুই মাস আগের সেই ঘটনার কথাও গতকাল উল্লেখ করেছেন ইংলিশ ক্রিকেটার, ‘আবুধাবি থেকে ভারতে যাওয়ার আগের রাতেই টেস্ট না খেলার সিদ্ধান্ত নিই। কারণ আমাকে তখন বলা হয়েছিল যে আমার দাদি অসুস্থ। বেশি দিন তিনি বাচবেন না। এখন তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমি ও আমার পরিবার এখন আক্ষেপ করছে। তাদের পাশে থাকাটা দরকার।’

২০২৩ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে পথচলা শুরু হয় ব্রুকের। ১১ ম্যাচে ২১.১১ গড় ও ১২৩.৩৮ স্ট্রাইকরেটে করেন ১৯০ রান। যার মধ্যে একটা সেঞ্চুরিও রয়েছে। এবারের আইপিএলের আগে গত বছর যে নিলাম হয়, তখন দিল্লি ক্যাপিটালস কিনে নেয় ৪ কোটি রুপিতে। ২২ মার্চ এবারের আইপিএলে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের আংশিক প্রকাশিত সূচি অনুযায়ী ২২ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের ম্যাচ রয়েছে পাঁচটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত