সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় চারদিক থেকে সমালোচনা হচ্ছে বাংলাদেশ দলকে নিয়ে। ম্যাচে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কিছু সিদ্ধান্ত নিয়েও উঠেছে প্রশ্ন। বাদ যাননি লিটন দাসও। ক্যাচ মিসের জন্য তাঁকেও তীর্যক সমালোচনা সইতে হচ্ছে। তবে লিটন–রিয়াদ পাশে পাচ্ছেন মাশরাফি বিন মুর্তজাকে। মাশরাফি বরং দায়টা বেশি দেখছেন কোচদের।
লঙ্কানদের কাছে হারের চুলচেরা বিশ্লেষণ করেছেন মাশরাফি। ফেসবুকে পরাজয়ের ময়নাতদন্ত করেছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। সেখানে মাশরাফি দায়টা বেশি দেখছেন বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকান কোচদের। তিনি লিখেছেন, ‘এখন টিম ম্যানেজমেন্ট দেখলে মনে হয়, একটা পুনর্বাসন কেন্দ্র! যেখানে দক্ষিণ আফ্রিকার সব চাকরি না পাওয়া কোচগুলো একসঙ্গে আমাদের রিহ্যাব সেন্টারে চাকরি করছে। এদের বাদ দেওয়া আরও বিপদ। কারণ, চুক্তির পুরো টাকাটা নিয়ে চলে যাবে…।’
৭৯ রানে শ্রীলঙ্কার ৪ উইকেট পড়ে যাওয়ার পর সাকিবকে আক্রমণে না আনা নিয়ে সমালোচনা হচ্ছে মাহমুদউল্লাহর। তবে এখানে মাশরাফি একা অধিনায়কের দোষ দিতে নারাজ। তাঁর মতে, দায় আছে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোরও। মাশরাফি লিখেছেন, ‘আইসিসির নিয়ম অনুযায়ী পানি বিরতির সময় কোচ মাঠের ভেতরে আসেন। আমাদের কোচও এসেছিলেন। তিনি এসে রিয়াদের সঙ্গে কী কথা বলেছিল (পরিকল্পনা নিয়ে)? যদি বলে থাকেন তাহলে কি সব দায় রিয়াদের? আর যদি রিয়াদের সঙ্গে কথা না বলে থাকেন তাহলে তো বিরতির সময় দলের টিম বয়কেই মাঠে পাঠিয়ে দেওয়া যায়। কোচের আর প্রয়োজন কী?’
গুরুত্বপূর্ণ সময়ে লিটন দুটি ক্যাচ হাতছাড়া করায় ম্যাচ থেকেই প্রায় ছিটকে পড়ে বাংলাদেশ। তবে ক্যাচ মিসকে খেলার অংশ বলছেন মাশরাফি। তিনি লিখেছেন, ‘লিটনের ক্যাচ মিসের কোনো অজুহাত দেব না। লিটন নিজেও দেবে না। তবে ক্যাচ মিস খেলার একটা অংশই। কিন্তু ফিল্ডিং কোচের কাছে কি এ বিষয়গুলো নিয়ে জানতে চাওয়া হয়? ক্যাচ মিস কি এই প্রথম হলো? ২০১৯ বিশ্বকাপের পর ম্যানেজমেন্টের প্রায় সবাই চাকরি হারিয়েছে, শুধু বর্তমান ফিল্ডিং কোচ ছাড়া। তাহলে আমরা বিশ্বকাপে বা তারপর কি সেরা ফিল্ডিং দল হয়ে গিয়েছি?’
মাশরাফির মূল ক্ষোভটা ঝেড়েছেন আসলে ডমিঙ্গোর ওপর। লিখেছেন, ‘প্রধান কোচ এক এক করে নিজ দেশের সবাইকে এনেছে (কোচিং স্টাফে)। এরপর যারা অস্থায়ীভাবে আছে তাদেরও সরাবে। আর নিজের মতো করে ম্যানেজমেন্ট সাজাবে। তাও মেনে নিলাম। কিন্তু রাসেল (ডমিঙ্গো) ম্যানেজমেন্টের জন্য যেভাবে বড় স্বরে কথা বলেন, সেখানে মূল দলের ক্ষেত্রে কেন লুকিয়ে থাকেন? কেন তামিম (ইকবাল), মুশফিক (রহিম), রিয়াদ ভালো থাকে না। এটা ঠিক করা কি তাঁর কাজ না?’
সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় চারদিক থেকে সমালোচনা হচ্ছে বাংলাদেশ দলকে নিয়ে। ম্যাচে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কিছু সিদ্ধান্ত নিয়েও উঠেছে প্রশ্ন। বাদ যাননি লিটন দাসও। ক্যাচ মিসের জন্য তাঁকেও তীর্যক সমালোচনা সইতে হচ্ছে। তবে লিটন–রিয়াদ পাশে পাচ্ছেন মাশরাফি বিন মুর্তজাকে। মাশরাফি বরং দায়টা বেশি দেখছেন কোচদের।
লঙ্কানদের কাছে হারের চুলচেরা বিশ্লেষণ করেছেন মাশরাফি। ফেসবুকে পরাজয়ের ময়নাতদন্ত করেছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। সেখানে মাশরাফি দায়টা বেশি দেখছেন বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকান কোচদের। তিনি লিখেছেন, ‘এখন টিম ম্যানেজমেন্ট দেখলে মনে হয়, একটা পুনর্বাসন কেন্দ্র! যেখানে দক্ষিণ আফ্রিকার সব চাকরি না পাওয়া কোচগুলো একসঙ্গে আমাদের রিহ্যাব সেন্টারে চাকরি করছে। এদের বাদ দেওয়া আরও বিপদ। কারণ, চুক্তির পুরো টাকাটা নিয়ে চলে যাবে…।’
৭৯ রানে শ্রীলঙ্কার ৪ উইকেট পড়ে যাওয়ার পর সাকিবকে আক্রমণে না আনা নিয়ে সমালোচনা হচ্ছে মাহমুদউল্লাহর। তবে এখানে মাশরাফি একা অধিনায়কের দোষ দিতে নারাজ। তাঁর মতে, দায় আছে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোরও। মাশরাফি লিখেছেন, ‘আইসিসির নিয়ম অনুযায়ী পানি বিরতির সময় কোচ মাঠের ভেতরে আসেন। আমাদের কোচও এসেছিলেন। তিনি এসে রিয়াদের সঙ্গে কী কথা বলেছিল (পরিকল্পনা নিয়ে)? যদি বলে থাকেন তাহলে কি সব দায় রিয়াদের? আর যদি রিয়াদের সঙ্গে কথা না বলে থাকেন তাহলে তো বিরতির সময় দলের টিম বয়কেই মাঠে পাঠিয়ে দেওয়া যায়। কোচের আর প্রয়োজন কী?’
গুরুত্বপূর্ণ সময়ে লিটন দুটি ক্যাচ হাতছাড়া করায় ম্যাচ থেকেই প্রায় ছিটকে পড়ে বাংলাদেশ। তবে ক্যাচ মিসকে খেলার অংশ বলছেন মাশরাফি। তিনি লিখেছেন, ‘লিটনের ক্যাচ মিসের কোনো অজুহাত দেব না। লিটন নিজেও দেবে না। তবে ক্যাচ মিস খেলার একটা অংশই। কিন্তু ফিল্ডিং কোচের কাছে কি এ বিষয়গুলো নিয়ে জানতে চাওয়া হয়? ক্যাচ মিস কি এই প্রথম হলো? ২০১৯ বিশ্বকাপের পর ম্যানেজমেন্টের প্রায় সবাই চাকরি হারিয়েছে, শুধু বর্তমান ফিল্ডিং কোচ ছাড়া। তাহলে আমরা বিশ্বকাপে বা তারপর কি সেরা ফিল্ডিং দল হয়ে গিয়েছি?’
মাশরাফির মূল ক্ষোভটা ঝেড়েছেন আসলে ডমিঙ্গোর ওপর। লিখেছেন, ‘প্রধান কোচ এক এক করে নিজ দেশের সবাইকে এনেছে (কোচিং স্টাফে)। এরপর যারা অস্থায়ীভাবে আছে তাদেরও সরাবে। আর নিজের মতো করে ম্যানেজমেন্ট সাজাবে। তাও মেনে নিলাম। কিন্তু রাসেল (ডমিঙ্গো) ম্যানেজমেন্টের জন্য যেভাবে বড় স্বরে কথা বলেন, সেখানে মূল দলের ক্ষেত্রে কেন লুকিয়ে থাকেন? কেন তামিম (ইকবাল), মুশফিক (রহিম), রিয়াদ ভালো থাকে না। এটা ঠিক করা কি তাঁর কাজ না?’
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
৩ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
৫ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
৬ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
৭ ঘণ্টা আগে