Ajker Patrika

রশিদ-শাহিনদের টপকে মাসসেরা বাটলার

রশিদ-শাহিনদের টপকে মাসসেরা বাটলার

আইসিসির নভেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন জস বাটলার। আদিল রশিদ ও শাহিন শাহ আফ্রিদিকে টপকে এই পুরষ্কার জিতলেন বাটলার।

গত ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) পাকিস্তানকে হারিয়ে বাটলারের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। যা ইংলিশদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা। টুর্নামেন্টে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। ৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৬৯ গড় ও ১৫২.২০ স্ট্রাইক রেটে ২০৭ রান করেছিলেন ইংলিশ এই ব্যাটার। দুটো ফিফটিও করেছিলেন এই সংস্করণে। আর ২ ওয়ানডে খেলে ১৫ গড়ে করেছিলেন ৩০ রান। 

মাস সেরা নির্বাচিত হওয়ার পর বাটলার বলেন, ‘নভেম্বর সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার জন্য যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। ক্রিকেটে আমার সেরা মাস এটি। বিশ্বচ্যাম্পিয়ন হতে একঝাঁক ক্রিকেটারকে নেতৃত্ব দেওয়া আসলেই বিশেষ কিছু।’ 

আদিল রশিদ ও শাহিন শাহ আফ্রিদি-এই দুই বোলারও টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ খেলেছেন। দুজনেই খেলেছেন ৪টি করে ম্যাচ। ২২.৭৫ গড় এবং ৫.৬৯ ইকোনমিতে ৪ উইকেট নিয়েছিলেন রশিদ। আর শাহিন ৭.৩০ গড় এবং ৫.৫৪ গড়ে নিয়েছিলেন ১০ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত