Ajker Patrika

সব সময় ইচ্ছে থাকে বড় রান করার, বলছেন সাদমান

ক্রীড়া ডেস্ক    
১২০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন সাদমান ইসলাম। ছবি: আজকের পত্রিকা
১২০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন সাদমান ইসলাম। ছবি: আজকের পত্রিকা

৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৭ উইকেটে ২৯১ রান।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সাদমান ইসলাম জানিয়েছেন, তিনটা উইকেট বেশি পড়েছে তাদের। তবে কাল মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের কাছ থেকে ভালো একটা জুটির প্রত্যাশা এই ওপেনারের। সাদমান বললেন, ‘আমাদের খেলা যেরকম আমরা ভালোর দিকে ছিলাম। আমার কাছে মনে হয় তিনটা উইকেট বেশি পড়ে গেছে। যদি ওই উইকেটগুলো না পড়তো আমরা ১০০-এর বেশি লিডে থাকতাম। ইনশা-আল্লাহ কাল দেখা যাক কি হয়।’

মিরাজ-তাইজুলের জুটি বড় হলে ১০০ রানের বেশি লিড পাওয়ার আশা সাদমানের, ‘আশা করি আমাদের যে মিরাজ আর তাইজুল ভাই আছে, অবশ্যই যদি ওরা ভালো একটা জুটি দেয়, যাতে ১০০ প্লাস লিড হয়, আমাদের জন্য ভালো হবে। তো ওরা দুজনই ভালো ব্যাটিং করে। আশা করি ওদের থেকে যদি একটা জুটি হয়, অবশ্যই ওটা আমাদের খুব ভালোর দিকে নিয়ে যাবে। কালকের দিনটা বলা যাচ্ছে না, উইকেটটা কেমন হয়। আমাদের বোলারটা যদি ভালো বোলিং করে খুব ভালো কামব্যাক করব ইনশা আল্লাহ।’

২০২১ সালের পর টেস্ট সেঞ্চুরি পেয়েছেন সাদমান। এনামুল হক বিজয়কে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে যোগ করেন ১১৮ রান। খেলেছেন ১৮১ বলে ১২০ রানের দুর্দান্ত এক ইনিংস। নিজের সেঞ্চুরি প্রসঙ্গে সাদমান বলেন, ‘অবশ্যই রানের জন্য খেলাটা। আমার সব সময় ইচ্ছে থাকে বড় রান করার। তো এখানেও ইচ্ছে ছিল সুযোগ এলে বড় স্কোর করার। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করেছি যতটুকু দলের জন্য দিতে পারি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত