Ajker Patrika

দেশে ফিরেই সুখবর পেলেন তিন নারী ক্রিকেটার

দেশে ফিরেই সুখবর পেলেন তিন নারী ক্রিকেটার

সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেই সুখবর পেয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। আজ আইসিসির হালনাগাদ করা নারী টি-টোয়েন্টি ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ের বিভিন্ন ক্যাটাগরিতে কিছুটা উন্নতি হয়েছে তাঁদের। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কারই পেয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। 

র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগিয়েছেন সানজিদা আক্তার মেঘলা। বোলিং র‍্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে ৬৬ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ৫ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের ফারজানা হক পিংকি। এবারের বাছাইপর্বে দুই ম্যাচে ৭২ রান করেছেন। ফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬১ রান করেছিলেন বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটার। 

বোলারদের র‍্যাঙ্কিংয়ের চার ধাপ এগিয়েছেন রুমানা আহমেদ। এখন ৫৬ নম্বরে আছেন বাংলাদেশ অলরাউন্ডার। দুদিন আগে শেষ হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ৫ ম্যাচে তিন উইকেট নিয়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার। এবারও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে আটে আছেন সালমা খাতুন। 

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে  আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছেন জ্যোতি-সালমা খাতুনরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত